পোল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদপুনর্মিলনী
পোল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) ওয়ারশোর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক প্যালেস অব কালচারের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পোল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। বাল্টিক সাগরের পূর্ব পাড়ে অবস্থিত পোল্যান্ড উত্তর ইউরোপের একটি দেশ। এখানে রয়েছে প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যা। ক্রমবর্ধমান এই পরিধির মাঝে বড় হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের একটি নতুন প্রজন্ম। কিন্তু দেশীয় বিনোদনের সে রকম কোনো ব্যবস্থা না থাকায় সেখানে বেড়ে উঠা প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্ম বঞ্চিত হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি থেকে। এবারের ঈদ উপলক্ষে নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে এই ঈদপুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পোল্যান্ডে বেড়ে উঠা নতুন এই প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এবং প্রবাসী বাংলাদেশিদের দেশীয় বিনোদনের স্বাদ দিতেই মূলত আয়োজন করা হয়েছিল। দেশীয় বিনোদনের স্বাদ নিতে পোল্যান্ডের বিভিন্ন শহর থেকে রাজধানী ওয়াশোর এই অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি। আয়োজনের মধ্যে- বাচ্চাদের বল নিক্ষেপ এবং মহিলাদের বালিশ খেলা ছিল অন্যতম।  এছাড়া পোল্যান্ডের স্থানীয় বাংলাদেশি শিল্পী লিপি মজুমদার, আদ্রিজা, আমান্দা কাজীদের মনোমুগ্ধকর পরিবেশনা হলভর্তি সবাইকে দিয়েছিল দেশীয় বিনোদনের বাড়তি উন্মাদনা। শিল্পীদের সঙ্গে নেচে গেয়ে দর্শকরাও মাতিয়ে রেখেছিলেন হলভর্তি সবাইকে। পাশাপাশি স্থানীয় পোলিশ এভা ও কালিনার নৃত্যও মন কেড়েছে উপস্থিত সবার। অনুষ্ঠানে তাদের বাংলা ভাষায় কথা বলা প্রমাণ করেছে বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আপ্যায়নে ছিল সম্পূর্ণ বাঙ্গালিয়ানা। ছিল মুখরোচক দেশীয় খাবারের সমাহার। সম্পূর্ণ দেশীয় সংস্কৃতির এই ধরনের আয়োজনে খুশি অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা। পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষ মনে করেন তারা যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তা সম্পূর্ণভাবে সফল এবং ভবিষ্যতেও তারা এই ধরনের আয়োজন অব্যাহত রাখবে। মাসুদুর রহমান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অনারারি কনস্যুলার ইঞ্জিনিয়ার ড. ওমর ফারুক, ড. খলিলুল কাইয়ুম, কাজী সাইফুদ্দীন, শওকত হোসেন, ড. মুসাব্বির মুসা, মনসুর আহমেদ, শাহিন মন্ডল, মাহবুব রহমান, শেখ এরশাদুর রহমান প্রমুখ। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিদ্দিকুর রহমান, শরীফ আহমেদ, স্বপন আহমেদ, হামিদুল ইসলাম, সাইফুল ইসলাম মৃনাল, হাসান ইকবাল, কাউসার আহমেদ, জাহিদ মুরাদ, ড. আরিফুর রহমান, শাফায়েত সোহেল, মো. হিমন, মহিউদ্দিন, আবিদ পারভেজ, রানা হক, মতিউর রহমান, জিয়াউল হক, মোক্তার হোসেন, আল-জাবির, রিয়াজুল ইসলাম, ওমরাহ ফারুক, শাওন আহমেদসহ আরও অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন অপু।
১৫ এপ্রিল, ২০২৪
X