ঘূর্ণিঝড় হামুন গায়ে মাখছেন না পর্যটকরা
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ার সঙ্গে বাতাসের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) কুয়াকাটা সমুদ্রসৈকতে ঢেউ বাড়ছে। মেঘলা আকাশ, সকাল থেকে সূর্যের দেখা নেই।  এদিকে ৭ নম্বর বিপদ সংকেত উপেক্ষা করে পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালি করছে। ছোট ছোট বাচ্চারা মেতে উঠছে সৈকতে। কেউ ছবি তুলছে, সাঁতার কাটছে, কেউ ফুটবল খেলায় মেতে উঠছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওন ও নৌপুলিশের কর্মকর্তারা পর্যটকদের নিরাপদে চলে যাওয়ার জন্য বারবার সতর্ক করা সত্ত্বেও আমলে নিচ্ছে না কুয়াকাটায় আগত পর্যটকরা। ঢাকারা গাজীপুর থেকে আসা পর্যটক মো. আল-আজাদ বলেন, আবহাওয়া খারাপ, তবুও সৈকতের ঢেউ মন কেড়ে নেয়। তাই আমি কুয়াকাটা থেকে গেছি। আমার কিছু বন্ধুরা আজ সকালে কুয়াকাটা ছেড়েছেন। সোহেল নামে আরেক পর্যটক বলেন, সৈকতের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে তাই উপভোগ করছি। সমস্যা দেখলে হোটেলে চলে যাব। এদিকে সৈকত নির্ভর ব্যবসায়ীরা অলস সময় পার করছে। গত দুইদিন ধরে তেমন পর্যটক না আসায় অলস সময় পার করছেন তারা। ফটোগ্রাফার আলআমিন বলেন, আবহাওয়া, রাজনৈতিক অবস্থা খারাপ হলে শুরুতে ধাক্কা পরে আমাদের গায়। গত দুইদিন ধরে কোনো ছবি তুলতে পারিনি। হাতে গোনা কিছু পর্যটক আছে তাও তারা ছবি তোলেনি। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের পরিদর্শক মনিরুল হক ডাবলু বলেন, পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে আমরা সদা প্রস্তুত থাকি। সোমবার থেকেই আমরা পর্যটকদের নিরাপত্তা দিতে মাইকিং করছি এবং তাদেরকে নিরাপদে থাকতে অনুরোধ করছি।
২৪ অক্টোবর, ২০২৩
X