কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৭:০০ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিস্থিতি যাই ঘটুক, আমরা নির্বাচনে অংশ নেব : বিএনএফ সভাপতি

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বিএনএফের চতুর্থ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বিএনএফের চতুর্থ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

যেকোনো পরিস্থিতিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ বলেছেন, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি যাই ঘটুক না কেন আমরা নির্বাচনে অংশ নেব।

সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে দলের চতুর্থ জাতীয় কাউন্সিল- ২০২৩ এ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

কাউন্সিলে ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ সভাপতি ও সাধারণ সম্পাদক ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ পুননির্বাচিত হন। কাউন্সিলে বিভিন্ন জেলার নেতারা দলকে শক্তিশালি করার তাগিদ দিয়ে বলেন, আগামী নির্বাচনে পার্টি থেকে ৩০০ আসনে প্রার্থী দিতে হবে। কারণ ভোটারদের কাছে দলের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তাই অনেক আসনে বিএনএফের প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা করবে একথা উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, তখন ইসিকে সর্বাত্মক সহযোগিতা দিবে রাষ্ট্রপতি ও নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী। নতুন সংসদ গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার পরিচালিত হবে।

সাংবিধানিকভাবে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে এ সরকারে বিএনএফ অংশ নেবে। প্রধানমন্ত্রী চাইলে নির্বাচনকালীন সরকারে যেকোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিতেও আমরা প্রস্তুত আছি।

সংবিধান সম্মতভাবে সংসদের ভেতরে ও বাইরে দেশে কোনো বিরোধী দল নেই এমন মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আগামী দিনে বিএনএফ বিরোধী দলের ভূমিকা পালন করবে।

কোনো রাজনৈতিক দল অংশ না নিলে আগামী নির্বাচনে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়া ঘোষণা দিয়ে তিনি বলেন, এখন কোনো দলের সঙ্গে বিএনএফ জোটে যাবে না। নির্বাচনের সময় ঘনিয়ে এলে জোটে যাওয়ার বিষয়ে চিন্তা করব। তবে প্রধানমন্ত্রী চাইলে আওয়ামী লীগের সঙ্গে জোটে যেতে আপত্তি নেই বলেও জানান তিনি।

বিএনএফ কোনো আন্দোলনে যাবে না জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, আন্দোলনের দায়িত্ব বিএনপি নিয়েছে। তথাকথিত জাতীয় পার্টিও বিভিন্ন বক্তব্যে আন্দোলন চায়। আমরা আন্দোলন চাই না।

সম্মেলনে বক্তব্য রাখেন, মমতাজ শিল্পী, মজিবুর রহমান, শফিউল্লাহ চৌধুরী (আন্দোলন) প্রমুখ। কেন্দ্রীয় ও জেলা নেতাদের শুভেচ্ছা বক্তব্যের পর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল দলিল সরবরাহকারী চক্রের সদস্যকে ধরিয়ে দিলেন সাব-রেজিস্ট্রার

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে বিএনপির ৪ ইউনিটের কমিটি স্থগিত

সাময়িক বন্ধের পর আকাশসীমা আবার খুলে দিল ইরান

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

তুমি শুধু পরিবারের না, বাংলাদেশের গর্ব : তারেক রহমান

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র ব্যবহার করতে পারে

অনিশ্চয়তায় বিপিএলের সূচনা, সময়মতো শুরু হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

১০

ফের অবরোধ ঢাকার তিন স্থান

১১

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

১২

সম্পত্তির দৌড়ে দিশার চেয়ে কতটা পিছিয়ে প্রেমিক তালবিন্দর!

১৩

বিটিসিএলের তিন কর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

১৪

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

১৫

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

১৭

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

১৮

সরাসরি এলপি গ্যাস আমদানিতে যাচ্ছে সরকার

১৯

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

২০
X