শহরের নিচে আরেক ‘গোপন শহর’
কালবেলা ডেস্ক
০৬ জুলাই ২০২৩, ০৪:৩২ পিএম

১৯৬৯ সালে সোভিয়েত ইউনিয়ন ও চীনের মধ্যে উত্তেজনা চরমে উঠলে ভূগর্ভস্থ শহর ডিক্সিয়া চেং নির্মাণের নির্দেশ দেন মাও সে তুং।

বেইজিংয়ের মাটির ওপরের মানুষ ভিড় বা আলোতে বাঁচলেও তারা বাঁচেন অন্ধকারে।

শহরের নকশা এমনভাবে তৈরি করা যাতে পরমাণু ও জৈব রাসায়নিক হামলা থেকে রক্ষা করা যায়।

সূর্যের আলো না গেলেও শহরে সব নাগরিক সুযোগ-সুবিধা রয়েছে।

পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গাও হয়ে উঠেছে শহরটি।

মন্তব্য করুন

X