পঞ্চাশ পেরিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। সেই থেকে জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সব মানুষের জন্য শিল্প-সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিল্পকলা একাডেমি। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি ও সূবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে শিল্পকলা একাডেমি। এদিন আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘ওরা আমার মুখের ভাষা’। পরিবেশন করে ‘ধ্রুপদী নৃত্যালয়’। নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক স্নাতা শাহরীন। এরপর একক সংগীত ‘ও আমার বাংলা মা তোর’ ও ‘সাঁঝের বেলায় পাখি ফিরে যায়’ পরিবেশন করেন জেবুন্নেছা সরকার নিঝুম। এরপর পরিবেশিত হয় একক আবৃত্তি। পরিবেশন করেন আবৃত্তিকার মীর বরকত। পরে কায়া আশ্রম নৃত্যদল পরিবেশন করে সমবেত নৃত্য ‘চর্যাপদ। নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক অমিত চৌধুরী। এরপর একক সংগীত ‘আমি বাংলায় গান গাই’ ও ‘মোদের গরব মোদের আশা’ পরিবেশন করেন ইবনে খালদুন রাজন।
২০ ফেব্রুয়ারি, ২০২৪
X