

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-উপাসনালয়ে দুষ্কৃতকারিরা হামলা ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।
উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত সবাইকে এ ব্যাপারে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বিএনপিপন্থি এ সংগঠনটি।
একই সঙ্গে এ ধরনের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা বন্ধে সব রাজনৈতিক দল ও ছাত্র-জনতার সহযোগিতাও কামনা করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দপ্তর সম্পাদক তপন কুমার বসু (মিন্টু) স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং মহাসচিব তরুন দে এসব কথা বলেছেন।
মন্তব্য করুন