ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে এই মিছিল হয়।
যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের নেতৃত্বে আজ শনিবার বিকেলে ঢাকার কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে একটি মিছিল শ্যামলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন— মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল, রাজিবুল আলম রয়েল, আইনুন নিশাত, রেজয়ান সাকিব, হিরন, রিয়াজ, পলাশ হেলাল, জয়নাল, আদাবর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহদাত, ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, অ্যাডভোকেট মশিউর রহমান শান্ত, রাজিবুল আলম রয়েল, নিশাত, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সজিব, সাকিব, শেরেবাংলা নগর যুবদলের মাইন উদ্দিন, রনি, আজাদ, রিমনসহ শতাধিক নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল থেকে খালেদা, আব্দুল মোনায়েম মুন্নাসহ আটক সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন