বিচিত্র / প্রেমিকের কবিতা দিয়ে গোপনে বই প্রকাশ
প্রেমিকার উদ্দেশ্যে কবিতা লিখতেন তার প্রেমিক। আর তিনি বন্ধুদের বলতেন, এসব কবিতার পর্যালোচনা লিখতে। তাকে না জানিয়ে সেই কবিতাগুলো সংগ্রহ করেন তারই প্রিয়তমা। সেগুলো দিয়ে একদিন বইয়ে পরিণত করলেন তিনি। প্রতিটি পৃষ্ঠা সাজালেন কবিতার বিষয়বস্তুর আদলে। এর বিপরীত পৃষ্ঠায় রাখলেন সেই পর্যালোচনাগুলো। এর মধ্যে তাদের সম্পর্কের বার্ষিকী আসতেই সেদিন প্রেমিকা উপহার দিলেন সেই কাব্যগ্রন্থ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এই যুগলকে প্রশংসায় ভাসাচ্ছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটা রেস্তোরাঁর মধ্যে এক প্রেয়সী তার বন্ধুকে একটি উপহার ব্যাগ দিচ্ছেন। ক্যাপশনে প্রেমিকা লেখেন, ‘আমাদের বার্ষিকীর জন্য আমি বন্ধুর কবিতাগুলো সংগ্রহ করে বই তৈরি করেছি।’ ভিডিওতে দেখা যায়, উপহার দেওয়ার সময় ছেলেটির চোখে পানি। তিনি আবেগ নিয়ন্ত্রণ করে প্রেমিকাকে ফ্লাইং কিস করছেন এবং বলেন, আমি তোমাকে ভালোবাসি। এতে একজন মন্তব্যে লিখেছেন, ‘তিনি তার (প্রেমিকা) সম্পদ। আমার বাবাও মাকে নিয়ে কবিতা লিখতেন। তাদের ভালোবাসা সেরা।’ ঘটনাটি গত সেপ্টেম্বরের হলেও ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। এমন সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক মন্তব্য করেছেন বহু মানুষ। ওই প্রেমিক ও তার বন্ধুর সম্পর্কে কোনো তথ্য দেয়নি সংবাদমাধ্যম। সূত্র: এনডিটিভি
১৭ জানুয়ারি, ২০২৪
X