চাঁদপুরে সাইবার ক্রাইম ইউনিটের কার্যক্রম শুরু : উদ্ধার ৩১ স্মার্ট ফোন
হারিয়ে যাওয়া ৩১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধারের মধ্য দিয়ে চাঁদপুরে শুরু হলো সাইবার ক্রাইম ইউনিটের কার্যক্রম।   মঙ্গলবার (১২ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে মালিকদের কাছে উদ্ধার করা মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। পুলিশ সুপার বলেন, পুরোনো ফোন ক্রয়ের ব্যাপারে চাঁদপুরবাসীকে সতর্ক হতে হবে। কারণ এই ফোনগুলোর সাথে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে। তাই পরিচিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া পুরোনো ফোন ক্রয় করবেন না। কারও ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করুন এবং সাইবার ক্রাইম ইউনিট জেলা গোয়েন্দা শাখায় যোগাযোগ করুন। হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, শ্রীমা চাকমাসহ পুলিশের বিভিন্ন ইউনিট এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
১২ ডিসেম্বর, ২০২৩
X