ম্যানইউ কিনলেন ব্রিটিশ ধনকুবের
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী একটি ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির বর্তমান মালিকানা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবারের হাতে। রেড ডেভিলদের নতুন মালিক হতে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছিলেন স্যার জিম র‌্যাটক্লিফ। অবশেষে চেষ্টায় সফলই হলেন ৭১ বছর বয়সী এই ব্রিটিশ ধনকুবের।  রোববার (২৪ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবটির ২৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন জিম র‌্যাটক্লিফ। বিবিসি, গার্ডিয়ান, স্কাই স্পোর্টস, ইএসপিএনসহ বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে। ২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৯৮৮ কোটি টাকায় ম্যানইউয়ের মালিকানা কিনে নিয়েছিল মার্কিন গ্লেজার পরিবার। এরপর দীর্ঘ ১৮ বছর পর ২৫ শতাংশ শেয়ার বিক্রি করলো পরিবারটি। ১২৫ কোটি পাউন্ড বা বাংলাদেশি ১৭ হাজার ৩৮৬ কোটি টাকা খরচ করে ওল্ড ট্রাফোর্ডের দলটিকে কিনে নিলেন ব্রিটিশ ধনকুবের জিম র‌্যাটক্লিফ।  OFFICIAL: Manchester United plc announces today that it has entered into an agreement under which Chairman of INEOS, Sir Jim Ratcliffe, will acquire 25 per cent of Manchester United's Class B shares and up to 25 per cent of Manchester United's Class A shares. pic.twitter.com/lmTD9xMnsX— Fabrizio Romano (@FabrizioRomano) December 24, 2023 মালিকানা গ্রহণের পর ম্যানইউতে ভবিষ্যতে আরও ২ কোটি ৩৬ লাখ পাউন্ড বা ৩ হাজার ২৮২ কোটি টাকা বিনিয়োগ করবেন এই ধনকুবের। তাছাড়া চুক্তির শর্ত অনুযায়ী ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবে র‌্যাটক্লিফের প্রতিষ্ঠান ইনেওস গ্রুপ লিমিটেড। ইংল্যান্ডের ম্যানচেস্টারে জন্মগ্রহণ করেন ধনকুবের জিম র‌্যাটক্লিফ। রাসায়নিক কোম্পানি ইনেওসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ৭১ বছর বয়সী ব্যবসায়ী। ম্যানইউ কেনার পর র‌্যাটক্লিফ জানিয়েছেন, তিনি ক্লাবটির আজীবন ভক্ত, সাম্প্রতিক সময়ে আমরা সাফল্য পায়নি। কিন্তু আমাদের মিলিত লক্ষ্য পরিষ্কার। সবাই মিলে ম্যানইউকে ইংল্যান্ড, ইউরোপ ও বিশ্ব ফুটবলের একদম চূড়ায় নিতে চাই।’ গ্লেজার পরিবার গতবছর ক্লাব বিক্রির কথা জানানোর পর ম্যানইউ কিনতে আগ্রহ প্রকাশ করেছিল কাতারের শেখ জসিম বিন হামাদ বিন খালিফা আল থানি। সর্বশেষ প্রস্তাবে ৫০০ কোটি পাউন্ড বা ৬৯ হাজার ৫৪৭ কোটি টাকা দাম হাঁকিয়েছিলেন কাতারি ধনকুবের। তিনি ক্লাবের শতভাগ মালিকানা কিনে নিতে চেয়েছিলেন। এমনকি রেড ডেভিলদের সব দেনাও মেটাতে চেয়েছিলেন। কিন্তু গ্লেজার পরিবার ক্লাবের পুরো মালিকানা বিক্রি করতে রাজি ছিলেন না।
২৫ ডিসেম্বর, ২০২৩
X