কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে, খরচ কত?

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বলা হচ্ছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট যুগলের বিয়েকে। ছবি : সংগৃহীত
ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বলা হচ্ছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট যুগলের বিয়েকে। ছবি : সংগৃহীত

বিয়ের আনুষ্ঠানিকতা যে মাসের পর মাস চলতে পারে, তা দেখিয়ে দিয়েছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের আগেই পার্টি দিয়ে, বিদেশ থেকে গায়ক-গায়িকা এনে খরচ করেছেন। শুক্রবার বিয়ের দিনও রাজকীয় সাজে ছেলে-পুত্রবধূকে সাজিয়ে তুলেছেন। টাকার দিকে না তাকিয়ে দুই হাত খুলে খরচ করেছে আম্বানি পরিবার। রাজকীয় এ বিয়েতে কত টাকা খরচ হয়েছে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।

রাজপরিবারে বিয়ে হলে এলাহি কাণ্ড নতুন কিছু নয়। এমন কিছু বিয়ের নজিরও রয়েছে। প্রিন্সেস ডায়না কিংবা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের মতো বিয়েতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ তখন আলোচনা জন্ম দিয়েছিল। তবে সব কিছুকে ছাপিয়ে গেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, খরচের দিক থেকে অনন্ত-রাধিকার বিয়ে অন্য যেকোনো বিয়েকে পেছনে ফেলেছে।

ভারতের গণমাধ্যম সিয়াসাত জানিয়েছে, বিয়েতে অনন্ত গায়ে যে শেরওয়ানি জড়িয়েছেন, সেটির দাম ২১৪ কোটি রুপি বা ৩০০ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা। স্বর্ণ ও হিরার তৈরি এই শেরওয়ানি তৈরি করা হয়েছে। এমনকি শেরওয়ানির ওপর পরা ব্রুচ বা পিনের দামই নাকি প্রায় ১৯ কোটি ৬৪ লাখ টাকা। আর অনন্ত হাতে যে ঘড়ি পরেছেন সেটির দাম ৭৫ কোটি ৭৫ লাখ টাকার বেশি। ঘড়িটি রিচার্ড মিলের RM 52-05 Tourbillon Pharrell Williams মডেলের।

ভারতীয় গণমাধ্যম বলছে, ১১টি প্রি-ওয়েডিং ইভেন্ট করে আম্বানি পরিবার। এজন্য বিশ্বের নামিদামি সব তারকাদের হাজির করেছিলেন তারা। লাইভমিন্ট, দ্য ইকোনমিক টাইমস ও আউটলুক বিজনেস বলছে, অননস্ত-রাধিকার এই বিয়েতে প্রায় ৫ হাজার কোটি রুপি বা ৭ হাজার ২৯ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে। এর আগে কোনো বিয়েতে এত টাকা কখনো খরচ হয়নি বলেও দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

জামনগরে প্রি-ওয়েডিং কনসার্টের জন্য রিহানার মতো তারকাদের উড়িয়ে আনা হয়। ওই অনুষ্ঠানে গান গাওয়া বাবদ রিহানাকে দিতে হয়েছে ৭৪ কোটি রুপি। কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারকে সংগীতে পারফর্ম করার জন্য ৮৩ কোটি রুপি দিয়েছে আম্বানি পরিবার। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, প্রি-ওয়েডিং অনুষ্ঠানের জন্য আড়াই কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছিল। এ টাকা থেকেই বিলাসবহুল সেলিব্রেটি ক্রুজ লাইনার ও প্রাইভেট জেট ভাড়া এবং নিরাপত্তার জন্য খরচ করা হয়।

লেডি ডায়না স্পেন্সার ও প্রিন্সেস চার্লসের বিয়ে সম্ভবত বিশ্ব ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং ব্যয়বহুল বিয়েগুলোর একটি। কিন্তু সে বিয়েতে খরচ হয়েছে ৪৮ মিলিয়ন ডলার বা বর্তমান ১৬৩ মিলিয়ন ডলারের সমান। সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের বিয়েও আলোচিত হয়েছিল। সে বিয়েতে খরচ হয়েছিল ৪৫ মিলিয়ন ডলার, যা আজকের দিনের ১৩৭ মিলিয়ন ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

১০

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১১

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

১২

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

১৩

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১৪

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১৫

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১৬

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১৭

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৮

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

১৯

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

২০
X