কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০১:৪৫ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভুল সংশোধনের উদ্দেশ্যেই অভিযান চলছে : মেয়র তাপস

রাজধানীর মতিঝিলে ‘সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগার’ উদ্বোধন শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
রাজধানীর মতিঝিলে ‘সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগার’ উদ্বোধন শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে এবং ভুল সংশোধনের উদ্দেশ্যেই অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব ভুল শুধরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবার আবেদন করলে, ব্যবসা-প্রতিষ্ঠান ও ভবন খুলে দেওয়া হবে।’

বুধবার (৬ মার্চ) রাজধানীর মতিঝিলে ‘সাউথ পয়েন্ট নগর ব্যায়ামাগার’ উদ্বোধন শেষে অগ্নি-নিরাপত্তা ও চলমান অভিযান প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বেইলি রোডের দুর্ঘটনার পর থেকে অত্যন্ত কঠোরভাবে এসব বিষয় দেখভাল করছে। এ ক্ষেত্রে যে জায়গায় আইনের ব্যত্যয় পাচ্ছে, সেখানে ব্যবস্থা গ্রহণ করছে। আমরা দেখছি, রানা প্লাজা দুর্ঘটনার পর সরকারের উদ্যোগে ব্যাপক কার্যক্রম নেওয়া হয়েছিল। যার ফলশ্রুতিতে গার্মেন্টস শিল্পগুলো আজ ঘুরে দাঁড়িয়েছে। তখন সংস্থাগুলো গার্মেন্টসগুলোতে ঘুরে দেখেছে এবং সমস্যাগুলো নিরূপণ করে সমাধান করেছে। আমাদেরও এই অভিযানের উদ্দেশ্য সংশোধন।’

কঠোরভাবে অভিযান চলবে জানিয়ে তিনি বলেন, ‘অভিযান পরিচালনা করে যেখানে সমস্যা পাওয়া যাবে, প্রাথমিকভাবে সেগুলো বন্ধ করে দেব। পরবর্তী সময়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি তাদের ভুল শুধরে আবার আবেদন করে, তখন আমরা যাচাই করে তাদের ছাড়পত্র দিয়ে দেব। এতে তারা আবার তাদের ব্যবসা এবং তাদের অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এটি সংশোধনীমূলক উদ্যোগ।’

একই সঙ্গে বেইলি রোডে আগুনের ঘটনায় পারস্পরিক দোষারোপ না করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির মুখোমুখি করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বানও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই নড়েচড়ে বসে রাজউক, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা। রাজধানীর বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা তদারকি করতে অভিযান পরিচালনা করছে সংস্থাগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি নিয়ে সুখবর

নুরাল পাগলার আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগের পেছনে যা ছিল

জাতীয় পার্টির বিচার দাবি গণতন্ত্র মঞ্চের

বিলের পানিতে গোসলে নেমে প্রাণ গেল ২ বোনের

কাজে দেরিতে আসায় তিন জেলেকে মারধর, অতঃপর...

আলোচনা ফলপ্রসূ হয়নি, বাকৃবিতে বন্ধ থাকছে ক্লাস-পরীক্ষা

থমথমে হাটহাজারী, ১৪৪ ধারা জারি

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় যেসব অস্ত্র নিয়ে প্রস্তুত হচ্ছে ভেনেজুয়েলা

টাঙ্গাইলে একইস্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশের ডাক, ১৪৪ ধারা জারি

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১০

রাজবাড়ীর ঘটনায় ইসলামী আন্দোলনের বিবৃতি

১১

রাজবাড়ীর ঘটনায় মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে : জামায়াত

১২

অমর্ত্যের ভিপি প্রার্থিতা ফেরত চাইলেন মেঘমল্লার বসু

১৩

জশনে জুলুস / জামেয়ার ময়দানে নিহত সাইফুলের জানাজা অনুষ্ঠিত

১৪

স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপালেন গণঅধিকার পরিষদ নেতা

১৫

জশনে জুলুসে পানি পান করাচ্ছেন জামায়াত নেতা!

১৬

বিশ্বকাপ ফাইনালের পর মেসিদের সঙ্গে রিম্যাচ প্রস্তাব, রাজি হননি এমবাপ্পে

১৭

লোহার ব্রিজের উপর দাঁড়িয়ে জসনে জুলুস দেখছিলেন তারা, অতঃপর...

১৮

সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৯

নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলছিল মরদেহ

২০
X