জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ
এসএসসি পাসেই ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির ০১টি শূন্য পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৬ জুন পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ পদ ও জনবল : ০১টি ও ৮৬ জন চাকরির ধরন : অস্থায়ী কর্মস্থল : ময়মনসিংহ আবেদন শুরুর তারিখ : ১৬ মে, ২০২৪ আবেদনের শেষ সময় : ০৬ জুন, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক বেতন : ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০তম) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
৩০ নভেম্বর, ০০০১

এসএসসি পাসেই ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির ১টি শূন্যপদে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৬ জুন পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ পদ ও জনবল : ১টি ও ৮৬ জন চাকরির ধরন : অস্থায়ী কর্মস্থল : ময়মনসিংহ আবেদন শুরুর তারিখ : ১৬ মে, ২০২৪ আবেদনের শেষ সময় : ৬ জুন, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক বেতন : ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০তম) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
২২ ঘণ্টা আগে

রাবি লিগ্যাল সেলের নতুন প্রশাসক অধ্যাপক সাদিকুল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। রোববার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (৭ মে) তিনি এ পদে যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষকরা। সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষক, রাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি সিন্ডিকেটের নির্বাচিত সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
০৭ মে, ২০২৪

গোপন বৈঠক / ৫ প্রিসাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৬
সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে প্রভাবিত করতে একজন প্রার্থীর পক্ষে গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিসাইডিং কর্মকর্তাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১০ প্রিসাইডিং অফিসারকে বাতিল করে নতুন ১০ জনকে নিয়োগ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।  সোমবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, এস বি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবু সামা, বাহুকা কলেজের প্রভাষক বাচ্চু কুমার ঘোষ, জনতা ব্যাংক সিরাজগঞ্জ জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার ইয়াসিন আরাফাত এবং এদের সমন্বয়ক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার কাদাই এলাকার গার্ডেন প্যালেস রিসোর্টে সদর উপজেলার তালিকাভুক্ত কতিপয় প্রিসাইডিং অফিসার সদর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য গোপন বৈঠক করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ, জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। কিন্তু তাৎক্ষণিক ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলেও ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ ও ওই প্রতিষ্ঠানের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। এ সময় পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, এ ঘটনায় সোমবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন প্রিসাইডিং কর্মকর্তা ও এদের মাস্টার মাইন্ড সহকারী শিক্ষক আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে কোন প্রার্থীর পক্ষে গোপন বৈঠক করা হচ্ছিল সে বিষয়টি আরও তদন্তের পর জানানো হবে বলে জানান তিনি। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৭১টি কেন্দ্র রয়েছে। এ ঘটনার পর ইতোমধ্যে ১০ জন প্রিসাইডিং কর্মকর্তাকে বদল করে নতুন ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
০৬ মে, ২০২৪

এবার ইউনিয়ন পরিষদেও নিয়োগ হচ্ছে প্রশাসক
সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের মতো এবার ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান করা হচ্ছে। এ লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে জাতীয় সংসদে একটি বিল তোলা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৪’ সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে সাত দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি উত্থাপনে বিরোধিতা করেন বিরোধীদলীয় চিফ হুইপ জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু ও স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। গণতন্ত্রের ধারণার বিপরীতে এ সংশোধনী আনা হচ্ছে অভিযোগ করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, স্থানীয় সরকার ধারণা নস্যাৎ করাই নয়, স্থানীয় সরকার ব্যবস্থাটি কোনোদিন আমরা কার্যকর হতে দিইনি। জাতীয়ভাবে আমরা এখনো গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হতে পারিনি। এজন্য যেখানেই কোনো সংকট দেখি, সেখানেই প্রশাসক নিয়োগ করতে দেখি। বিলে বলা হয়েছে, কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণার পর বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলি সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ করবে এবং নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক ইউনিয়ন পরিষদের সার্বিক দায়িত্ব পালন করবেন। তবে প্রশাসক নিয়োগ হবেন কেবল একবারের জন্য এবং ১২০ দিনের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। কোনো দৈব-দুর্বিপাকের কারণে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হলে সরকার ওই মেয়াদ আরও ৬০ দিন বাড়াতে পারবে। অতিমারি, মহামারি ইত্যাদি বিশেষ ক্ষেত্রে সরকার এই মেয়াদ যৌক্তিক সময় পর্যন্ত বাড়াতে পারবে। বিলে আরও বলা হয়েছে, কোনো চেয়ারম্যান বা চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত কোনো সদস্য বা প্রশাসক যদি নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হন, তাহলে ৫০ হাজার টাকা জরিমানা হবে। বিদ্যমান আইনে এটি ১০ হাজার টাকা। এ ছাড়া ইউনিয়ন পরিষদের সচিব পদটির নাম হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা।
০৬ মে, ২০২৪

সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চান আমলারা
সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান আমলারা। সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিবসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মুক্ত আলোচনায় এই প্রস্তাব দেন কর্মকর্তারা।  ওই প্রস্তাবনায় বলা হয়, সিভিল সার্ভিস অফিসারদের জন্য মাস্টার্স এবং উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ এবং তাদের সন্তানদের লেখাপড়ার জন্য আলাদা সিভিল সার্ভিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে। এ সময় জনপ্রশাসন মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা প্রধানমন্ত্রীর সামনে ২৪টি প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, বৈদেশিক শান্তিরক্ষা মিশনগুলোতে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য পদ সৃজন এবং পদায়নের ব্যবস্থা করা। উপজেলা নির্বাহী অফিসারদের দীর্ঘদিনের ব্যবহৃত গাড়ি পরিবর্তন করে নতুন গাড়ি সরবরাহ করা। মোবাইল কোর্ট সম্পর্কিত আপিল মামলাটি সরকার পক্ষে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে মোবাইল কোর্টকে সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ ছাড়া ভারতের সঙ্গে তামাবিল স্থলবন্দর দিয়ে বাস যোগাযোগ চালু করা, পাথরঘাটা উপজেলায় জেলেদের স্বার্থ রক্ষায় একটি কোল্ড স্টোরেজ বা মৎস্য সংরক্ষণাগার স্থাপন করা প্রয়োজন। গাইবান্ধা জেলায় নারী ও শিশুদের জন্য একটি সেইফ হোম স্থাপন করা যেতে পারে। প্রস্তাবনায় বলা হয়, পদ্মা নদীর প্রবেশমুখে (চাঁপাইনবাবগঞ্জ) এবং রাজশাহী জেলায় নদীটির কিছু অংশ ড্রেজিং করে বড় জাহাজ চলাচলের উপযোগী নদীর চ্যানেল সৃষ্টির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও রূপপুর হয়ে দক্ষিণ অঞ্চল পর্যন্ত অবিচ্ছিন্ন নৌপথ তৈরি করা হলে রাজশাহী অঞ্চলের সঙ্গে দেশের দক্ষিণ অঞ্চলের নৌপথ চালু হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এতে বলা হয়, ঐতিহাসিক মহাস্থানগড়ের প্রত্নতত্ত্বগুলোর সংরক্ষণ ও সুরক্ষা এবং এর প্রসারে মহাস্থানগড়ের প্রত্নতত্ত্ব এলাকাভুক্ত ব্যক্তি মালিকানা জমি অধিগ্রহণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণপূর্বক পর্যটক ও গবেষকদের জন্য আকর্ষণীয় করে গড়ে তোলা প্রয়োজন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আগাছানাশক তথা ঘাস মারার যে কোনো ধরনের রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে আগাছা দমনের বিকল্প জৈবিক উপায়ের ব্যবহার বাধ্যতামূলক করা প্রয়োজন। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্যার জেসি বোশের নামে গবেষণাধর্মী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে। সারা দেশে অবস্থিত সরকারি এবং এমপিওভুক্ত কলেজে ব্যাপকভাবে অনার্স ও মাস্টার্স কোর্স চালুকরণ বন্ধ করে বিদ্যমান অনার্স ও মাস্টার্স লেভেলে প্রতি বছর নতুন নতুন বিষয় অন্তর্ভুক্তকরণ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বান্দরবান জেলায় ফল প্রসেসিং কারখানা স্থাপন করা যেতে পারে। ময়মনসিংহ শহরের যানজট নিরসনে বর্তমান রেললাইনটি স্থানান্তর করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শহরের বাইপাস মোড় হয়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের পিছনে সরিয়ে নিলে এবং পুরাতন রেললাইনের স্থলে ৩০০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করা হলে ময়মনসিংহ শহরের তীব্র যানজট ও জনভোগান্তি কমে যাবে। প্রস্তাবনায় আরও বলা হয়, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দকৃত আরও ৭২০ কোটি টাকা ছাড় করার জন্য অর্থবিভাগকে নির্দেশনা প্রদান করা হলে ওই প্রকল্পের ভূমি উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। উপজেলা পর্যায়ে ডাক্তার নার্সদের জন্য প্রয়োজনীয়সংখ্যক মানসম্মত ও আধুনিক আবাসন ব্যবস্থা নির্মাণ করা যেতে পারে। জেলার হাসপাতালগুলোতে রোগীদের কাছ থেকে আদায়কৃত অর্থের একটি অংশ যদি স্থানীয়ভাবে খরচ করার সুযোগ দেওয়া হয় তাহলে হাসপাতালগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার মান উন্নত হবে এবং বিপুল পরিমাণ যন্ত্রপাতি নিয়মিত মেইনটেন্যান্স করা সম্ভব হবে। এতে আরও বলা হয়, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণরূপে চালুকরণ, গাইবান্ধা জেলার পলাশবাড়ী বা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় একটি নির্দিষ্টকৃত কারিগরি ও বৃত্তিমূলক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তথা একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। খুলনা অঞ্চলে সুপেয় পানির পুকুর সংরক্ষণ করা যেতে পারে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকার জন্য পৃথক/বিশেষ থানা গঠন করা যেতে পারে অথবা বিদ্যমান থানা ২টির আনুপাতিক জনবল ও সক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে এবং রোহিঙ্গাদের দ্বারা সংগঠিত অপরাধের বিচারার্থে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা যেতে পারে। রোহিঙ্গাদের বায়োমেট্রিক সম্বলিত ডেটাবেজে সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রবেশাধিকার থাকা প্রয়োজন বলেও মনে করেন আমলারা।
০৩ মে, ২০২৪

এসএসসি পাসে নিয়োগ দেবে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়। প্রতিষ্ঠানটি তাদের ৩টি পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেবে। ২ মে থেকে আবেদন নেওয়া শুরু হবে। আগ্রহীরা অনলাইনে আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট পদ ও জনবল : ০৩টি ও ৩৭ জন কর্মস্থল : লালমনিরহাট  প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ০২ মে, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ৩১ মে, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক  পদসংখ্যা : ৩৩টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২. পদের নাম : নিরাপত্তা প্রহরী পদসংখ্যা : ০৩টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৩. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা : ০১টি  বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০১ মে, ২০২৪

জবির ডরমিটরি ভবনের নতুন প্রশাসক কাজী মিজানুর রহমান 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ডরমিটরি ভবনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মিজানুর রহমান। মঙ্গলবার (৩০ এপ্রিল) উপাচার্যের আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ডরমিটরি ভবনের প্রশাসক হিসেবে নিযুক্ত দর্শন বিভাগের অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়াদ্দারের মেয়াদ শেষ হওয়ায় নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মিজানুর রহমানকে পরবর্তী ২ (দুই) বছরের জন্য শিক্ষকবৃন্দের ডরমিটরি ভবনের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো। এ আদেশ আজ হতে কার্যকর হবে। অফিস আদেশে বলা হয়, বিধি মোতাবেক কাজী মিজানুর রহমান ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সময় এ আদেশ বাতিল করতে পারবেন।
৩০ এপ্রিল, ২০২৪

সোনালী লাইফের পর্ষদ স্থগিত করে প্রশাসক নিয়োগ
অর্থ আত্মসাৎ করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে ডুবিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস ও তার পরিবার। অবৈধভাবে মাসিক বেতন গ্রহণ, নিজ মালিকানাধীন প্রতিষ্ঠানকে অর্থ প্রদান, তার ও তার পরিবারের বিদেশ ভ্রমণ, বিদেশে শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ব্যয় দেখিয়ে অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটি থেকে অন্তত ১৮৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন গোলাম কুদ্দুস পরিবার। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির পর্ষদ ছয় মাসের জন্য স্থগিত করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত দেশি অথবা বিদেশি অডিট ফার্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ অডিট করার সুপারিশ করেছে আইডিআরএ। চলতি বছরের জানুয়ারিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অনিয়ম নিয়ে কালবেলাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এসব প্রতিবেদনে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস ও তার পরিবারের কয়েকজন পরিচালকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর প্রতিষ্ঠানটির অনিয়ম তদন্তে আইডিআরএ নিরীক্ষা প্রতিষ্ঠান ‘হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানিকে’ নিয়োগ দেয়। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিরীক্ষা প্রতিবেদন আইডিআরএর কাছে হস্তান্তর করে। প্রতিবেদনে সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস ও তার পরিবারের বিরুদ্ধে ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকার অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এমন প্রেক্ষাপটে প্রতিষ্ঠানের পর্ষদ ছয় মাসের জন্য স্থগিত করে ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌসকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ অডিট করে তা আইডিআরএর কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নতুন প্রশাসক মাসিক সম্মানীসহ প্রযোজ্য ক্ষেত্রে ভাতাদি পাবেন। তিনিই বীমা আইন ২০১০ এর ৯৫(৩) ধারার আলোকে বীমা পলিসি ইস্যুসহ সব কার্যক্রম পরিচালনা করবেন। সোনালী লাইফের পরিচালক নূর এ হাফজা, ফৌজিয়া কামরুন তানিয়া, রূপালী ইন্স্যুরেন্স, শাফিয়া সোবহান চৌধুরী ও শেখ মোহম্মদ ড্যানিয়েলের কাছ থেকে কোনো টাকা না নিয়েই তাদের নামে ৯ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ইস্যু করা হয়েছে। এসব শেয়ারের মূল্য পরিশোধ করা হয় কোম্পানির এফডিআরের বিপরীতে সাউথ বাংলা ব্যাংক থেকে প্রায় ৯ কোটি টাকার ঋণ ও সঞ্চয়ী হিসাব থেকে প্রায় দেড় কোটি টাকাসহ মোট সাড়ে ১০ কোটি টাকা উত্তোলন করে একই ব্যাংকে কোম্পানির হিসাবে জমা করার মাধ্যমে। এ ক্ষেত্রে মোস্তফা গোলাম কুদ্দস তার স্ত্রী ফজিলাতুননেসা, পুত্র মোস্তফা কামরুস সোবহান ও কন্যা ফৌজিয়া কামরুন তানিয়া, তাসনিয়া কামরুন আনিকা, মোস্তফা কামরুস সোবহানের স্ত্রী শাফিয়া সোবহান চৌধুরী, তাসনিয়া কামরুন আনিকার স্বামী শেখ মোহাম্মদ ড্যানিয়েল পরস্পরের মধ্যে শেয়ার হস্তান্তর করে প্রয়োজনীয় ন্যূনতম শেয়ার ধারণের মাধ্যমে পরিবারের সাত সদস্য কোম্পানির বোর্ডে পরিচালক রেখে পারিবারিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে অনিয়মের সুযোগ তৈরি করেছেন। এসব বিষয়ে পরিচালকদের কাছে জানতে চাইলে তারা বিষয়গুলো স্বীকার করেছেন বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। তবে কিছু কিছু ক্ষেত্রে টাকার পরিমাণে পার্থক্য ছিল। আবার কেউ কেউ এই অর্থ ফেরত দেবেন বলেও তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে আইডিআরএর প্রতিবেদনে।
২২ এপ্রিল, ২০২৪

রাবির জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক অধ্যাপক প্রণব কুমার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের নতুন প্রশাসক হলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে। আগামী ৩ বছরের জন্য এ পদে তিনি দায়িত্ব পালন করবেন৷ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷  বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বর্তমান প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদে নিয়োগ পাওয়ায় এবং তাঁর আবেদনের প্রেক্ষিতে তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডেকে আগামী ১৭ এপ্রিল হতে তিন বছরের জন্য জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগ করা হয়। এ দায়িত্ব পালনের জন্য তিনি প্রতিমাসে পাঁচ হাজার টাকা মাত্র হারে সম্মানী পাবেন।
১৬ এপ্রিল, ২০২৪
X