বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার উপ-সচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বগুড়া সদর থানার ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত জিআর ২৬/৯৬ (দুপচাঁচিয়া) মামলায় পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ধারায় মামলায় হয়। ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে সে মামলায় আদালত তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  ওই মামলায় আরোপিত দণ্ড সম্পর্কিত তথ্য গোপন করে ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত দুপচাঁচিয়া পৌরভার মেয়র পদের নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করেন তিনি। যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩২ ধারা পরিপন্থি’ বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।  স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩২(১) (ঘ), (জ) এবং (২) অনুযায়ী তাকে পৌরসভার মেয়র পদ হতে অপসারণের কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে ওই আইনের ধারা ৩১(১) অনুযায়ী তাকে দুপচাঁচিয়া পৌরসভার মেয়র পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  সেই সঙ্গে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩১(২) অনুযায়ী দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্যানেলের জ্যেষ্ঠতার ক্রম অনুযায়ী প্যানেল মেয়র-১-ইদ্রিস আলীকে পৌরসভার মেয়রের দায়িত্ব অর্পণ করা হয়। এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ২০২০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন। ২০ ফেরুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি ষষ্ঠবারের মতো সাময়িক বরখাস্ত হলেন। আপিলের মাধ্যমে তিনি দায়িত্ব ফিরে পেয়েছেন। তাকে যে মামলায় তথ্য গোপনের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সে মামলা সুপ্রিমকোর্ট ডিসচার্জ করেছেন।’
২৯ অক্টোবর, ২০২৩
X