প্রচণ্ড গরমেও ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান
সরকারি নির্দেশনা অমান্য করে মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদান চলছে। জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উপপরিচালক এ জে এম সিরাজুম মূনির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। রোববার (২১ এপ্রিল) সকাল থেকেই ছাত্রদের মাইকে ডেকে নিয়ে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত প্রায় চার শতাধিক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এবং ইবতেদায়ি মাদ্রাসায় ঈদপরবর্তী শ্রেণিশিক্ষা কার্যক্রম চালু করা হয়। অতি তীব্র তাপপ্রবাহের মাঝে শ্রেণিশিক্ষা চালু করা নিয়ে একাধিক শিক্ষক ও অবিভাবক অসন্তোষ প্রকাশ করে অভিযোগ করেন। উল্লেখ্য, শনিবার (২০ এপ্রিল) মেহেরপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস।  দেশের কিছু কিছু জায়গায় তীব্র ও অধিকাংশ জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকেও জানিয়েছিল যে, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। ২৮ এপ্রিল থেকে নিয়মিত পাঠদান শুরু হবে।  ইসলামিক ফাউন্ডেশন মেহেরপুরের উপপরিচালক এ জে এম সিরাজুম মূনির কালবেলাকে বলেন, শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশনা আমার জানা নাই। ইসলামিক ফাউন্ডেশন থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে আমাদেরকে কোনো চিঠি দেওয়া হয়নি। আমি ফোনে মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করবো। যদি এ ধরনের কোনো নির্দেশনা আজ স্বাক্ষরিত হয়, তবে নির্দেশনার চিঠি পাওয়া সাপেক্ষে আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।
২১ এপ্রিল, ২০২৪

এ বছরের ফিতরা কত জানাল ইসলামিক ফাউন্ডেশন
এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। আটা, যব, খেজুর, কিশমিশ এবং পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর্যুক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা পণ্যের বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১৫ (একশ পনের) টাকা প্রদান করতে হবে, যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৪০০ টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ১৪৫ টাকা, খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৪৭৫ টাকা এবয় পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৯৭০ টাকা ফিতরা প্রদান করতে হবে। উপর্যুক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
২১ মার্চ, ২০২৪

মাদ্রাসা শিক্ষার্থীদের নতুন বই দিল ইসলামিক ফাউন্ডেশন
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প এবং দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন বছরের বই দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদ জমাদ্দার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঢাকার পাঁচটি জোনের প্রায় ৪০০ ও ৩৪ দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার প্রায় ৫০ শিক্ষার্থী নতুন বই পেয়েছে। এ ছাড়া সারা দেশে গণশিক্ষা কেন্দ্রের ৭৩ হাজার ৭৬৮ প্রাক-প্রাথমিক ও কোরআন শিক্ষাকেন্দ্রে প্রায় ২৪ লাখ ৩৪ হাজার ৩৪৪ এবং এক হাজার ১০ দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীকে বই দেওয়ার মাধ্যমে ‘বই উৎসব ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
০২ জানুয়ারি, ২০২৪
X