বর্তমান প্রধানমন্ত্রীও কারাবন্দি অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন- রুহুল কবির রিজভী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন কোনো কারাবন্দির বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও কারাবন্দি অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন। তাহলে খালেদা জিয়া কেন নয়? জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মামুন হাসান, নূরুল ইসলাম নয়ন, রুহুল ইসলাম মনি, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম শফিক, মেহবুব মাসুম শান্ত প্রমুখ। এ ছাড়া বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক কারাবন্দি সালাউদ্দিন আহমেদের শারীরিক অবস্থা নিয়ে গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি অবিলম্বে তার মুক্তি দাবি করেন। রিজভী পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৭ সালের জুন মাসে গ্রেপ্তার করা হয়েছিল। ২০০৮ সালের জুলাই মাসে কারাবন্দি থাকাবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। যদিও তখনকার তত্ত্বাবধায়ক সরকার বলেছিল শেখ হাসিনার কানের যে সমস্যা, এটির চিকিৎসা বাংলাদেশে হতে পারে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিন্তু খালেদা জিয়াকে পাঠানো হচ্ছে না কেন? তার চিকিৎসকরা তো প্রতিদিনই বলছেন, তিনি খুবই অসুস্থ।
০৯ সেপ্টেম্বর, ২০২৩
X