বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাসের কথায় গরমিল!

চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। নানা কারণে বারবার সংবাদ শিরোনামে থাকেন তিনি। কখনো প্রাক্তন স্বামী শাকিব খান, কখনো আবার শাকিবের তার দ্বিতীয় স্ত্রী বুবলীকে নিয়ে মন্তব্য করেন অপু। সিনেমার পাশাপাশি মঞ্চ প্রোগ্রাম, শোরুম উদ্বোধন, ফটোশুটের কাজ নিয়েই সময় কাটান এই চিত্রনায়িকা।

এবার একটি ভিন্ন কারণে আলোচনায় এলেন অপু। নায়িকাদের সন্তান হওয়ার পরও ভালো ক্যারিয়ার হওয়া সম্ভব—বাংলাদেশে এই বিষয়টির প্রচলন ঘটিয়েছেন তিনি; ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন ঢালিউড কুইন খ্যাত এই অভিনেত্রী।

সম্পর্কে না থেকেও সন্তানের যৌথ অভিভাবকত্ব টলিউডে-বলিউডে প্রায়ই হয়; কিন্তু বাংলাদেশে কি আপনি ও শাকিব খানই পথ দেখালেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ‘বাংলাদেশে এই অপু বিশ্বাসই প্রথম যে বুঝিয়ে দিয়েছে নায়িকাদের সন্তান হওয়ার পরও ভালো ক্যারিয়ার হওয়া সম্ভব। একটা সময় বাংলাদেশে নায়িকাদের এমন ধারণা ছিল, মা হয়েছি বলব না, আমার সন্তান আছে বলব না, আমি বিবাহিত বলব না। কিন্তু আমার মনে হয়, সত্যিটা লুকিয়ে রাখা যায় না। অপু বিশ্বাস সেই চলতি ধারণা ভেঙেছে। মা হয়েছি, সবাইকে জানিয়েছি।’

অন্যদিকে বিভিন্ন সময় বাংলাদেশি চিত্রনায়িকাদের ব্যক্তিজীবন নিয়ে সংবাদমাধ্যমে হওয়া খবরে জানা যায়, অপু বিশ্বাসের আগেও অনেক নায়িকা বিয়ের পর সন্তান নিয়ে ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করেছেন।

বিয়ের পর সন্তান নিয়ে ক্যারিয়ারের সাফল্যের শীর্ষে অবস্থান করেছেন শাবানা। চিত্রনায়িকা মৌসুমী সংসার-সন্তান নিয়ে নিজের ক্যারিয়ারের সাফল্য ধরে রেখেছেন। পরীমণিও সন্তান নিয়ে নতুন নতুন সিনেমায় কাজ করছেন। মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন।

সাক্ষাৎকারে অপু জানান, নায়িকাদের মা হওয়া, বিয়ে হওয়া—এই সত্যগুলো লুকিয়ে রাখার যেই প্রবণতা ছিল, বাংলাদেশে সেটি ভেঙেছেন অপু বিশ্বাস। কিন্তু বিগত দিনে সংবাদমাধ্যমে হওয়া খবরে জানা যায়, শাকিব খানের সঙ্গে প্রেম করে গোপনে বিয়ে করেন অপু। প্রায় আট বছর সংসারের পর ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন রাখেন তিনি। পরের বছরই ছেলেকে নিয়ে এক টিভি চ্যানেলে হাজির হয়ে জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা। নানান নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে অপু-শাকিব।

সাক্ষাৎকারে এই নায়িকা আরও দাবি করেন, ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত বাংলাদেশের কোনো নায়িকাকে ইন্ডাস্ট্রিতে তার জায়গায় ঢুকতে দেননি দেননি। এ সময় তার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে দেখা যায়নি। কিন্তু এ সময়ে বেশ কজন অভিনেত্রীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে দেখা গেছে।

সাক্ষাৎকারের এক প্রশ্নের জবাবে বুবলী প্রসঙ্গে কথা ওঠে। তবে বুবলীর বিষয়ে কথা বললে অলক্ষ্মী হতে পারে বলে মন্তব্য করেন অপু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে নাম-নম্বর গোপন রেখে করা যাবে চ্যাটিং, কবে আসছে এই সুবিধা?

জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি

জুলাই সনদ নিয়ে যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

১৭৬.৫ কিমিতে বল, শোয়েব আখতারের রেকর্ড কি ভেঙে ফেললেন স্টার্ক!

গোখরার ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

‘বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না’

মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

মানবেতর জীবন-যাপন করছেন ‘লোম মানব’ নামের একটি পরিবার

নির্বাচন কমিশনের চিঠির ব্যাখ্যা দিল এনসিপি

চবিতে পোস্টার-লিফলেট জমা দিলেই মিলছে কলম

১০

জুলাই সনদে স্বাক্ষর করল আরও এক দল

১১

১৪ বছর পর মিরপুরে এমন কীর্তি করে দেখাল টাইগাররা

১২

বাণিজ্য উপদেষ্টা / আগুন : ৩ দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ

১৩

ইউরোপের ইরাসমাস কর্মসূচির জনক সোফিয়া কোরাদির মৃত্যু

১৪

জঙ্গলীয় কায়দায় চলছে ইসি : নাসীরুদ্দীন

১৫

দুই শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন শিক্ষক, পথে গেল প্রাণ

১৬

ফার্মগেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৭

শাপলাই হবে এনসিপির নির্বাচনী মার্কা : হাসনাত

১৮

সন্দ্বীপে ৭ প্রবাসীর দাফন সম্পন্ন

১৯

জামায়াত নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

২০
X