শেখ হাসিনা সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মঠ-মন্দিরে হামলা ও ভাঙচুরের নানা ঘটনা ঘটলেও সেসবের বিচার হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।
শনিবার (৩১ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে খোকন দাস বলেন, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীকে সব সময় তাদের লিজকৃত সম্পদ বলে মনে করত। স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে হিন্দু জনগোষ্ঠীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু জনগোষ্ঠীর দুর্গাপূজায় বারবার মণ্ডপ ও প্রতিমা আক্রমণের শিকার হয়। বিভিন্ন মঠ-মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, কিন্তু এসবের কোনো বিচার হয়নি।
তিনি বলেন, তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন। তাদের বিশ্বাস, অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে।
ডিএলের এই সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার হুকুমদাতা ও তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানান।
মন্তব্য করুন