অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মোমবাতি মিছিল করেছে স্থানীয় বিএনপি। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধারা বাজারের অনুষ্ঠিত মিছিলের নেতৃত্ব দেন দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরফান আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আবু হাসনাত বদরুল কবির, মিজানুর রহমান, আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, আলতাফ হোসেন, নুরুল ইসলাম, মোতালেব হোসেন, আলী মাহমুদ, নাইমুর আরেফীন পাপন, আবদুল হান্নান, মেহেদী হাসান দুলাল, তাজবীর হোসেন অন্তর, মশিউজ্জামান, এমদাদ হোসেনসহ অনেকে।
এর আগে বিকেলে ধারা বাজারে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মতবিনিময় সভা চলাকালে বিদ্যুৎ চলে যায়। দীর্ঘ সময়েও বিদ্যুৎ না আসায় উপস্থিত নেতাকর্মীরা লোডশেডিংয়ের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি ধারা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন