ময়মনসিংহে অষ্টমী স্নানে দেড় লক্ষাধিক পুণ্যার্থী উপস্থিতির আশা
হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীদের স্নান অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল শহরের কাচারিঘাট এলাকায় পুণ্যার্থীদের এ স্নান শুরু হবে। অষ্টমী স্নান উপলক্ষে কাচারিঘাটে ঐতিহ্যবাহী খেলনার মেলা বসবে। এ উৎসবকে কেন্দ্রে করে ময়মনসিংহ ও এর আশপাশের বিভিন্ন জেলা থেকে হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীরা ব্রহ্মপুত্র নদের পাড়ে আসবেন। ময়মনসিংহ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শংকর সাহা বলেন, করোনার নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর অষ্টমী স্নানে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না। তবে এবার এ উৎসব আগের রূপে দেখা যাবে। এবার দেড় লক্ষাধিক পুণ্যার্থীর আগমন ঘটবে। ময়মনসিংহ সিটি করপোরেশনের পক্ষ থেকেও পুণ্যার্থীদের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসন ও জেলা পুলিশও সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আগামী ১৫ এপ্রিল দুপুর থেকে পুণ্যার্থীরা আসা শুরু করবেন। তারা দুর্গাবাড়ি মন্দিরে অবস্থান করবেন। মন্দিরের পক্ষ থেকে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে। এদিকে প্রতিবছরের মতো  ব্রহ্মপুত্র নদের পাড়ে শিশুদের জন্য মাটি দিয়ে তৈরি নানা ধরনের খেলনার পসরা বসাবেন দোকানিরা। মাটির ব্যাংক, হাঁড়ি-পাতিল, পুতুল, পালকিসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলনাসামগ্রী বিক্রি করা হবে। অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের পক্ষ থেকে কাচারিঘাটে পুণ্যার্থীদের জন্য বিশেষ সেবা চালু করা হয়েছে। স্নান শেষে পোশাক পরিবর্তনের জন্য ছাউনি করা হয়েছে। নদ খননের কারণে বিভিন্ন স্থানে চোরাবালি বা নদীর গভীরতা বেশি থাকতে পারে-এমন শঙ্কায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সতর্কতাও জারি করা হয়েছে। এ ছাড়া পুণ্যার্থীদের নিরাপত্তায় নিশ্চিত করতে পুলিশের বাড়তি সতর্কতা নিয়েছেন। প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপমোচনের আশায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে স্নান করতে আসেন।
১২ এপ্রিল, ২০২৪
X