কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে নামছেন এরদোয়ান?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক। তিনি বলেন, অতীতে আজারবাইজানের নাগোরনো কারাবাখ এবং লিবিয়াতে যেভাবে প্রবেশ করেছিল তুরস্ক, এবার ইসরায়েলেও সেভাবে ঢুকতে পারে তার দেশ।

রোববার এরদোয়ান তার ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে এই ঘোষণা দেন। যদিও তিনি কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি তুর্কি প্রেসিডেন্ট। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে লিবিয়া এবং নাগোরনো-কারাবাখের মতো এবার তুরস্ক ইসরায়েলে প্রবেশ করতে পারে বলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রোববার জানিয়েছেন।

রয়টার্স বলছে, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদোগান। রোববার তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তৃতার সময় এই যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি।

নিহ শহর রিজে এরদোয়ান তার ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে বলেন, আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ফিলিস্তিনের সাথে ইসরায়েল এই হাস্যকর কাজগুলো করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা তাদের (ইসরায়েলের) ক্ষেত্রেও একই কাজ করতে পারি।

টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, আমরা এটি না করার কোনো কারণ নেই... আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি।

অবশ্য এরদোয়ানের মন্তব্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল করা হলেও একে পার্টির প্রতিনিধিরা সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স। এ ছাড়া ইসরায়েলও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে প্রেসিডেন্ট এরদোয়ান রোববারের ভাষণে তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে। ২০২০ সালে লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিল তুরস্ক।

লিবিয়ার ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুলহামিদ আল-দাবিবাহকে তুরস্ক সমর্থন করে।

এ ছাড়া নাগোরনো-কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করে থাকে তুরস্ক। কিন্তু গত বছর তুরস্ক বলেছে, তারা তার এই ঘনিষ্ঠ মিত্রকে (আজারবাইজান) সহায়তা করার জন্য সামরিক প্রশিক্ষণ এবং আধুনিকীকরণসহ ‘সকল উপায়’ ব্যবহার করছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ৯ মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যেখানেই রক্ত পড়েছে সেখানেই বিপ্লব হয়েছে, পরিবর্তন হয়েছে’

কালবেলায় সংবাদ প্রকাশের পর মহিলা আ.লীগ সভাপতির ছেলে এলিদ ওএসডি

আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আহত শতাধিক 

শাকিবের পক্ষ থেকে বন্যার্তদের পাশে ইমন-মিম 

সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায় : পররাষ্ট্র উপদেষ্টা

মেয়র আতিকের অভিপ্রায়ে ডিএনসিসিতে নিয়োগ পাওয়া সবার নিয়োগ বাতিল

ঢাবির মুহসীন হলে নির্যাতন / ২০১৭ সালের ঘটনায় ১৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

যেভাবে দেখবেন সাকিবের খেলা

দুদকের পরিচালক ও উপপরিচালক পদে বড় রদবদল

‘আমাদের ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামত করতে হবে’

১০

বরিশালে বিএনপির কর্মীকে পেটালেন যুবলীগ কর্মীরা

১১

চাঁদাবাজি-দখলের সঙ্গে জড়িত থাকলে আজীবন বহিষ্কার : নীরব

১২

নতুন করে কোনো চক্রান্তকে বাস্তবায়ন করতে দেব না : নুরুল ইসলাম বুলবুল

১৩

দুই ভাগ্নেকে পিটিয়ে হত্যায় মামাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

ভারতের বিপক্ষে ‘ফাইট’ করার ঘোষণা মিরাজের

১৫

পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৬

মাল্টা চাষে দিনবদল ভাণ্ডারিয়ার যুবক মহাসিনের

১৭

সেন্সরের কাঁচির নিচে কঙ্গনার সিনেমা

১৮

১৮ দিনেই বিদায় নিল মুগ্ধ

১৯

রিমান্ডে থাকা সেই পুলিশ কর্মকর্তা কাফী বরখাস্ত

২০
X