স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৯:১৭ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

এল-ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে দিল বার্সা

এল-ক্লাসিকোতে বড় জয় পেয়েছে বার্সা। ছবি : সংগৃহীত
এল-ক্লাসিকোতে বড় জয় পেয়েছে বার্সা। ছবি : সংগৃহীত

সাধারণত প্রাক-মৌসুমের খেলাগুলোতে দলগুলো নতুন মৌসুমের জন্য দল গোছানো ও নতুন কৌশল প্রয়োগ করার প্রতি মনোযোগ দেয় বেশি। তবে কিছু ম্যাচ আছে যা দর্শক এবং খেলোয়াড় উভয়কেই ভুলিয়ে দেয় যে তারা প্রীতি ম্যাচ খেলছে। আর ম্যাচটি যদি হয় 'এল ক্লাসিকো' তবে তা কখোনই প্রীতি ম্যাচ থাকে না। উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয় মর্যাদার লড়াইয়ে।

গত মৌসুমের মতো এবারও প্রাক-মৌসুম ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের মাটিতে এল ক্লাসিকোয় লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে বড় হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ।

শনিবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে পরাস্ত করেছে বার্সেলোনা। প্রথমার্ধে কাতালানের ক্লাবটি ওসমান দেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ফেরমিন লোপেজ মার্টিন ও ফেরান তোরেসের গোলে বড় জয় পায়। রিয়ালের হয়ে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

আগের ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দেওয়া রিয়াল এদিন মাঠে নামে তুলনামূলক তরুণ দল নিয়ে। দীর্ঘদিন পর করিম বেনজেমাকে ছাড়াই এল ক্লাসিকোতে দেখা গেছে লস ব্লাঙ্কোসদের। একাদশে ছিলেন না লুকা মদ্রিচ ও টনি ক্রুসও। অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়েই বার্সেলোনা ম্যাচ শুরু করে।

ম্যাচের ১৫ মিনিটেই লিড পায় বার্সেলোনা। ফ্রি কিক থেকে স্প্যানিশ মিডফিল্ডারের পেদ্রির দেওয়া পাস থেকে গোল করেন দেম্বেলে। এর মিনিট পাঁচেক পরেই গোল শোধ করার সুযোগ পায় রিয়ালও। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র।

বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেও স্ট্রাইকারের অভাবে ভুগেছে রিয়াল। এদিন রিয়ালের একাদশে ছিল না কোনো প্রথাগত স্ট্রাইকারই। আর গোল করতে ব্যর্থ হয়েছে বার্সাও।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও ব্যবধান কমানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। উল্টো ম্যাচের শেষের দিকে আরও দুই গোল খেয়ে বসে রিয়াল।

৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার ২০ বছর বয়সি মিডফিল্ডার ফেরমিন লোপেজ মার্টিন। রিয়ালের রক্ষণের ভুলে দূরপাল্লার দারুণ এক শটে গোলরক্ষক কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি। আর ম্যাচের যোগ করা সময়ে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন ফেরান তোরেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অভিযান দেখে পালালেন জেলেরা, জব্দ ৮৫০ কেজি কাঁকড়া  

শরীফুল এম খানকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

চোখে চোখ রেখে কথা বলা কেন জরুরি, জেনে নিন

নতুন একটি নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প, থাকছে কঠোর শাস্তি

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারি, ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার

ফুলবাড়ী ট্র্যাজেডি : দিবসেই শুধু কদর বাড়ে নিহতদের পরিবারের

৩৫ বছর ধরে বেদখলে থাকা জমি ঢাকঢোল পিটিয়ে উদ্ধার

ঘোষিত দলে কেন জায়গা হয়নি নেইমারের, জানালেন আনচেলত্তি

মাছের মাথার ‘সোনার মণি’ বিক্রি করে লাখ টাকা আয় নেওয়াজের

১০

পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক রাতেই সব পুড়ে ছাই

১১

থালাপতির মতো কেন জনতার নায়ক হতে পারলেন না বাংলাদেশের ক্রিকেটাররা?

১২

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সদস্য আহত

১৩

ইরানের সঙ্গে বসছে ইউরোপের তিন শক্তি

১৪

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় মিশনের ব্যাখ্যা

১৫

আজকে স্বর্ণের বাজার দর

১৬

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি শুরু

১৭

বোলিং করতে না দেওয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা

১৮

জেনে নিন উচ্চ রক্তচাপের ১২ কারণ

১৯

১৬ বছর বয়সী কিশোরের ইতিহাস গড়া ম্যাচে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

২০
X