ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া নানা অসঙ্গতির বিষয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকী জানান, শুটিং সেটে তারকা ও পার্শ্বচরিত্রের জন্য আয়োজনের আকাশপাতাল পার্থক্য ছিল। দুপক্ষের মধ্যে স্পষ্ট ভেদাভেদ লক্ষ্য করতেন তিনি।
তিনি অভিযোগ করেন, সেটে কোনো সিনেমার শুটিং চললে মূল তারকাদের জন্য ভালো আয়োজন করা হতো। কিন্তু ছবিতে পার্শ্বচরিত্রের জন্য যে জুনিয়র আর্টিস্টরা অভিনয় করতেন তাদের জন্য থাকত নিম্নমানের ব্যবস্থা।
এ সময় নিজের জীবনের কথা উল্লেখ করে নওয়াজ জানান, ক্যারিয়ারের শুরুতে যখন ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন তখন দেখতেন মধ্যাহ্নভোজনের সময় তারকারা তাঁবুঘেরা একটি জায়গায় চলে যেতেন। একদিন তিনি তাঁবুর ভেতর যান। সেখানে উঁকি দেওয়ার পর তিনি দেখেন তারকাদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সব খাবারের আয়োজন। এ ছাড়া খাবার সময় যেন কষ্ট না হয় এর জন্য ছিল আরামদায়ক পরিবেশও।
এদিকে জুনিয়র আর্টিস্ট হয়ে তারকাদের তাঁবুতে গিয়েছিলেন বলে হেনস্থার শিকার হতে হয়েছে বলেও জানান তিনি।
নওয়াজ দাবি করেন, তাঁবুর সামনে থাকা নিরাপত্তাকর্মীরা তার জামার কলার ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তাকে।
বলিউডের এই অভিনেতা জানান, জুনিয়র আর্টিস্টদের জন্য আলাদা করে খাওয়াদাওয়ার ব্যবস্থা ছিল না। এক কোণায় বসে সব জুনিয়র আর্টিস্ট ভিড় জমিয়ে মধ্যাহ্নভোজন করতেন। এমনকি নৈশভোজের সময়ও একই ঘটনা ঘটতে দেখতেন নওয়াজ।
তিনি দাবি করেন, কেউ তাকে অপমান করলে তা সহজে হজম করতে পারতেন না। একবার তিনি তাঁবুর ভেতরে প্রথম সারির অভিনেতাদের সঙ্গে এক জায়গায় বসে খেতে চেয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।
সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন তিনি। কখনো কখনো পারিশ্রমিক না পেলে বারবার সেই প্রযোজনা সংস্থার অফিসে যেতেন। দুই থেকে তিন মাস টানা প্রযোজনা সংস্থার অফিসে ঘুরে বেড়াতেন। যে ছবিতে কাজ করে পারিশ্রমিক পেতেন না, সেই প্রযোজকের অফিসে গিয়ে দু-তিন মাস ভালোমন্দ খাওয়া-দাওয়া করে—একসময়ে পারিশ্রমিকের টাকা তুলে ফেলতেন তিনি।
মন্তব্য করুন