কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০২:২০ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ী ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প

স্ত্রী ও ছেলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
স্ত্রী ও ছেলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলের ওপর ভিত্তি করে ফক্স নিউজ ও অন্যান্য শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, ট্রাম্প পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে জয়লাভ করেছেন, যা তার বিজয়কে আরও শক্তিশালী করেছে। এই রাজ্যগুলোতে বিজয় তাকে প্রেসিডেন্ট পদের দিকে একধাপ এগিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এপি’র প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান পার্টি সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে ট্রাম্প চার বছর পর আবারও হোয়াইট হাউসে ফিরে আসছেন, যা তার রাজনৈতিক জীবনে এক অসাধারণ প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

ফ্লোরিডার পাম বিচ কাউন্টি কনভেনশন সেন্টারে এক জমকালো সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, “আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।”

তিনি আরও বলেন, ‘এটি এমন একটি রাজনৈতিক বিজয় যা আমাদের দেশ এর আগে কখনোই দেখেনি।’ তার ভাষণে সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনার সঞ্চার হয়।

প্রসঙ্গত, ফক্স নিউজের প্রাথমিক ফলাফলের বিশ্লেষণে দেখা যায় যে, ট্রাম্প ইতোমধ্যেই ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন, যা তাকে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোটের সীমা ছাড়িয়ে দিয়েছে। অপরদিকে, ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ২২৬টি ভোট অর্জন করেছেন। মোট ৫০টি অঙ্গরাজ্যের ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প আরও কিছু রাজ্যের ভোটও নিশ্চিত করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসবে মেতেছেন তার সমর্থকরা। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করছিল তখন হলরুমে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের কান ফাটানো জয়ধ্বনিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের বড় সুখবর দিল সরকার

‘পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

চিন্ময় দাসের জামিন 

জেলে থেকেও অস্ত্র মামলায় আসামি স্বেচ্ছাসেবক দল নেতা

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা

সাকিবকে টপকে টেস্টে অনন্য কীর্তি মিরাজের

আদালত অবমাননার অভিযোগে হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফেরা শিশুদের পাশে পাকিস্তান সরকার

১০

কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের মরদেহ উদ্ধার

১১

গাজীপুরে দুই কারখানা বন্ধ ঘোষণা

১২

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

১৩

পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের যুদ্ধবিমান

১৪

বাজারে কবে আসবে সাতক্ষীরার আম

১৫

ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়ছেন শত শত পাকিস্তানি

১৬

সাদমানের পর মিরাজের শতকে বাংলাদেশের ২১৭ রানের লিড

১৭

আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালানো সেই ইকবাল গ্রেপ্তার

১৮

কর্মবিরতি ও উচ্ছৃঙ্খলতার অভিযোগে দুই কারখানা বন্ধ

১৯

হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

২০
X