যুক্তরাষ্ট্র থেকে আড়াই লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে হোন্ডা
ইঞ্জিন বিকল নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন মডেলের প্রায় আড়াই লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও সংবাদমাধ্যম দ্য হিল। হোন্ডা জানিয়েছে, উৎপাদনজনিত ত্রুটির কারণে গাড়ির রড বিয়ারিংয়ে জট লাগতে পারে। ফলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। এ থেকে ইঞ্জিনটি ভুলভাবে চলতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা হতাহতের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এরই মধ্যে বাজারে ছেড়ে দেওয়া গাড়ির মধ্যে থাকা বেশ কয়েকটি সমস্যা শনাক্ত করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এদের মধ্যে রয়েছে ইঞ্জিন বন্ধ হওয়া, অস্বাভাবিক শব্দ ও ইঞ্জিনের কার্যক্ষমতা হ্রাস।
১৯ নভেম্বর, ২০২৩

যুক্তরাষ্ট্র থেকে আড়াই লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে হোন্ডা
ইঞ্জিন বিকল নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন মডেলের প্রায় আড়াই লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা। শুক্রবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও সংবাদমাধ্যম দ্য হিল। হোন্ডা জানিয়েছে, উৎপাদনজনিত ত্রুটির কারণে গাড়ির রড বিয়ারিংয়ে জট লাগতে পারে। ফলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। এ থেকে ইঞ্জিনটি ভুলভাবে চলতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা হতাহতের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এরই মধ্যে বাজারে ছেড়ে দেওয়া গাড়ির মধ্যে থাকা বেশ কয়েকটি সমস্যা শনাক্ত করেছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এদের মধ্যে রয়েছে ইঞ্জিন বন্ধ হওয়া, অস্বাভাবিক শব্দ ও ইঞ্জিনের কার্যক্রমতা হ্রাস। মার্কিন বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া গাড়ির মধ্যে রয়েছে ২০১৮ থেকে ২০১৯ সালে নির্মিত পাইলট এসইউভি ও ওডিসি মিনিভ্যানস, ২০১৭ থেকে ২০১৯ সালে নির্মিত রিজলাইন পিকআপ ট্রাক, ২০১৬ থেকে ২০২০ সালে নির্মিত অ্যাকুরা টিএলএক্স ও অ্যাকুরা এমডিএক্স এসইউভি। গাড়িতে বিভিন্ন সমস্যা নিয়ে এখন পর্যন্ত এক হাজার ৪৫০ মার্কিন নাগরিক তাদের কাছে ওয়ারেন্টি দাবি করেছেন বলে জানিয়েছে হোন্ডা। তবে তাদের কেউ কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়নি। এসব গাড়ি মালিকদের আগামী ২ জানুয়ারি থেকে মেইলের মাধ্যম অবহিত করা হবে। এরপর ডিলাররা এসব গাড়ি দেখে-শুনে প্রয়োজনে মেরামত বা ইঞ্জিন বদলে দেবেন বলে জানিয়েছে জাপানি প্রতিষ্ঠানটি।
১৮ নভেম্বর, ২০২৩
X