কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই : নজরুল ইসলাম

জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকের পর নজরুল ইসলাম। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকের পর নজরুল ইসলাম। ছবি : কালবেলা

আগামী দিনে প্রয়োজনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি-জামায়াতসহ নিশ্চয় সবাই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এটা নিয়ে কনফিউশনের কিছু নেই। কেননা, জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের কিছু নেই।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠকের পর নজরুল ইসলাম সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

জামায়াতের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব আছে কি না, থাকলে তা কমানোর জন্য বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দূরত্বের কিছু নেই। তারাও (জামায়াত) গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে; আমরাও বলি। কিন্তু যদি কেউ বলে, শুধু তারাই দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলব, ভাই কথাটা ঠিক না।

তিনি আরও বলেন, আমরা সবাই দেশপ্রেমিক। আমি মুক্তিযুদ্ধ করেছি। তারপর যদি বলেন শুধু আপনি দেশপ্রেমিক, আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক; তাহলে তো আমাকে বাদ দিলেন আপনি। এটা তো কষ্ট লাগার কথা। আমরা আশা করব, এ রকম কথা কেউ না বলুক।

শিগগিরই জামায়াতের সঙ্গে বিএনপি কোনো বৈঠক করবে কি না, জানতে চাইলে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, জামায়াতের সঙ্গে আমরা ফরমালি যুগপৎ আন্দোলনে ছিলাম না। তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি এক রকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিল। নিশ্চয়ই আগামী দিনে প্রয়োজনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে। এটা নিয়ে কনফিউশনের কিছু নেই।

বেলা সোয়া ১১টায় শুরু হওয়া বৈঠক প্রায় ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে নজরুল ইসলাম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ছিলেন।

অন্যদিকে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে বৈঠকে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নাসিম খান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক তৎপরতা ছাড়া শ্রমিকের ভাগ্যোন্নয়ন সম্ভব নয় : ফজলুল হক

জনগণের ম্যান্ডেট ছাড়া রাখাইনে করিডোর নয়: বিএসপি

স্বাস্থ্য পরামর্শ / বর্ষাকালীন অসুখ থেকে বাঁচতে বয়স্কদের এখনই সচেতন হতে হবে

মুক্তির পথে তারাগঞ্জ যাতায়াতে হাজারো মানুষের ভোগান্তি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেআইএমের সিম্পোজিয়াম

‘ইঞ্জিনিয়ার তুহিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার’

পুরানা পল্টনের আগুন নিয়ন্ত্রণে

খালেদা জিয়ার দেশে ফেরা পেছাল

মানারাতে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ারবিষয়ক কর্মশালা 

ঝুঁকি নিয়েই চলছে চার বিদ্যালয়ের পাঠদান

১০

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির গণপদযাত্রা কাল

১১

সংস্কারের নামে সময় নষ্ট করবেন না: অ্যাডভোকেট সালাম

১২

খুবি শিক্ষার্থী নোমানের সনদ বাতিল

১৩

খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন

১৪

ভারতে গেলেন সন্তু লারমা

১৫

বিরল সাপের কামড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

১৬

রহস্যের জট খোলেনি সিরাজগঞ্জের সেই ভয়ংকর গুপ্তঘরের

১৭

ছাত্রদল নেতার হাতে জিম্মি মহাসড়ক

১৮

ছবি পাল্টে বড় ভাইয়ের মুক্তিযোদ্ধা ভাতা তোলেন ছোট ভাই

১৯

ফুল-ফসলের বিষে কমছে ফুলটুনি

২০
X