২১ মে যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ২১ মে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বুধবার (১৫ মে) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ১৫৭ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২১ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এদিকে নির্বাচনের কারণে ওই দিন সংশ্লিষ্ট এলাকায় সব ব্যাংক বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ মে তারিখের প্রজ্ঞাপন মোতাবেক আগামী ২১ মে রংপুর বিভাগের ২১টি, রাজশাহী বিভাগের ১৯টি, খুলনা বিভাগের ২৫টি, বরিশাল বিভাগের ১৪টি, ঢাকা বিভাগের ৩০টি, ময়মনসিংহ বিভাগের ১১টি, সিলেট বিভাগের ১১টি ও চট্টগ্রাম বিভাগের ২৬টি উপজেলায় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তপশিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
১ ঘণ্টা আগে

ইউএস-বাংলা গ্রুপে নিয়োগ, সাপ্তাহিক ছুটি ২ দিন
ইউএস-বাংলা এয়ারলাইন্স গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘মেডিকেল টেকনোলজিস্ট’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ৩০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা এয়ারলাইন্স পদের নাম : মেডিকেল টেকনোলজিস্ট পদ সংখ্যা : নির্ধারিত নয়  বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : ঢাকা  বেতন : আলোচনা সাপেক্ষে  অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর  বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৪ মে, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম  কর্মক্ষেত্র : অফিস প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ৩০ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : মেডিকেলে ডিপ্লোমা ডিগ্রি অন্যান্য যোগ্যতা : বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। এমএস অফিসে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। ভালো ক্লিনিক্যাল ল্যাবরেটরি অনুশীলন। অন্যান্য সুবিধা : সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরে খাবারের সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : ৭ম তলা, বাড়ি : ০১, রোড : ০১, সেক্টর : ০১, উত্তরা, ঢাকা-১২৩০
১৪ মে, ২০২৪

বুদ্ধি খাটালেই কোরবানির ঈদে মিলবে ৯ দিনের ছুটি
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ঈদুল আজহা (কোরবানির ঈদ) ১৭ জুন (সোমবার) উদযাপিত হতে পারে। এতে সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি মিলবে। এর মধ্যে ঈদের ছুটি ৩ দিন আর ২ দিন সাপ্তাহিক ছুটি। এরসঙ্গে ঈদের ছুটি শেষে ওই সপ্তাহের দুইদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি ম্যানেজ করতে পারলে তার সঙ্গে আবারও সাপ্তাহিক ছুটি মিলে তা দাঁড়াবে ৯ দিনে। ১৭ জুন ঈদ হলে ছুটি কাটানো যাবে ১৪ থেকে ২২ জুন পর্যন্ত। এদিকে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, জুনের ১৬ তারিখে দেশটিতে কোরবানির ঈদ উদযাপিত হতে পারে। বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয়। সে হিসাবে বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুনের ১৭ তারিখে। তবে সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর।
১১ মে, ২০২৪

এক্সিকিউটিভ পদে ইউএস-বাংলা গ্রুপে চাকরি, সাপ্তাহিক ছুটি দুদিন
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা গ্রুপ। প্রতিষ্ঠানটির হোটেল অপারেশন বিভাগ ‘এক্সিকিউটিভ’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : ইউএস-বাংলা গ্রুপ পদ ও বিভাগের নাম : এক্সিকিউটিভ, হোটেল অপারেশন আবেদনের বয়সসীমা : ২৫ থেকে ৩২ বছর পদসংখ্যা : ০৫টি কর্মস্থল : ঢাকা (বনানী) বেতন : ৩০,০০০ টাকা (মাসিক) অভিজ্ঞতা : ১ থেকে ২ বছর তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৫ মে, ২০২৪ কর্মক্ষেত্র : অফিস কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ৪ জুন, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সম্মান ডিগ্রি অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, বছরে দুটি বোনাস, চিকিৎসাভাতা, বিমা, প্রভিডেন্ট ফান্ড, আকর্ষণীয় বেতন প্যাকেজ, মোবাইল বিল, সাপ্তাহিক ছুটি দুদিন, দুপুরের খাবারসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : বাড়ি # ৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা কূটনৈতিক অঞ্চল, ঢাকা-১২১২
০৮ মে, ২০২৪

ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা
দেশের ১৪১টি উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ মে তারিখের প্রজ্ঞাপন মোতাবেক আগামী ৮ মে রংপুর বিভাগের ১৯টি, রাজশাহী বিভাগের ২৩টি, খুলনা বিভাগের ১৭টি, বরিশাল বিভাগের ৫টি, ঢাকা বিভাগের ২৯টি, ময়মনসিংহ বিভাগের ৯টি, সিলেট বিভাগের ১১টি ও চট্টগ্রাম বিভাগের ২৮টি উপজেলায় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পরিস্থিতিতে নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তপশিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।   এ ছাড়া এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী ১৪১টি উপজেলা পরিষদের (সংযুক্ত তালিকা অনুযায়ী) সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৮ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলো। 
০৬ মে, ২০২৪

