রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রিভালদোর মন্তব্যের জবাবে কী বললেন নেইমার?

নেইমার জুনিয়র ও রিভালদো। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র ও রিভালদো। ছবি : সংগৃহীত

নেইমার এবং ব্রাজিলের কিংবদন্তি রিভালদোর মধ্যে কথার লড়াই চলছে। নেইমার বলেছিলেন যে তিনি ২০০২ বিশ্বকাপের ব্রাজিল দলে রিভালদোর জায়গা নিতে পারতেন। রিভালদো এর জবাবে বলছেন, ‘এটা কোনোভাবেই সম্ভব নয়।’

কী ঘটেছে?

সম্প্রতি রোমারিওর একটি পডকাস্টে নেইমারকে জিজ্ঞাসা করা হয়, ব্রাজিলের তিনটি বিশ্বকাপজয়ী দলের (১৯৭০, ১৯৯৪, ২০০২) কার জায়গায় তিনি খেলতে পারতেন। নেইমার জানান, ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলে তিনি রিভালদোর জায়গা নিতে পারতেন। এই মন্তব্য রিভালদোর নজরে এলে তিনি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট দিয়ে এর জবাব দেন।

রিভালদো কী বলেছেন?

ইনস্টাগ্রামে রিভালদো লেখেন, ‘নেইমার বলেছে, তার সেরা সময়ে সে ২০০২ বিশ্বকাপে আমার জায়গায় খেলতে পারত। আমি তার প্রতিভা এবং যোগ্যতা স্বীকার করি। তবে আমার জায়গায় খেলা একদম ভিন্ন বিষয়। সে দলে থাকতে পারত, তবে আমার জায়গায় নয়। ২০০২ সালে আমি ছিলাম একদম ফোকাসড, দৃঢ়প্রতিজ্ঞ এবং বিশ্বকাপ জয়ের জন্য ক্ষুধার্ত। সেই সময়ে, যেকোনো খেলোয়াড় যতই ভালো হোক, আমার জায়গা নেওয়া সম্ভব ছিল না। আমি এই কথা অনেক ভালোবাসা এবং সম্মানের সঙ্গে বলছি। তবে সেই মুহূর্তের অভিজ্ঞতা আর কঠোর পরিশ্রমের কারণেই আমি নিশ্চিত, এটা কোনোভাবেই ঘটত না।’

নেইমারের জবাব

রিভালদোর মন্তব্যের পর নেইমারও সোশ্যাল মিডিয়ায় উত্তর দেন। তিনি লেখেন ‘শান্ত হও, বন্ধু। যেকোনো ব্রাজিলিয়ান খেলোয়াড়, যারা বিশ্বকাপে অংশ নিয়েছে, তারা ১০০% নিবেদন এবং ফোকাস নিয়ে খেলেছে। কেউ সফল হয়েছে, আবার কেউ ব্যর্থ। এটা ফুটবলেরই অংশ। আমি সবসময় তোমাকে শ্রদ্ধা করি এবং কখনোই তোমার অবদান ছোট করে দেখাব না। তবে আমাকে যদি তিনজনের মধ্যে কাউকে বেছে নিতে হয়, আমি রোনালদো এবং রোনালদিনহোর জায়গা নিতে চাইব না, তাই না?’

বড় প্রেক্ষাপট

নেইমার এবং রিভালদো দুজনই ব্রাজিলের ফুটবলে অমূল্য অবদান রেখেছেন। নেইমারের মন্তব্য কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং মজার ছলে একটি পডকাস্টে করা মন্তব্য। একই পডকাস্টে নেইমার আরও বলেন, ১৯৭০ সালের দলে তিনি টোস্তাওয়ের জায়গা নিতে চান এবং ১৯৯৪ সালের দলে তিনি ডুঙ্গার জায়গায় খেলতে পছন্দ করতেন।

এই বিতর্ক চলতে থাকলেও, নেইমার এখন তার ক্লাব আল-হিলালের হয়ে মাঠে ফিরতে চাইছেন। চোট কাটিয়ে দ্রুতই তাকে মাঠে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে নিয়ে জানলেন স্ত্রী অন্যের

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

বিরল রোগ ফুসফুসে পাথর

গুপ্ত হত্যায় নেমেছে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি : হেফাজতে ইসলাম

শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

অবিলম্বে অবৈধ ও লুট করা অস্ত্র উদ্ধারের আহ্বান বিপিপির

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন

শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টার

১০

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ক গোল টেবিল বৈঠক

১১

বিদেশগামী বাংলাদেশিদের জন্য ‘বিশেষ সতর্কবার্তা’

১২

ঢাকা–আরিচা মহাসড়কে বাসে আগুন

১৩

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

১৪

হাদিকে বারবার সাবধানে থাকার অনুরোধ করেন সাদ্দাম

১৫

স্বর্ণের দামে বড় লাফ, রোববার থেকে কার্যকর

১৬

ইনজুরির দুঃসংবাদে জর্জরিত রিয়াল, অনুপস্থিত থাকতে পারেন এমবাপ্পেসহ ১২ জন

১৭

ট্যানেল দিয়ে ইউরোপে অনুপ্রবেশ, বাংলাদেশিসহ আটক ১৩০

১৮

বিকাশ কর্মীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই

১৯

ধানের শীষে ভোট দিন, হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব : মীর হেলাল

২০
X