আবারও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হয়েছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচিত খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হয়। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়ে আজ সন্ধ্যায় শপথগ্রহণ করলেন।
এর আগে ২০১৯ সালের ৬ জানুয়ারি নৌপরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর নির্মাণকাজের নেতৃত্ব দেন খালিদ। ঢাকার চারপাশে নদী দখল রোধে ভূমিকা রেখেও ব্যাপক প্রশংসা পেয়েছেন তিনি। মোংলা বন্দরের খননকাজ পরিচালনা করে ভারী জাহাজ চলাচলে সক্ষমতাও তৈরি করেছেন খালিদ মাহমুদ চৌধুরী।
মন্তব্য করুন