২৫ রোজার মধ্যে বেতন বোনাস পরিশোধের দাবি
শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ২৫ রমজানের মধ্যে দেওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল শুক্রবার সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভা থেকে এ আহ্বান জানান নেতারা। জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শামীম ইমাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী ও শহিদুল ইসলাম সবুজ। নেতারা বলেন, কোনো অজুহাত দেখিয়ে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস থেকে বঞ্চিত করা যাবে না। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণারও দাবি জানান। এ দাবিতে আগামী ২ এপ্রিল ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় উপজেলা নির্বাচনে রঙিন পোস্টার ছাপানোর অনুমতি এবং জামানতের টাকা ১৫ গুণ বৃদ্ধিসহ আইনি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন বাম নেতারা। তারা বলেন, নির্বাচন কমিশন সরকারের নির্দেশে গ্রহণযোগ্য নির্বাচনের আশাকে ধূলিসাৎ করে দিচ্ছে। জামানত বৃদ্ধির মাধ্যমে তৃণমূল পর্যায়ের নির্বাচনকেও কোটি টাকা ও লুটেরাদের খেলার বস্তুতে পরিণত করা হচ্ছে। সভায় অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল এবং সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন, দক্ষ ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
৩০ মার্চ, ২০২৪
X