দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ পরিচালক এবং ৪২ উপপরিচালক পদে রদবদল করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে।
পৃথক আদেশে বলা হয়- ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে তাদের বদলি করা হয়েছে।
দুদকের ১০ পরিচালক এবং ৪২ উপপরিচালক পদে রদবদলের তালিকা :
এরআগে গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ৩১ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
মন্তব্য করুন