নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ প্রজন্মের উন্নত জীবন নিশ্চিত করতে শেখ হাসিনার ডেল্টা প্ল্যান: দোলন

আরিফুর রহমান দোলন
আরিফুর রহমান দোলন

দেশের ভবিষ্যৎ প্রজন্মের উন্নত জীবন নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যান বা ব-দ্বীপ মহাপরিকল্পনা করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

মধুমতী নদীকে নিয়ে লেখা গান প্রকাশ উপলক্ষে সোমবার (৩১ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ আলফাডাঙ্গা উপজেলাবাসী।

দোলন উল্লেখ করেন, একটা সময়ে পরিকল্পনা আর উদ্যোগের অভাবে দেশের নদীগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। ভাঙনের ভয়ে নদী পাড়ের জীবন ছিল রীতিমতো দুঃস্বপ্নের।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এসেই দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদ-নদীর গুরুত্ব দিয়ে নানা উদ্যোগ-পদক্ষেপ নেন। এর ফলে আজকে দেশের নদীকেন্দ্রীক অর্থনৈতিক সম্ভাবনা যেমন বেড়েছে, তেমনি চাষের জমিও বেড়েছে।’

ঢাকা টাইমস সম্পাদক দোলন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙনের স্থায়ী প্রতিকারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সরকারের ১৪ বছরের ধারাবাহিক শাসনামলে সারাদেশে নদী-ভাঙন এক তৃতীয়াংশে নেমে এসেছে।’

জলবায়ু পরিবর্তনের কথা মাথায় রেখে শেখ হাসিনা সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন দোলন। তিনি আরও বলেন, ‘ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়ন হলে দেশে আর কোনো নদী ভাঙনের দুঃস্বপ্নের গল্পও শোনা যাবে না। ভবিষ্যত প্রজন্মের জীবন হবে আরও উন্নত।’

দোলন আরও বলেন, ‘বাংলাদেশ ব-দ্বীপ মহাপরিকল্পনাও শেখ হাসিনার আরেকটি যুগান্তকারী উদ্ভাবনা। এই ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। আর সেজন্য আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।’

প্রসঙ্গত, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফরিদপুর, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলা দিয়ে বয়ে গেছে মধুমতী নদী। মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে গড়াই নদী থেকে উৎপত্তি হয়ে মধুমতীর জলধারা বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে গিয়ে শালদহ নদীতে পতিত হয়েছে।

দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সাব এডিটর বীর মুক্তিযোদ্ধা সিরাজ উল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, বগুড়া ইউনিভার্সিটি অব পুন্ড্র সাইন্স এন্ড টেকনোলজি' এর সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. লুৎফর রহমান, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা খান জাহাঙ্গীর আলম, ঢাকাস্থ আলফাডাঙ্গা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নেয়ামুল বারী বারু, কৃষক লীগের সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না, ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান, আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম সিদ্দিকুর রহমান বাহার, স্বেচ্ছাসেবক লীগ নেতা লিয়াকত হোসেন।

মধুমতী নদীকে নিয়ে গানটির সুর করেছেন এসএম আব্দুল কুদ্দুস, গীতিকার শামসুদ্দিন হাসুর লেখা গানটি গেয়েছেন শিল্পী মনিরুজ্জামান মনির। সংগীত পরিচালনা করেছেন জি এম রাহমান রনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তার প্রশ্নে স্থগিত এ আর রহমানের কনসার্ট

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

জানুয়ারির ১ তারিখকেই কেন বছরের প্রথম দিন ধরা হয়, জানলে অবাক হবেন

বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামবাসীর জন্য বড় দুঃসংবাদ

জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন 

‘ও ভেই যেই বেক্কুনে মিলি জুম কাবা যেই’

বিপাকে ভারতী সিং

খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারি

‘খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না’

গণঅধিকারের সেই ফারদিনের আয় ‘হাজার কোটি’ থেকে নামল কোটি টাকায়

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট, চরম দুর্ভোগ

১১

মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান

১২

এবার খল চরিত্রে কারিনা কাপুর

১৩

ওয়ালটনে চাকরির সুযোগ, যারা আবেদন করতে পারবেন

১৪

তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৫

ফেনীতে খালেদা জিয়ার যত অবদান

১৬

১ কেজি ফ্যাট ঝরাতে কতক্ষণ হাঁটতে হবে, জানালেন বিশেষজ্ঞ

১৭

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

১৮

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

১৯

লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

২০
X