আসছে স্কার্লেটের নতুন সিনেমা
হলিউড অভিনেত্রী স্কার্লেট জনসন। এ বছর এখন পর্যন্ত তার দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, তার মধ্যে একটির কাজ সম্পন্ন হয়েছে। নির্মাতা জর্জ বার্লনটির ‘প্রজেক্ট আরতেমিস’-এর শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ। তারই একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ক্যাপশনে জনসন লিখেছেন, ‘শেষ মুহূর্তের প্রস্ততি। ‘প্রজেক্ট আরতেমিস’-এর অপেক্ষায়’ সিনেমাটি ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রজেক্ট আরতেমিসে তার বিপরীতে অভিনয় করবেন চ্যানিং ট্যাটম। এতে আরও অভিনয় করছেন অ্যান্না গার্সিয়া, রয় রোমানো, উডি হার্লসন, ডোনাল্ড ওয়াটকিন্স, কলিং উডিল প্রমুখ। এ সিনেমার শুটিং ডাবিং শেষ করে জনসন যোগ দেবেন ‘ট্রান্সফরমার ওয়ান’ সিনেমার শুটিংয়ে। জোশ কুইলি পরিচালিত এ স্পাই থ্রিলারে স্কার্লেটের বিপরীতে অভিনয় করবেন ক্রিস হমসওয়ার্থ। সিনেমাটি মুক্তি পাবে এ বছরের ১৩ সেপ্টেম্বর। খবর : আইএমডিবি
১৮ মার্চ, ২০২৪

রাজের পাঁচ বছর পর ফেরা / নতুন সিনেমা ওমর
বিরতি ভেঙে আবারও সিনেমা নির্মাণে ফিরছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এ নির্মাতার সিনেমা ‘যদি একদিন’। অভিনয়ে ছিলেন তাহসান-শ্রাবন্তী। এবার টানা পাঁচ বছর পর নতুন ছবির ঘোষণা দিলেন রাজ। এটির নাম ‘ওমর’। মঙ্গলবার সোশ্যাল হ্যান্ডেলে ছবিটির একটি ডামি পোস্টার শেয়ার করেন নির্মাতা। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়, শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তবে ছবিটির গল্প আর কাস্টিং প্রসঙ্গে এখনই মুখ খুলতে চাইছেন না রাজ। তার ভাষ্য, ‘সিনেমাটি নিয়ে দুই বছর ধরে আমি কাজ করছি। এর মধ্যে সব গুছিয়ে ফেলেছি। কিছু চমক তো থাকছেই। শুটিংয়ে নামব শিগগির। একটানা শেষ করব। আমার প্রবল ইচ্ছা এ বছরই এটি মুক্তি দেওয়ার। আপাতত এর বেশি কিছু বলছি না। আগে কাজটা করতে চাই।’ জানা গেছে, ছবিটির প্রধান দুই চরিত্রেও থাকছে দারুণ চমক। তবে সেটি এখনই প্রকাশ করছেন না নির্মাতা। ‘ওমর’ নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায় মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফিতে থাকছেন রাজু রাজ। আর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি। এর আগে অসংখ্য জনপ্রিয় টিভি নাটকের পাশাপাশি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘প্রজাপতি’, ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ ও ‘যদি একদিন’। এর মধ্যে আরিফিন শুভ ও পূর্ণিমাকে নিয়ে নির্মিত ‘ছায়া-ছবি’ সিনেমাটি এখনো মুক্তিপ্রতীক্ষিত। নির্মাতার আগের ছবিগুলো প্রেমনির্ভর হলেও এবারের ছবিটি হবে অ্যাকশনে ভরপুর, এমন আভাসই মিলেছে বিভিন্ন সূত্রে।
০৪ আগস্ট, ২০২৩
X