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
শিখন ঘাটতি পূরণের অজুহাতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত এবং শুক্রবারও প্রয়োজনে খোলা রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতারা।  বৃহস্পতিবার (২ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব এক যুক্ত বিবৃতিতে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে এক ধরনের তালবাহানা চলছে, যা হাস্যকর পরিস্থিতির উদ্রেক হয়েছে। এতে করে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। শিখন-শেখানো কার্যক্রম ব্যাহত হচ্ছে।  তারা বলেন, কোনো দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থী সৃষ্ট নয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে। পূর্বেও এমন হয়েছে। সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। মন্ত্রণালয়ের এহেন সিদ্ধান্তে শিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত বৈ কিছু নয়। কারণ নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটিতে শিক্ষার্থীরা পাঠসংশ্লিষ্ট ‘বাড়ির কাজ’ সম্পন্ন করতে পারেন। একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকগণ চিকিৎসা নেওয়া, আত্মীয়ের বাড়িতে বেড়ানো, আচার-অনুষ্ঠান ও বিশ্রামসহ বিভিন্ন পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে থাকেন। ছুটি নিয়ে আচমকা সিদ্ধান্ত নেওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ফলশ্রুতিতে সামাজিক, শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে। নেতারা আরও বলেন, জাতীয় দিবসগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান নিতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের, অথচ সে দিন অন্যদের ছুটি। শুধু তাই নয়, শিখন ঘাটতি পূরণের অজুহাতে গত বছরের গ্রীষ্মকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। চলতি বছরে রমজানের ছুটিও কমানো হয়েছে যা মোটেই সুবিবেচনাপ্রসূত হয়নি। এসব সিদ্ধান্ত নির্লিপ্ততারই বহিঃপ্রকাশ। নেতারা অবিলম্বে শনিবারের ছুটি বহাল রাখা এবং বিগত দিনের কেড়ে নেয়া নির্ধারিত ছুটিগুলো সমন্বয় করতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। অন্যথায় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
০২ মে, ২০২৪

তাপপ্রবাহে শিশু একাডেমির ছুটি বাড়ল ৫ মে পর্যন্ত
চলমান তাপপ্রবাহের শিশু একাডেমির সব ধরনের প্রশিক্ষণ, ক্লাস আগামী ৫ মে (রোববার) পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) শিশু একাডেমির সহকারী পরিচালক আমির হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। শিশু একাডেমি সূত্রে জানাযায়- রমজান, ঈদের ছুটি শেষে গত ২৫ এপ্রিল বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ ও ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের কারণে সেই ছুটি আগামী ৫ মে পর্যন্ত করা হলো। এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়ের সাংস্কৃতিক প্রশিক্ষণ ক্লাসের ২০২৪ শিক্ষাবর্ষের সিনিয়র ও জুনিয়র শাখার সব প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীর জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সব প্রশিক্ষণ ক্লাসের ছুটি আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করা হলো। আগামী ৯ মে (বৃহস্পতিবার) থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী সব প্রশিক্ষণ ক্লাস যথারীতি খোলা থাকবে। তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে।
০১ মে, ২০২৪

ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
তীব্র দাবদাহের কারণে ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বন্ধ ঘোষণা করেছে সরকার। রোববার (২৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে  ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল ২৯ এপ্রিল (সোমবার) বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা আজ রোববার (২৮ এপ্রিল) চালু হয়। তবে স্কুল কলেজ খুললেও তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ রাখা হয় প্রাক-প্রাথমিক পর্যায়ের শ্রেণি কার্যক্রম। শনিবার (২৭ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮ থেকে বেলা সাড়ে ১১টা চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহে ১ম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯.৪৫ থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ এবং তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকার কথাও বলা হয়। এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক প্রজ্ঞাপন জারি করে বলা হয় ২৮ এপ্রিল থেকে খুলছে দেশের দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা। প্রসঙ্গত, দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ ও মাদ্রাসা বন্ধের ঘোষণা দেয় সরকার। আর ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার। তবে ছুটি না বাড়ায় রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে। 
২৮ এপ্রিল, ২০২৪

