স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বুসকেটস–আলবার বিদায়ক্ষণে মেসির ‘আরেক ফিনালিসিমা’

রাত দেড়টায় মাঠে নামবে দুই দল। ছবি : সংগৃহীত
রাত দেড়টায় মাঠে নামবে দুই দল। ছবি : সংগৃহীত

মায়ামির ফুটবল ইতিহাসে আজ একটি বিশেষ রাত। স্থানীয় সময় সোমবার রাতে (বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে) যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) কাপ ফাইনালে মাঠে নামছে ইন্টার মায়ামি। প্রতিপক্ষ কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। দুই দলের নেতৃত্বে থাকছেন দুই মহাতারকা—ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং হোয়াইটক্যাপসের জার্মান কিংবদন্তি থমাস মুলার।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে খেলবে বলেই এই ‘অন্য ফিনালিসিমা’র মঞ্চ বসছে মায়ামিতে। নিয়মিত মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে ভ্যাঙ্কুভারের চেয়ে ভালো রেকর্ড করায় ফাইনালের স্বাগতিক হওয়ার অধিকার পেয়েছে মেসির দল। ড্র হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে—সব নজর তাই এক ম্যাচেই।

তবে এই ফাইনালের গুরুত্ব কেবল শিরোপার লড়াইয়ে সীমাবদ্ধ নয়। এটি এক বিদায়ের মঞ্চও। ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ স্প্যানিশ তারকা, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা, এই ম্যাচ দিয়েই পেশাদার ফুটবলের ইতি টানবেন। বহু বছর বার্সেলোনা ও স্পেন জাতীয় দলে একসঙ্গে খেলা এই দুই ফুটবলার আজ মাঠ ছাড়বেন শেষবারের মতো—একই ব্যস্ত আলো, একই চাপের মুহূর্তে।

লিওনেল মেসির জন্যও এটি আলাদা তাৎপর্য বহন করছে। ২০২৫ সালে ইতোমধ্যে ৪৬ গোল করা আর্জেন্টাইন মহাতারকা এই ফাইনাল জিতলে ক্যারিয়ারের ৪৭তম শিরোপার মালিক হবেন, যা ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাকে ইতিহাসের সবচেয়ে শিরোপাজয়ী ফুটবলার হিসেবেই আরও শক্ত অবস্থানে বসাবে। মাঠে তার উপস্থিতিই ইন্টার মায়ামিকে এই ফাইনালে ফেভারিট বানিয়ে তুলেছে।

এই ফাইনাল দুই ক্লাবের জন্যই প্রথম এমএলএস কাপ শিরোপার সুযোগ। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এবং ২০২০ সালে প্রতিযোগিতায় নামা ইন্টার মায়ামির জন্য এই সাফল্য একেবারেই নজিরবিহীন। অন্যদিকে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ২০১৫ সালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। দীর্ঘ সময় পর এমন বড় মঞ্চে ফেরার সুযোগ পেয়েছে তারা।

তবে রাতের আলোকে সবচেয়ে আবেগঘন করে তুলছে বুসকেটস ও জর্ডি আলবার বিদায়। গত কয়েক সপ্তাহ আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তারা। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম স্তম্ভ বুসকেটসকে অনেকেই সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন বলে মানেন। আর বিশ্বকাপ না জিতলেও জর্ডি আলবা দুই দশকে স্পেনের সেরা লেফট-ব্যাকদের তালিকায় অনায়াসেই জায়গা করে নেন।

গতকাল চূড়ান্ত প্রস্তুতিতে নামার সময় সতীর্থরা তাদের সম্মানে গার্ড অব অনার দেন—একটি নীরব শ্রদ্ধা, যা বহু শিরোপার স্মৃতি আর দীর্ঘ ক্যারিয়ারের ভার বহন করে।

আজ রাতে তাই চেজ স্টেডিয়ামে শুধু একটি ট্রফির নিষ্পত্তি হবে না। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে স্প্যানিশ ফুটবলের একটি স্বর্ণালি অধ্যায়—আর মেসির ক্যারিয়ারে যোগ হতে পারে আরেকটি স্মরণীয় ফিনালিসিমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেলেন যুবদলের এক নেতা

নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

গলার ক্যানসার চেনার ৫ প্রাথমিক লক্ষণ

লিভারপুলকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ সালাহর

এবার ২ নেতাকে সুখবর দিল বিএনপি

বেনিনে প্রেসিডেন্টকে অপসারণের দাবি সেনাদের, পাল্টা বার্তা সরকারের

আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

টাঙ্গাইলে গির্জায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে : সালাহউদ্দিন

শর্তসাপেক্ষে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি!

১০

মালয়েশিয়ায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ১৩৯

১১

সারের দাবিতে মহাসড়ক অবরোধ

১২

পদে থেকে উপদেষ্টারা ভোট করতে পারবেন কি না, জানালেন ইসি সানাউল্লাহ

১৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করা হবে : সালাহউদ্দিন আহমদ

১৪

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে যমুনায় সিইসিসহ কমিশনাররা

১৫

হাড়কে মজবুত রাখাবে যেসব খাবার

১৬

সম্পূর্ণ নিয়ন্ত্রণে তুলার গোডাউনের আগুন

১৭

গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮

১৮

জন্মদিনে ময়ূরীকন্যার পোস্ট ভাইরাল

১৯

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

২০
X