মহেশখালীতে ফের লবণ মাঠ দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
কক্সবাজারের মহেশখালীতে ফের লবণ মাঠ দখল-বেদখল নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতেরা হলেন- স্থানীয় মৃত বাদশা মিয়ার পুত্র আনচার উদ্দিন (৪০), ফকিরাকাটা গ্রামের মোক্তার মিয়ার স্ত্রী মিনহার বেগম (৩০), কবির আহমদের স্ত্রী সোনা খাতুন (৪৫)। এ ছাড়াও আরও ২ জন আহত হলেও তাৎক্ষণিক ২ জনের নাম পাওয়া যায়নি। রোববার (২১ এপ্রিল) দুপর ২ থেকে বিকেল পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, লবণ মাঠ দখল নিয়ে বড় মহেশখালীর স্থানীয় আমান ও বাদশা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে কিছু দিন আগে উভয় গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ফের আজ আবারও লবণ মাঠ দখল করতে গেলে উভয় গ্রুপের আলা উদ্দিন ও আব্দুল গফুরের নেতৃত্বে গুলাগুলি হয়। এতে উভয় পক্ষের ৩ নারী-পুরুষ গুলিবিদ্ধ হন এবং ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে জানা যায়।   মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহফুজুল হক সন্ধ্যায় বলেন, গুলিবিদ্ধ হয়ে ১ জন পুরুষ ও ২ জন নারী হাসাপাতালে আসলে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।   মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, বড় মহেশখালীতে লবণের মাঠ দখল-বেদখল নিয়ে দুইটি গ্রুপের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন আহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানান।
২২ এপ্রিল, ২০২৪
X