শিল্পকলা একাডেমি কর্মকর্তা-শিল্পীদের বুনিয়াদী প্রশিক্ষণ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো ২০২২ সালে নিয়োগকৃত ৩৫ কর্মকর্তা ও শিল্পীদের নিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।   শুক্রবার (৫ এপ্রিল) প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ প্রদান করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। গত ১৮ মার্চ শুরু হওয়া এ প্রশিক্ষণ চলে ৪ এপ্রিল পর্যন্ত। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে এতে অংশ নেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বাড়লে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানের কাজ ও সেবা প্রদানের মান বাড়বে। ফলে এর সুফল পাবে সবাই। আমরা গণজাগরণের মাধ্যমে শিল্প সমাজ তৈরি করতে চাই, সংস্কৃতির যে বিষয়গুলো লুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলো সংরক্ষণ করা আমাদের কাজ। এছাড়া একাডেমির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যেভাবে কাজ করছি তা আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে দিতে কাজ করতে হবে।   প্রশিক্ষণে অংশ নেন ১০ জেলা কালচারাল অফিসার, জনসংযোগ কর্মকর্তা, ৩ ইন্সট্রাক্টর, ৪ কণ্ঠশিল্পী, ৫ নৃত্যশিল্পী, ৭ যন্ত্রশিল্পী, ৩ সহকারী পরিচালক, সেট ডিজাইনার ও লাইট ডিজাইনার। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এবং সমন্বয় করেছেন সিনিয়র ইন্সট্রাক্টর প্রদ্যুৎ কুমার ও গবেষণা বিভাগের উপপরিচালক আফজাল হোসেন।
০৫ এপ্রিল, ২০২৪
X