কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আইসিএমএবি ও আইসিটি ডিভিশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ডেটা গভর্ন্যান্স সম্মেলন

‘বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি থ্রু ডেটা গভর্ন্যান্স’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
‘বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি থ্রু ডেটা গভর্ন্যান্স’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ইডিজিই প্রকল্প) বাংলাদেশ সরকারের সহযোগিতায় ‘বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি থ্রু ডেটা গভর্ন্যান্স’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সরকারি নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, পেশাদার হিসাববিদ, আইন ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা অংশ নেন। ডিজিটাল যুগে ডেটা সুরক্ষা, ডেটা ব্যবস্থাপনা ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়গুলো আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী, এনডিসি, এমসিআইপিএস; ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর সভাপতি জ্যঁ বোকু; এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আইসিএমএবি’র সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ বলেন, বর্তমান সময়ে ডেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। তাই এর সঠিক ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, পেশাদার হিসাববিদরা ডেটার স্বচ্ছতা এবং নিয়ম মেনে ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যা সরকারি ও বেসরকারি খাতে মানুষের আস্থা বাড়াতে সহায়ক হবে।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ যখন একটি আধুনিক রাষ্ট্রের দিকে এগোচ্ছে, তখন শক্তিশালী ডেটা গভর্ন্যান্স অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, নীতিমালা শুধু কাগজে থাকলে চলবে না; সেগুলো বাস্তবে কার্যকর করতে হবে, যাতে নাগরিকদের তথ্য সুরক্ষিত থাকে এবং একই সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত থাকে।

সম্মেলনে তিনটি পৃথক অধিবেশনে ডেটা সুরক্ষা নীতিমালার বাস্তব প্রয়োগ, আন্তর্জাতিক মানের সঙ্গে বাংলাদেশের ডেটা ব্যবস্থাপনার তুলনা এবং ডেটা ব্যবস্থাপনায় পেশাদার হিসাববিদদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এসব অধিবেশনে সরকারি প্রতিষ্ঠান, বিশ্বব্যাংক ও ইউএনডিপির মতো আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং আইন ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনের সমাপনী পর্বে বক্তারা বলেন, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, পেশাদার সংগঠন এবং বেসরকারি খাত সম্মিলিতভাবে কাজ করলে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ডেটা গভর্ন্যান্স ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এটি আস্থা বৃদ্ধির পাশাপাশি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে খিচুড়ি বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

অস্কারের দৌড়ে আরও একধাপ এগিয়ে ‘হোমবাউন্ড’

টক শো-সংলাপে ব্যক্তিগত আক্রমণ না করতে ইসির নির্দেশ  

সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে বহিষ্কার

রাবির দ্বাদশ সমাবর্তনে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ

রাতের আঁধারে ১১৭টি আমগাছের চারা কাটল দুর্বৃত্তরা

নীরবে-নিভৃতে অক্ষয় খান্না

আইপিএল খেলার অনুমতি পাবে কি মুস্তাফিজ, জানাল বিসিবি

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার

তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির কমিটি গঠন

১০

আহত জিৎ, বন্ধ হলো সিনেমার শুটিং

১১

ঘুম ভাঙতেই বুকে ব্যথা? সাবধান হোন

১২

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

১৩

আইসিএমএবি ও আইসিটি ডিভিশনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ডেটা গভর্ন্যান্স সম্মেলন

১৪

ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা অবরুদ্ধ, বরখাস্ত ১৪ 

১৫

শীতে গুড়ের চা স্বাস্থ্যকর তো!

১৬

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন সাবেক অধিনায়ক

১৭

স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর 

১৮

ভোর ৫টা না সকাল ৭টা, কখন ঘুম থেকে ওঠা সবচেয়ে ভালো

১৯

বিশ্বে কয়লার চাহিদা রেকর্ডে পৌঁছাতে পারে : আইইএ

২০
X