স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে বিশ্বকাপ চান না অজি তারকা

বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে সন্দিহান অস্ট্রেলিয়া অধিনায়ক হিলি। ছবি : সংগৃহীত
বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে সন্দিহান অস্ট্রেলিয়া অধিনায়ক হিলি। ছবি : সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে আগামী ৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশে হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে দেশের রাজনৈতিক পালাবদল আসরটির আয়োজনকে শঙ্কায় ফেলে দিয়েছে। এরকম অবস্থায় তবুও দেশে নারী বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী ছিলেন অন্তর্বর্তী সরকার। তবে সরকার ও বিসিবি চাইলেও আসরটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি চান না বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন হোক।

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দেশটির চলমান রাজনৈতিক ও মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে হিলি বলেছেন, এমন একটি দেশে যেখানে তীব্র অস্থিরতা চলছে, সেখানে একটি বড় খেলা আয়োজন করা ‘কল্পনা করা কঠিন’।

বাংলাদেশ সম্প্রতি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে করা আন্দোলনে ক্ষমতাসীন আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত করার আন্দোলন শুরু হয়। পরিস্থিতি আরো গুরুতর হয়ে ওঠে যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন সাবেক সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এবং তাকে পদত্যাগ করতে হয়। এরপর তিনি ৫ আগস্ট ভারতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। ৮ আগস্ট নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার শপথগ্রহণ করে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে উদ্ধৃত করে হিলি তার উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা উচিত হবে না বলে তিনি মনে করেন। হিলি বলেন, ‘আমি এই মুহূর্তে সেখানে (বাংলাদেশে) একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার কোন যৌক্তিকতা দেখছি না। তারা (বাংলাদেশিরা) এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে সবাইকে প্রয়োজন হচ্ছে। একজন মানুষ হিসেবে আমি মনে করি এই সময় সেখানে এটি আয়োজন করা ভুল হতে পারে। তবে আমি এটি (সিদ্ধান্ত) আইসিসির ওপর ছেড়ে দেব।’

আইসিসি অবশ্য এই টুর্নামেন্টের জন্য বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করছে বলে জানা গেছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতোমধ্যে ভারতকে টুর্নামেন্টের আয়োজক হিসেবে বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে, অন্যদিকে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের নামও বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার সোফি মোলিনক্সও হিলির উদ্বেগের সাথে একমত প্রকাশ করেছেন এবং বলেছেন, খেলোয়াড়দের ক্রিকেট অস্ট্রেলিয়া দ্বারা টুর্নামেন্টের সম্ভাব্য স্থানান্তর সম্পর্কে অবহিত রাখা হয়েছে। মোলিনক্স বলেন, ‘আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলোচনা করেছি এবং তারা আইসিসির সাথে অনেক কাজ করছে এবং আমরা সম্পূর্ণ বিশ্বাস করি, তারা সবার জন্য সঠিক সিদ্ধান্ত বেছে নেবে।’

দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে আগের ফাইনালে শিরোপা জেতা অস্ট্রেলিয়া আগামী সোমবার তাদের দল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। দলটি এখনো অন্যতম ফেভারিট, তবে স্থান সম্পর্কে অনিশ্চয়তা তাদের প্রস্তুতিতে অতিরিক্ত জটিলতা যোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত

ঝালকাঠিতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অভিযোগ, তদন্তে ফিফা

গ্রেপ্তারের ১০ দিনের মধ্যেই জামিন পেলেন ছাত্রলীগ সভাপতি

নিয়োগ দিচ্ছে মেরী স্টোপস বাংলাদেশ

ঝড়ের আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

ঢাকায় কানাডা হাইকমিশনে চাকরি, বেতন বছরে ১০ লাখ টাকা

হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়কারী গ্রেপ্তার

ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা?

সাবেক খাদ্যমন্ত্রী সাধনের গ্রেপ্তারে আনন্দ মিছিল

১০

এফ-১৬ দিয়ে পশ্চিম তীরে হামলা, নিহত ১৮

১১

আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড গঠিত

১২

জনবল নেবে ব্যাংক এশিয়া, পদসংখ্যা নির্ধারিত নয়

১৩

চার বছর পর জুমা পড়াবেন খামেনি, আসতে পারে বড় ঘোষণা

১৪

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

১৫

নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে দেশে

১৬

ইসরায়েলের সমর্থনে মার্কিন সেনা মোতায়েন হবে কি না জানালেন বাইডেন

১৭

বাবা-মায়ের পর না ফেরার দেশে শিশু বায়েজিদ

১৮

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

১৯

বৃষ্টি ও শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

২০
X