কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৭:০০ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিস্থিতি যাই ঘটুক, আমরা নির্বাচনে অংশ নেব : বিএনএফ সভাপতি

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বিএনএফের চতুর্থ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বিএনএফের চতুর্থ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

যেকোনো পরিস্থিতিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ বলেছেন, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি যাই ঘটুক না কেন আমরা নির্বাচনে অংশ নেব।

সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে দলের চতুর্থ জাতীয় কাউন্সিল- ২০২৩ এ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কাউন্সিলে ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ সভাপতি ও সাধারণ সম্পাদক ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ পুননির্বাচিত হন। কাউন্সিলে বিভিন্ন জেলার নেতারা দলকে শক্তিশালি করার তাগিদ দিয়ে বলেন, আগামী নির্বাচনে পার্টি থেকে ৩০০ আসনে প্রার্থী দিতে হবে। কারণ ভোটারদের কাছে দলের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তাই অনেক আসনে বিএনএফের প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা করবে একথা উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, তখন ইসিকে সর্বাত্মক সহযোগিতা দিবে রাষ্ট্রপতি ও নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী। নতুন সংসদ গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার পরিচালিত হবে।

সাংবিধানিকভাবে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে এ সরকারে বিএনএফ অংশ নেবে। প্রধানমন্ত্রী চাইলে নির্বাচনকালীন সরকারে যেকোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতেও আমরা প্রস্তুত আছি।

সংবিধান সম্মতভাবে সংসদের ভেতরে ও বাইরে দেশে কোনো বিরোধী দল নেই এমন মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আগামী দিনে বিএনএফ বিরোধী দলের ভূমিকা পালন করবে।

কোনো রাজনৈতিক দল অংশ না নিলে আগামী নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়া ঘোষণা দিয়ে তিনি বলেন, এখন কোনো দলের সঙ্গে বিএনএফ জোটে যাবে না। নির্বাচনের সময় ঘনিয়ে এলে জোটে যাওয়ার বিষয়ে চিন্তা করব। তবে প্রধানমন্ত্রী চাইলে আওয়ামী লীগের সঙ্গে জোটে যেতে আপত্তি নেই বলেও জানান তিনি।

বিএনএফ কোনো আন্দোলনে যাবে না জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, আন্দোলনের দায়িত্ব বিএনপি নিয়েছে। তথাকথিত জাতীয় পার্টিও বিভিন্ন বক্তব্যে আন্দোলন চায়। আমরা আন্দোলন চাই না।

সম্মেলনে বক্তব্য রাখেন, মমতাজ শিল্পী, মজিবুর রহমান, শফিউল্লাহ চৌধুরী (আন্দোলন) প্রমুখ। কেন্দ্রীয় ও জেলা নেতাদের শুভেচ্ছা বক্তব্যের পর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে ভাড়ায়চালিত বাইকারের বিরুদ্ধে যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

সরবরাহ সচল হওয়ায় স্বস্তি ফিরছে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে

আজ কোন এলাকায় কত ঘণ্টা কারফিউ শিথিল

রিয়ালের জার্সিতে কবে মাঠে নামছেন এমবাপ্পে?

স্বেচ্ছায় কারাগারে যাচ্ছেন ফিলিস্তিনি শরণার্থীরা

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

১০

মানামার বাতাসে দূষণ সবচেয়ে বেশি, ঢাকার পরিস্থিতি কী

১১

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বর্জ্যে দুর্ভোগে ৩ লাখ মানুষ

১২

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১৩

অলিম্পিকে নিষিদ্ধ ছিল যে দেশগুলো

১৪

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

১৬

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

১৭

৬ দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

১৮

ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা

১৯

হামলা মামলা ও লাঞ্ছনার শিকার লালমনিরহাটের ৬ সাংবাদিক

২০
X