বিএনপির গণমিছিল শুরু
সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর  বিএনপির গণমিছিল শুরু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে এই গণমিছিল শুরু হয়।   মিছিলটি আবুল হোটেল- মালিবাগ রেলগেট- মৌচাক- মালিবাগ মোড়- শান্তিনগর ও কাকরাইল মোড় হয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হবে। গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, এই গণমিছিল থেকে সরকারকে বার্তা দিতে চাই, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটলে এর দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।  তিনি আরও বলেন, আমরা লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। প্রয়োজনে আরেকবার রাজপথে রক্ত দিয়ে গণতন্ত্র ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবার্চনের দাবি আদায় করা হবে। আমান সকলকে একদফা দাবি আদায়ে রাজপথে থাকার জন্য আহবান জানান। উত্তরের গণমিছিলে বিএনপি নেতা আহমেদ আজম খান, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, শামা ওবায়েদ, আমিনুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।  অন্যদিকে কমলাপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলপূর্ব  সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর আড়াইটার দিকে এই সমাবেশ শুরু হয়েছে। দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান  বকরতউল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সমাবেশ শেষে দক্ষিণের গণমিছিলটি কমলাপুর স্টেশন উত্তর এলাকা থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনস্থ বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হবে। দুটি মিছিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
০৯ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকায় বিএনপির গণমিছিল কাল
সরকারের পদত্যাগে একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি। ওইদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে। গত বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এটি হবে একদফা আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি। যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোও ওইদিন নিজ নিজ অবস্থান থেকে রাজধানীতে গণমিছিলের কর্মসূচি পালন করবে। ইতোমধ্যে গণমিছিলের রুট জানিয়েছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সূত্রে জানা গেছে, উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল- মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর- কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার- আরামবাগ- ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হবে। দুটি গণমিছিলই দুপুর আড়াইটায় শুরু হবে। গত ১২ জুলাই একদফা আন্দোলন ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করে।
০৮ সেপ্টেম্বর, ২০২৩

শনিবার ঢাকায় বিএনপির গণমিছিল
সরকারের পদত্যাগে একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি। ওইদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। এটি হবে একদফা আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি। যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোও ওইদিন নিজ নিজ অবস্থান থেকে রাজধানীতে গণমিছিলের কর্মসূচি পালন করবে। গত ১২ জুলাই একদফা আন্দোলন ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করে।
০৭ সেপ্টেম্বর, ২০২৩

দেশের সব মহানগরে বিএনপির গণমিছিল আজ
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ দেশের সব মহানগরে গণমিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত ২২ আগস্ট নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা মিছিল ও ২৬ আগস্ট দেশের সব মহানগরে গণমিছিলের ঘোষণা করেন। সে সময় তিনি বলেন, ‘সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে ২৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল করা হবে। এ ছাড়া ২৬ আগস্ট দেশের সব মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালিত হবে।’ এর আগে এক দফা দাবিতে ১৮ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক গণমিছিল করে বিএনপি। সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনা দলগুলোও সেদিন এ কর্মসূচি পালন করে। সরকার পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দুই সপ্তাহ ধরে শুক্র ও শনিবার ঢাকা ও ঢাকার বাইরে গণমিছিল-পদযাত্রা কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি। কর্মদিবসগুলোয় রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে পুলিশি অনুমোদন না থাকায় ছুটির দিনে কর্মসূচি পালন করছে দলটি। বিএনপি বলছে, দেশে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এ কারণে বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির মধ্য দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় দলটি। তবে সরকার তথা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ইস্যুতে দুই বৃহৎ রাজনৈতিক দলের এ বিপরীতমুখী অবস্থান দেশের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
২৬ আগস্ট, ২০২৩

বিকেলে ঢাকায় বিএনপির গণমিছিল
একদফা দাবিতে ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।  বিকেল ৩টায় গুলশান ২ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে। এটি গুলশান-১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। ওই গণমিছিল সায়েদাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও, শাজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।  পৃথক দুটি গণমিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় সিনিয়র নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও অংশ নেবেন। এ ছাড়াও গাজীপুর মহানগরের উদ্যোগে গণমিছিলে নেতৃত্ব দেবেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, নারায়ণগঞ্জ মহানগরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চট্টগ্রাম মহানগরে ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বরিশাল মহানগরে ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, খুলনা মহানগরে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, রাজশাহী মহানগরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ময়মনসিংহ মহানগরে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, রংপুর মহানগরে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, সিলেট মহানগরে যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ফরিদপুর মহানগরে চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া ও কুমিল্লা মহানগরে চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।   এ ছাড়াও তিন দিনের কর্মসূচির শেষ দিন আগামীকাল শনিবার সারা দেশে পদযাত্রার ঘোষণা দিয়েছে বিএনপি। একদফা দাবিতে পদযাত্রা কর্মসূচি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও পালন করবে।    এর আগে গণমিছিল করার জন্য ১৫ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে ডিএমপি কমিশনারের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। পরে শর্তসাপেক্ষে দলটিকে অনুমতি দেওয়া হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।
১৮ আগস্ট, ২০২৩

বিএনপির গণমিছিল শুক্রবার
বর্তমান সরকারের পদত্যাগের ‘একদফা’র যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী শুক্রবার ঢাকাসহ সব মহানগরীতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। রিজভী বলেন, অবৈধ লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী শুক্রবার যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিলের কর্মসূচি পালন করা হবে। যুগপৎ ধারায় অন্য জোট ও দলগুলো নিজ নিজ অবস্থান থেকে এ কর্মসূচি পালন করবে। গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে একদফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়। এ দাবিতে সর্বশেষ কর্মসূচি ছিল গত শুক্রবার ঢাকায় গণমিছিল। এর আগে ২৮ জুলাই ঢাকায় মহাসমাবেশ ও ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি করে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো। এই একদফার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসায় বিএনপির কর্মসূচি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলের জাতীয় স্থায়ী কমিটি। গত সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে উদ্বেগ প্রকাশ করে তিন দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। বিষয়টি জানিয়ে গতকাল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আজ বুধবার সারা দেশে মহানগর, জেলা ও উপজেলায় দোয়া মাহফিল হবে। তার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ ও শনিবার সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রার কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকার পদযাত্রা হবে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে। গত বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। গুলশানের বাসা ‘ফিরোজা’য় তার অসুস্থতা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তির জন্য বলে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, ফুসফুস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। বর্তমানে হাসপাতালে তাকে কেবিনে রেখে চিকিৎসা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে কেবিনে ম্যাডামের চিকিৎসা চলছে। তার অবস্থার উন্নতি না হলেও স্থিতিশীল রয়েছে।
১৬ আগস্ট, ২০২৩
X