আজ শুক্রবার গণমাধ্যমকে প্রেরিত বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রেস বিবৃতিতে জানা যায়, আগস্ট মাসে দেশে ২৭৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১৩৫ জন মেয়ে এবং ১৩৮ জন নারী নির্যাতনের শিকার হয়েছে।
এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪২ জন মেয়েসহ ৬১ জন। ৬ জন মেয়েসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার, ৭ জন কন্যাসহ ১০ জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৫ জন কন্যাসহ ২২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৩ জন মেয়ে। ১ জন মেয়ে এসিডদগ্ধের শিকার হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১ জন মেয়েসহ ১৫ জন। এরমধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১ জন মেয়েসহ ৭ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৫ জন মেয়েসহ ১৮ জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৭ জন। ২ জন মেয়েসহ ৩ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, এরমধ্যে ১ জন মেয়ে গৃহকর্মী হত্যার শিকার হয়েছে। বিভিন্ন কারণে ৬ জন মেয়েসহ ৪৩ জনকে হত্যা করা হয়েছে। ১ জন মেয়েকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৮ জন মেয়েসহ ২৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৪ জন মেয়েসহ ৩০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে ১ জন মেয়েসহ ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ১৭ জন মেয়েসহ ১৯ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। ১ জন মেয়েকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ফতোয়ার ঘটনার শিকার হয়েছে ১ জন। ১ জন মেয়ে সাইবার অপরাধের শিকার হয়েছে।
বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ১০টি, এরমধ্যে বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৭টি। এ ছাড়া ৭ জন মেয়েসহ ১৪ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
মন্তব্য করুন