সংসদে সংরক্ষিত নারী আসন বাড়ল
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫টির জায়গায় ৫০টি করে ‘জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন সংশোধন আইন ২০২৩’-এর চূড়ান্ত  অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে মন্ত্রিসভায় আইন অনুমোদনের তথ্য জানান।  তিনি জানান, নতুন এই আইনে সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ৪৫ দিনের পরিবর্তে ৯০ দিনে হবে। আর এ নির্বাচনে প্রার্থীর জামানতের পরিমাণ ১০ হাজারের জায়গায় ২০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার নামে নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ‘ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়টি নাটোরে স্থাপন করা হবে।
২৮ আগস্ট, ২০২৩
X