স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৯:১৭ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

এল-ক্লাসিকোতে রিয়ালকে উড়িয়ে দিল বার্সা

এল-ক্লাসিকোতে বড় জয় পেয়েছে বার্সা। ছবি : সংগৃহীত
এল-ক্লাসিকোতে বড় জয় পেয়েছে বার্সা। ছবি : সংগৃহীত

সাধারণত প্রাক-মৌসুমের খেলাগুলোতে দলগুলো নতুন মৌসুমের জন্য দল গোছানো ও নতুন কৌশল প্রয়োগ করার প্রতি মনোযোগ দেয় বেশি। তবে কিছু ম্যাচ আছে যা দর্শক এবং খেলোয়াড় উভয়কেই ভুলিয়ে দেয় যে তারা প্রীতি ম্যাচ খেলছে। আর ম্যাচটি যদি হয় 'এল ক্লাসিকো' তবে তা কখোনই প্রীতি ম্যাচ থাকে না। উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয় মর্যাদার লড়াইয়ে।

গত মৌসুমের মতো এবারও প্রাক-মৌসুম ম্যাচে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। যুক্তরাষ্ট্রের মাটিতে এল ক্লাসিকোয় লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে বড় হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ।

শনিবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে পরাস্ত করেছে বার্সেলোনা। প্রথমার্ধে কাতালানের ক্লাবটি ওসমান দেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ফেরমিন লোপেজ মার্টিন ও ফেরান তোরেসের গোলে বড় জয় পায়। রিয়ালের হয়ে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

আগের ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দেওয়া রিয়াল এদিন মাঠে নামে তুলনামূলক তরুণ দল নিয়ে। দীর্ঘদিন পর করিম বেনজেমাকে ছাড়াই এল ক্লাসিকোতে দেখা গেছে লস ব্লাঙ্কোসদের। একাদশে ছিলেন না লুকা মদ্রিচ ও টনি ক্রুসও। অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়েই বার্সেলোনা ম্যাচ শুরু করে।

ম্যাচের ১৫ মিনিটেই লিড পায় বার্সেলোনা। ফ্রি কিক থেকে স্প্যানিশ মিডফিল্ডারের পেদ্রির দেওয়া পাস থেকে গোল করেন দেম্বেলে। এর মিনিট পাঁচেক পরেই গোল শোধ করার সুযোগ পায় রিয়ালও। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র।

বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেও স্ট্রাইকারের অভাবে ভুগেছে রিয়াল। এদিন রিয়ালের একাদশে ছিল না কোনো প্রথাগত স্ট্রাইকারই। আর গোল করতে ব্যর্থ হয়েছে বার্সাও।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও ব্যবধান কমানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। উল্টো ম্যাচের শেষের দিকে আরও দুই গোল খেয়ে বসে রিয়াল।

৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার ২০ বছর বয়সি মিডফিল্ডার ফেরমিন লোপেজ মার্টিন। রিয়ালের রক্ষণের ভুলে দূরপাল্লার দারুণ এক শটে গোলরক্ষক কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি। আর ম্যাচের যোগ করা সময়ে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন ফেরান তোরেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হলে ছাত্রদল নেতার ফ্রি মেডিকেল ক্যাম্প

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক-সেনাপ্রধানের কী কথা হলো

সিলেট সীমান্তবর্তী ভারতের তিন জেলায় কারফিউ জারি

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ, সিআরবিতে নেতাকর্মীদের অবস্থান 

জামায়াত নেতাদের সঙ্গে কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ / পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঝুঁকি এড়াতে ৭২ হাজার লিটার পানির ব্যবস্থা

দুদেশের উদ্দেশেই যে বার্তা দিল চীন

সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান, প্রস্তুত ভারতও

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল

৫ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত, নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত

১০

প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা হাসান

১১

অনলাইন জুয়ায় গাড়ি-বাড়ি হারিয়ে দুধ দিয়ে গোসল যুবকের

১২

লঞ্চে তরুণীদের প্রকাশ্যে মারধর করা যুবক বললেন, ‘ভাই হিসেবে মেরেছি’

১৩

হাসনাত আবদুল্লাহর স্পষ্ট বিবৃতি

১৪

মশার ওষুধ ছেটানো কর্মীদের কাজ এক ঘণ্টা কমিয়ে দিল ডিএনসিসি

১৫

ঢাকার বিভিন্ন স্থানে সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

১৬

নতুন নেতৃত্বে চলচ্চিত্র পরিচালক সমিতি

১৭

সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

১৮

চলমান আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয় : শিবির সভাপতি

১৯

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

২০
X