রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১২:৩১ এএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ
ইউরো ২০২৪

ডাচদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে অস্ট্রিয়া

অস্ট্রিয়ার জয়সূচক গোলের পর সাবিতজারের উল্লাস। ছবি : সংগৃহীত
অস্ট্রিয়ার জয়সূচক গোলের পর সাবিতজারের উল্লাস। ছবি : সংগৃহীত

জার্মানিতে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে (ইউরো) বড় চমকের জন্ম দিয়েছে অস্ট্রিয়া। নেদারল্যান্ডস ও ফ্রান্সের মতো ফুটবল পরাশক্তির গ্রুপে থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ইউরোর শেষ ষোলোতে পা রেখেছে দলটি।

মঙ্গলবার (২৫ জুন) নেদারল্যান্ডসকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপ ডি-এর শীর্ষে থেকে শেষ ১৬-তে পৌঁছেছে অস্ট্রিয়া। শক্তিশালী প্রতিপক্ষ ডাচ এবং ফরাসিদের সঙ্গে কঠিন গ্রুপে পড়া সত্ত্বেও রালফ রাংনিকের দল ৩টি ম্যাচের মধ্যে দুইটিতে জয়লাভ করে গ্রুপ টপার হয়।

যদিও নেদারল্যান্ডস ও ফ্রান্স ইতোমধ্যেই শেষ ১৬-তে তাদের স্থান নিশ্চিত করেছিল। তবে এখন ডাচদের সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে যেতে হচ্ছে। অন্যদিকে দিনের আরেক ম্যাচে পোলান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে থেকে ফ্রান্সকে যেতে হচ্ছে শেষ ষোলোতে। তবে দুই দলের ব্যর্থতার চেয়েও অস্ট্রিয়া এই জয়ে নিজেদের দক্ষতা এবং দৃঢ়তার দৃষ্টান্ত স্থাপন করেছে।

বার্লিনে খেলার ষষ্ঠ মিনিটেই অস্ট্রিয়া অ্যালেক্সান্ডার প্রাসের ক্রস থেকে ডোনেল ম্যালেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায়। যদিও ম্যালেন পরবর্তীতে একটি সুযোগ পান প্রায়শ্চিত করার। তবে তিনি গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে অস্ট্রিয়া খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে এবং নেদারল্যান্ডসকে বলের দখলে সংগ্রাম করতে বাধ্য করে।

রাংনিকের দলও মার্সেল সাবিতজার এবং মার্কো আর্নাটোভিচের মাধ্যমে লিড বাড়ানোর কয়েকটি সুযোগ পেয়েছিল তবে তারা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র ৭৫ সেকেন্ডে ডাচ স্ট্রাইকার কোডি গ্যাকপো নেদারল্যান্ডসের সমতা ফেরান।

গোলের পর নেদারল্যান্ডসের তীব্র আক্রমণ অস্ট্রিয়াকে চাপে ফেলে। ভার্জিল ভ্যান ডাইকের হেডার অল্পের জন্য বারে লেগে বাইরে চলে যায়। তবে, অস্ট্রিয়া দ্রুত নিজেদের সামলে নিয়ে রোমানো স্মিডের হেডারে পুনরায় লিড নেয়, যা স্টেফান ডে ভ্রিজের গায়ে লেগে জালে ঢুকে যায়।

মেমফিস ডেপাই অবশ্য ৭৫ মিনিটে একটি ভলিতে নেদারল্যান্ডসের জন্য সমতা আনেন। খেলার শেষদিকে, মার্সেল সাবিতজার একটি দুর্দান্ত শটে অস্ট্রিয়ার জয় নিশ্চিত করেন, যা অস্ট্রিয়ান সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেয়।

এই জয় অস্ট্রিয়ার সক্ষমতা এবং দৃঢ়তার প্রমাণ, যা তাদের টুর্নামেন্টের পরবর্তী ধাপে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছে। কোনো দলই এখন রাফ র‌্যাংনিকের শিষ্যদের সামনে পড়তে চাইবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১০

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১১

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১২

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৩

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৪

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৫

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৬

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৭

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৮

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৯

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

২০
X