স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১২:৩১ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ
ইউরো ২০২৪

ডাচদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে অস্ট্রিয়া

অস্ট্রিয়ার জয়সূচক গোলের পর সাবিতজারের উল্লাস। ছবি : সংগৃহীত
অস্ট্রিয়ার জয়সূচক গোলের পর সাবিতজারের উল্লাস। ছবি : সংগৃহীত

জার্মানিতে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) বড় চমকের জন্ম দিয়েছে অস্ট্রিয়া। নেদারল্যান্ডস ও ফ্রান্সের মতো ফুটবল পরাশক্তির গ্রুপে থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ইউরোর শেষ ষোলোতে পা রেখেছে দলটি।

মঙ্গলবার (২৫ জুন) নেদারল্যান্ডসকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপ ডি-এর শীর্ষে থেকে শেষ ১৬-তে পৌঁছেছে অস্ট্রিয়া। শক্তিশালী প্রতিপক্ষ ডাচ এবং ফরাসিদের সঙ্গে কঠিন গ্রুপে পড়া সত্ত্বেও রালফ রাংনিকের দল ৩টি ম্যাচের মধ্যে দুইটিতে জয়লাভ করে গ্রুপ টপার হয়।

যদিও নেদারল্যান্ডস ও ফ্রান্স ইতোমধ্যেই শেষ ১৬-তে তাদের স্থান নিশ্চিত করেছিল। তবে এখন ডাচদের সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে যেতে হচ্ছে। অন্যদিকে দিনের আরেক ম্যাচে পোলান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে থেকে ফ্রান্সকে যেতে হচ্ছে শেষ ষোলোতে। তবে দুই দলের ব্যর্থতার চেয়েও অস্ট্রিয়া এই জয়ে নিজেদের দক্ষতা এবং দৃঢ়তার দৃষ্টান্ত স্থাপন করেছে।

বার্লিনে খেলার ষষ্ঠ মিনিটেই অস্ট্রিয়া অ্যালেক্সান্ডার প্রাসের ক্রস থেকে ডোনেল ম্যালেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায়। যদিও ম্যালেন পরবর্তীতে একটি সুযোগ পান প্রায়শ্চিত করার। তবে তিনি গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে অস্ট্রিয়া খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে এবং নেদারল্যান্ডসকে বলের দখলে সংগ্রাম করতে বাধ্য করে।

রাংনিকের দলও মার্সেল সাবিতজার এবং মার্কো আর্নাটোভিচের মাধ্যমে লিড বাড়ানোর কয়েকটি সুযোগ পেয়েছিল তবে তারা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র ৭৫ সেকেন্ডে ডাচ স্ট্রাইকার কোডি গ্যাকপো নেদারল্যান্ডসের সমতা ফেরান।

গোলের পর নেদারল্যান্ডসের তীব্র আক্রমণ অস্ট্রিয়াকে চাপে ফেলে। ভার্জিল ভ্যান ডাইকের হেডার অল্পের জন্য বারে লেগে বাইরে চলে যায়। তবে, অস্ট্রিয়া দ্রুত নিজেদের সামলে নিয়ে রোমানো স্মিডের হেডারে পুনরায় লিড নেয়, যা স্টেফান ডে ভ্রিজের গায়ে লেগে জালে ঢুকে যায়।

মেমফিস ডেপাই অবশ্য ৭৫ মিনিটে একটি ভলিতে নেদারল্যান্ডসের জন্য সমতা আনেন। খেলার শেষদিকে, মার্সেল সাবিতজার একটি দুর্দান্ত শটে অস্ট্রিয়ার জয় নিশ্চিত করেন, যা অস্ট্রিয়ান সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেয়।

এই জয় অস্ট্রিয়ার সক্ষমতা এবং দৃঢ়তার প্রমাণ, যা তাদের টুর্নামেন্টের পরবর্তী ধাপে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছে। কোনো দলই এখন রাফ র‌্যাংনিকের শিষ্যদের সামনে পড়তে চাইবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই করেও আজারবাইজানের বিপক্ষে বাংলাদেশের হার

‘বেচো’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু

এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী

সিলেটেই পর্দা উঠছে বিপিএলের ১২তম আসরের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

তারেক রহমান দেশে ফিরলে কি এসএসএফ সুবিধা পাবেন?

ইউরোপীয় ক্রিকেটে বড় লাফ: ২০২৬ সালে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি

মিনিস্ট্রি অডিটে ঘুষকাণ্ড / সরিয়ে দেওয়া হলো সেই দুই অডিট অফিসারকে 

হাসপাতালের বাথরুমে নবজাতক, মা-বাবাকে খুঁজছে পুলিশ

অবশেষে অনশন ভাঙলেন সেই এনসিপি নেতা

পুরো মৌসুমের জন্য ছিটকে গেলেন বার্সা তারকা

১০

সৌদি যুবরাজের মাধ্যমে ৩ শর্ত পাঠিয়েছেন ট্রাম্প, ইরানি এমপির দাবি

১১

বাজারে আসছে আরেক নতুন নোট

১২

জকসু নির্বাচন / আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাত্রশিবির প্যানেলের দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

১৩

শাহরুখের মার্কশিট ভাইরাল, দেখে অবাক ভক্তরা

১৪

তারেক রহমানের ট্রাভেল ভিসা নিয়ে যা বললেন আমীর খসরু

১৫

আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

১৬

‘খালেদা জিয়ার দিকে তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৭

বিপিএল নিলামে নিজের মূল্য নিয়ে যা বললেন লিটন

১৮

মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না : অধ্যাপক মুজিবুর রহমান

১৯

বাকৃবিতে আড়াই মাসেও হয়নি ‘কম্বাইন্ড ডিগ্রি’র কোর্স কারিকুলাম

২০
X