কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‘আগে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে হবে’

সালাহউদ্দিন আহম্মেদ। ছবি : সংগৃহীত
সালাহউদ্দিন আহম্মেদ। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে, সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। আমরা প্রশ্ন করেছি, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আসলেই সাড়ে ৫ মাস পরে কোনো প্রয়োজন ছিল কি না? যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কী? সেটা নির্ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহম্মেদ বলেন, আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যেন সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি, এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমাদের সে প্রচেষ্টার কারণে আমরা সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই। এখন যে কোনো রকমের অনৈক্যের বীজ যেন আমাদের ভিতরে বপন করতে না পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদী দোসররা সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসেছি, কথা বলেছি, আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসেবে এবং বিভিন্ন বিষয়ে সেটা আমরা দিয়েছি। এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে যেন কোনো ফাটল সৃষ্টি না হয় সেখানেও আমাদের লক্ষ রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক, ঐতিহাসিক দলিলে পরিণত হয় সে দলিলটাকে আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যেন সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, সেদিকটায় আমরা পরামর্শ দিয়েছি। সে বিষয়ে আমি প্রধান উপদেষ্টা ও সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি, সে বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সে হিসেবে পদক্ষেপ নেন। যেন জাতীয় ঐক্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি না হয়। আমাদের মধ্যে যেন কম ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়।

ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান কি ছিল জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের পরামর্শ দিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলিল প্রণয়ন বিষয়ে, ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি।

খসড়া নিয়ে কোনো আপত্তি আছে কি না জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য কোনো ধরনের বক্তব্য না দিয়ে চলে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের জন্য ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

মুক্তি প্রতীক্ষায় কার্তিক-অনন্যার সিনেমা

চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর

খাবার খাওয়ার পর শুয়ে পড়ার অভ্যাস, অজান্তেই ডেকে আনছেন বিপদ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিএনপির মনোনীত প্রার্থীকে শুভেচ্ছা জানালেন এবি পার্টির প্রার্থী

ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি, কে কত পাবেন

মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা

কিশোরগঞ্জের ৬টি আসনের ৪টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে, অধ্যাদেশ জারি 

১০

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম মারা গেছেন

১১

দ্বন্দ্বে জড়ালেন জোজো-পৌষালী

১২

বিএনপি থেকে মনোনয়ন পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক

১৩

নেপালে ৭ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৪

১৪

পিছিয়ে গেল আলিয়ার ‘আলফা’ মুক্তির তারিখ

১৫

পারফরম্যান্স বোনাসসহ চাকরি দিচ্ছে প্রাণ গ্রুপ

১৬

চমক রেখে দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা

১৭

মানিকগঞ্জে ২টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১৮

পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন : ট্রাম্প

১৯

মনোনয়ন পেয়ে ইশরাকের বার্তা

২০
X