চাকরি দেবে একেএস খান ফার্মাসিউটিক্যালস, সাপ্তাহিক ছুটি দুদিন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস বিভাগ ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১০ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : একেএস খান ফার্মাসিউটিক্যালস লিমিটেড পদ ও বিভাগের নাম : সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ, ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস আবেদনের বয়সসীমা : ২৫ থেকে ৪০ বছর পদসংখ্যা : ০২টি কর্মস্থল : ঢাকা বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল, ২০২৪ কর্মক্ষেত্র : অফিস কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ১০ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : মাস্টার্স (সিএসিসি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে) ডিগ্রি। অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, বছরে ২টি বোনাস, সাপ্তাহিক দুদিন ছুটি, দুপুরের খাবারসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। ঠিকানা : রূপায়ণ প্রাইম, হাউস-২, রোড-৭, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৫
২৮ এপ্রিল, ২০২৪

মন খারাপ থাকলে ছুটি দেবে যে প্রতিষ্ঠান
অফিস থেকে ছুটি আদায় করা যেনো যুদ্ধজয়ের সমান। বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য বসকে পটিয়ে ছুটি আদায় করা যেনো আরও প্রায় অসম্ভব বিষয়। কর্মক্ষেত্রে যখন এমন অবস্থা তখন স্বস্তির বার্তা দিয়েছে একটি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, কর্মীরা মন খারাপের জন্যও ছুটি নিতে পারবেন। অবিশ্বাস্য এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টেইট টাইমস।  প্রতিবেদনে বলা হয়েছে, মন খারাপ থাকলে অফিস থেকে ছুটি নিতে পারবেন একটি প্রতিষ্ঠানের কর্মীরা। চীনের একটি প্রতিষ্ঠান কর্মীদের এমন সুবিধার কথা জানিয়েছে।  চীনের হেনান প্রদেশের একটি চেইন সুপারমার্কেট পাং ডং লাই গত মার্চের শেষে এমন ছুটির ঘোষণা দিয়েছে। কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে কর্মীদের এমন সুবিধার কথা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইয়ু ডং লাই বলেন, কর্মীরা মন খারাপের জন্য চাইলে বার্ষিক ছুটির সঙ্গে অতিরিক্তি ১০ দিনের ছুটি নিতে পারবেন।  তিনি বলেন, আমি চাই প্রত্যেক কর্মীর স্বাধীনতা থাকুক। প্রত্যেকের এমন সময় আসে যখন তাদের মন খারাপ থাকে। আপনার মন খারাপ থাকলে কাজে আসার দরকার নেই। কর্মীরা এ ধরনের ছুটি চাইলে কর্তৃপক্ষ তা নাকচ করতে পারবে না। এ ছুটি নাকচ করলে তা হলে প্রতিষ্ঠানের নীতির লঙ্ঘন।  ডং লাই বলেন, কর্মীরা নিজেরা নিজেদের বিশ্রামের সময় নির্ধারণ করুক। কাজের বাইরে সবার জন্য পর্যাপ্ত বিশ্রামের সময় থাকা উচিত।  সামাজিক যোগাযোগমাধ্যমে মন খারাপের ছুটির এ ধারণাটি ভাইরাল হয়েছে। বেশিরভাগ ব্যবহারকারী এ ছুটির পক্ষে মত দিয়েছেন।  চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, এমন ভালো বস ও প্রতিষ্ঠানের নিয়ম সারাদেশে প্রচার করা উচিত। আরেকজন লিখেন, আমি প্রতিষ্ঠানটিতে চাকরি নিতে চাই। আমার ধারণা আমি সেখানে গেলে আনন্দ ও সম্মান পাব।  ২০২১ সালে চীনের কর্মক্ষেত্র নিয়ে করা এক জরিপে বলা হয়, দেশটিতে ৬৫ শতাংশের বেশি কর্মী কর্মক্ষেত্রে ক্লান্তি ও অস্বস্তি বোধ করেন। কর্মক্ষেত্রে নেতিবাচক এমন পরিবেশের কারণ হলো অল্প মজুরি, জটিল আন্তব্যক্তিক সম্পর্ক এবং ওভারটাইম সংস্কৃতি। গত বছরের মার্চে এক বক্তব্যে ডং লাই দীর্ঘ কর্মঘণ্টার সুপারিশ করায় চীনের কর্মকর্তাদের নিন্দা করেছিলেন। তিনি বলেন, কর্মীদের ওভোরটাইম করানো অনৈতিক ও এবং সুযোগের অপব্যবহার।  সংবাদমাধ্যম জানিয়েছে, ডং লাইয়ের প্রতিষ্ঠানের কর্মীদের কর্মঘণ্টা মাত্র সাত ঘণ্টা। এছাড়া সেখানকার কর্মীরা বছরে ৩০ থেকে ৪০ দিনের ছুটি পেয়ে থাকেন। এ বাইরে নববর্ষে তাদের পাঁচ দিনের ছুটি রয়েছে। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ প্রসঙ্গে ডংলাই বলেন, ‘আমরা বড় হতে চাই না। আমরা কর্মীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় জীবন চাই। 
০১ জানুয়ারি, ১৯৭০
X