কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাই ও মারধরের শিকার শিক্ষার্থী, আটক ৩
ময়মনসিংহের ত্রিশালে চিকনা মনোহর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন রাকিব হোসেন নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের এক শিক্ষার্থী।  বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে চিকনা মনোহর এলাকার মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। রাকিব হোসেন আইন ও বিচার বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন চিকনা এলাকায় বন্ধুর মেসে যাওয়ার পথে চারজন ছিনতাইকারী আটকায়। এরপর পকেটে হাত দিয়ে মোবাইল, ইয়ারফোন, মানিব্যাগ ও টাকা-পয়সাসহ সবকিছু ছিনিয়ে নেয় এবং মারধর করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি করা হয়। রাতেই পুলিশি অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। ত্রিশাল থানার এসআই আনিস জানান, ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ইসমাইল, রাতুল ও সিয়াম নামের তিনজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
২২ সেপ্টেম্বর, ২০২৩
X