কোটা আন্দোলনের জেরে গণআন্দোলনের ফলে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তিনি দেশ ছাড়ার পর বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এরপর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে গুগল ইঞ্জিনিয়ার জাহেদ সবুর একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, অভিনন্দন ড. মুহাম্মদ ইউনূস!
জাহেদ সবুর লেখেন, ‘বিগত সরকার এ মানুষটাকে কতই না অসম্মান আর হেনস্থা করেছিল… আজকে তারা কোথায়… কোথায় তাদের ক্ষমতা… তবু কেন জানি শিক্ষা হয় না আমাদের… সুযোগ পেলেই অন্যকে হেনস্থা করার কি অসভ্য প্রতিযোগিতাই না চলে আমাদের সমাজে…’
তিনি লেখেন, ‘অন্যকে অসম্মান করে কেউ কোনো দিন সম্মানিত হয়নি… অন্যকে ছোট করে কেউ কোনো দিন বড় হতে পারেনি… যে বড় সে শেষ পর্যন্ত সামগ্রিকভাবে বড়ই থেকে যায়… আর অন্যকে হেনস্থা করে যে, সে শুধুই নিজের কদর্যতা এবং ব্যর্থতার পরিচয় দিয়ে যায়…’
জাহেদ সবুর লিখেন, ‘আশা করি কোনো একদিন আমরা এ চিরন্তন সত্যটি উপলব্ধি করতে পারব।’
মন্তব্য করুন