ভোটের সর্বশেষ প্রস্তুতি জানল আইআরআই এনডিআই
দ্বাদশ জাতীয় নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের দুই পর্যবেক্ষক ও গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধিদল। গতকাল সোমবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এনডিআই ও আইআরআইর পাঁচ সদস্যের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানোর নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কেও জানতে চান। বৈঠকে সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান উপস্থিত ছিলেন। তবে সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘এনডিআই ও আইআরআইর প্রতিনিধিদলের সঙ্গে কমিশনের একটি মিটিং হয়েছে। মিটিংটা কনফিডেনশিয়াল। তারা মিডিয়াকে কিছু ডিসক্লোজ না করতে অনুরোধ করেছে।’ তিনি বলেন, ‘তারা আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনী সামগ্রী কীভাবে পৌঁছাচ্ছে, কোড অব কনডাক্টে মাইনরিটি ইস্যুগুলো আছে কি না, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
০২ জানুয়ারি, ২০২৪
X