রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ এএম
অনলাইন সংস্করণ

‘আসাদ সরকারের পতনের আগের রাতে কেউ ঘুমাননি’

দামেস্কবাসী রানিয়া কাতাফ বললেন, অবশেষে একটি গভীর নিশ্বাস নিলাম। ছবি : সংগৃহীত।
দামেস্কবাসী রানিয়া কাতাফ বললেন, অবশেষে একটি গভীর নিশ্বাস নিলাম। ছবি : সংগৃহীত।

আসাদ সরকার পতনের আগের রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের বাসিন্দারা কেউ ঘুমাননি। উত্তেজনা আর উৎকণ্ঠার মধ্যে রাত কেটেছে তাদের। বিদ্রোহীরা দ্রুত এগিয়ে আসছিল এবং রাত গভীর হতেই শোনা যায়, বাশার আল-আসাদের শাসন শেষ হয়ে গেছে। দামেস্ক এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে!

রোববার (৮ ডিসেম্বর), বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, শনিবার রাতে সিরিয়ার পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময়কর সব ভিডিও ছড়িয়ে পড়ে। মানুষ রাস্তায় নেমে বিদ্রোহীদের স্বাগত জানাচ্ছিল এবং সাইদনায়া কারাগার থেকে বন্দিদের মুক্ত করার দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

‘হিউম্যানস অব দামেস্ক’ নামের ফেসবুক পেজের পরিচালনা করেন রানিয়া কাতাফ। তিনি বলেন, গত রাতে সিরিয়ায় কেউ ঘুমায়নি। এমনকি বিদেশে থাকা সিরিয়ানরাও জেগে ছিলেন। পুরো জাতি মোবাইল হাতে চূড়ান্ত খবরের জন্য অপেক্ষা করছিল।

তিনি আরও বলেন, ৩০ বছর ধরে এক হতাশার মধ্যে ছিলাম, কিন্তু আজ আমরা এক গভীর নিশ্বাস নিচ্ছি।

বিদ্রোহীদের অভিযান শুরু হওয়ার পর রানিয়া জানান, তার সাহস বেড়ে গেছে এবং তিনি আগে কখনো নিজের মতামত প্রকাশ করতে সাহস পেতেন না।

এক দামেস্কবাসী বিবিসিকে বলেন, প্রথমবারের মতো সত্যিকারের স্বাধীনতার অনুভূতি পাচ্ছি। দামেস্কের উমাইয়াদ স্কয়ারে আতশবাজি ফোটানো হচ্ছিল এবং গুলির শব্দ শোনা যাচ্ছিল, তবে বেশিরভাগই ছিল আতশবাজি।

দামেস্কের দক্ষিণে দারা শহরের বাসিন্দা ইয়াজান আল-আমারি বলেন, খবর শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি, তবে নিশ্চিত হওয়ার পর গাড়ি নিয়ে দামেস্কের দিকে রওনা দিয়েছি উদযাপনের জন্য।

এদিকে, সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকের মধ্যে উদ্বেগও রয়েছে। লন্ডনে বসবাস করা এক সিরিয়ান বলেন, আমার পরিবার সিরিয়ার উপকূলীয় অঞ্চলে থাকে। আমরা ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টান। আমি ভীত যে আমার পরিবারকে হত্যা করা হবে।

তিনি জানান, তার পরিবার সিরিয়া থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছে, তবে লেবানন ও জর্ডানের সীমান্ত বন্ধ। পরিবারটি অপেক্ষা করছে যেন কোনো বিমানবন্দর খোলে এবং তারা সেখান থেকে বের হতে পারে।

লন্ডনবাসী সিরিয়ান আরও বলেন, আসাদ শাসন শেষ হওয়া আনন্দের হলেও বিকল্প সরকার কেমন হবে তা অজানা। যে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে সরকারের পতন হয়েছে, সেটি আল কায়েদার একটি শাখা।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম জানিয়েছে, খ্রিস্টানরা সিরিয়ায় নিরাপদ থাকবে, তবে এ প্রতিশ্রুতি কতটা সত্য তা এখনই বলা যাচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি লেকে শোভাবর্ধন কর্মসূচি / ঢাকাকে বাঁচাতে হলে নাগরিকদের ভূমিকা নিতে হবে : ব্যারিস্টার অসীম

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কাজ করার আহ্বান আমির খসরুর

দৌলতপুরে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : জুয়েল

রাকসু ভবনে রঙের ছোঁয়া, প্রস্তুত হচ্ছে কার্যালয়

স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : সেলিমুজ্জামান 

নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে : দুলু

শাহজালালে আগুন / ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য জানালেন ফায়ার সার্ভিসের ডিজি

ভাটারা থানা জিতল জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশ গরিব না, রাজনীতিবিদরা দুর্নীতিবাজ : কর্নেল অলি

বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল

১০

কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি

১১

বিইউবিটি স্পোর্টস উইক ও ডিনস’ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১২

লঘুচাপের শঙ্কা, বৃষ্টি হতে পারে টানা ৫ দিন 

১৩

ওজনে মিষ্টি কম দেওয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

১৪

চট্টগ্রামের বন্ধ ৮ শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

১৫

শেষ মুহূর্তের গোলে জয় পেল বার্সা

১৬

ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনের ওপর জেলেদের হামলা

১৭

পাম-সয়াবিনে ২০ গুণ বেশি হেভিমেটাল, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

১৮

বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সুষ্ঠু তদন্তের দাবি জমিয়তের

১৯

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশগ্রহণ বাড়ছে শিক্ষার্থীদের

২০
X