হোয়াটসঅ্যাপ ব্যবহারে সাবধান না হলে বিপদ 
বর্তমান সময়ে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রতারকেরা ফাঁদ পেতে থাকেন। যে কারণে বাড়ছে প্রতারণার ঘটনা। চ্যাট থেকে শুরু করে অডিও-ভিডিও কলে ঘটছে এসব প্রতারণার ঘটনা। তাই কিছু কৌশল অবলম্বন করে এসব বিপদ এড়ানো যায়।  সন্দেহজনক নম্বরের কল থেকে সতর্ক থাকতে হবে হুটহাট যে কোনো নম্বর থেকে ভিডিও কলে আসলে এড়িয়ে যেতে হবে। কারণ অপরিচিত কেউ হুট করে ভিডিও কল দেয় না। বারংবার বিরক্ত হরলে ব্লক করে দিন।  ব্যক্তিগত তথ্য দেবেন না ব্যক্তিগত তথ্য দানে বিচক্ষণতার পরিচয় দিতে হবে। যে কেউ এসএমএস কিংবা কলে তথ্য জানতে চাইলে দেওয়া যাবে না। পরিচিত নন কিংবা চিনেন না এমন কাউকেই ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না।   সরকারি কর্মকর্তা বললে সতর্ক থাকুন প্রতারকেরা কৌশল হিসেবে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে থাকেন। তারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে এবং ব্যক্তিগত তথ্য জানতে চাই। এমন পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না। কারণ কোনো ব্যাংক/সরকারি অফিস থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা ভয়েস কল করে না।  বন্ধুত্ব করতে চাইলে এড়িয়ে চলুন অনলাইনে বন্ধুত্ব করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ প্রতারক আপনার সঙ্গে বন্ধুত্ব গড়তে চাইবে। অপরিচিত কারও সঙ্গে বন্ধুত্ব করার আগে অনেকবার ভাবুন। এসব ভিডিও কলে দেখা যায় সুন্দরী মেয়েদের। তাই ফাঁদে পড়া যাবে না। এসব ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেইল করে।   
১৩ মার্চ, ২০২৪

একই অ্যাপে একাধিক হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে
বর্তমানে সারা বিশ্বে অন্যতম জনপ্রিয় যোগাযোগ মাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারে সহজ পদ্ধতি এবং উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই অ্যাপটি জনপ্রিয়। ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি নতুন নতুন ফিচার নিয়ে আসছে। সম্প্রতি অ্যাপটি চালু করেছে নতুন সুবিধা যেখানে একই অ্যাপে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করা যাবে। ফিচারটি হলো হোয়াটস্যাপ অ্যাড অ্যাকাউন্ট ফিচার। আসুন জেনে নেওয়া যাক একই অ্যাপে দিয়ে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়- প্রথমে হোয়াটসঅ্যাপ চালু করতে হবে। তারপর হোয়াটসঅ্যাপ সেটিংয়ে প্রবেশ করতে হবে। এবার প্রোফাইল ছবির ডান দিকে কোণায় একটি ড্রপ ডাউন মেনু আইকন দেখতে পাবেন। ঠিক এরই নিচে অ্যাড অ্যাকাউন্ট অপশন দেখা যাবে। এবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে, আপনি নতুন নম্বর দিয়ে রেজিস্টার করতে পারেন, যেমনটি আপনি আগের নম্বরটি রেজিস্টার করেছিলেন। এই প্রক্রিয়াটি শেষ হলে আপনি আপনার ফোনে একসাথে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করতে পারবেন। এখন আপনি একই  অ্যাপের মাধ্যমে দুটি অ্যাকাউন্ট দিয়ে অনায়াসে যোগাযোগ করতে পারবেন।
২৯ ফেব্রুয়ারি, ২০২৪

হোয়াটসঅ্যাপ নতুন ফিল্টারে যে সুবিধা পাবেন
হোয়াটসঅ্যাপে সহজেই দেখার সুযোগ মিলবে স্ট্যাটাস পোস্ট। কাজের ব্যস্ততায় যারা বন্ধু কিংবা প্রিয়জনদের পোস্ট করা সব স্ট্যাটাস দেখার সুযোগ পান না তাদের এ সুবিধা সহায়ক হবে। দ্রুতই এ নিয়ে নতুন এ ফিল্টার চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।   নতুন এ ফিল্টারটি চালু হলে সহজেই বন্ধু বা পরিচিতদের স্ট্যাটাসগুলো বাছাই করা যাবে। ফলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলো সহজেই দেখার সুযোগ মিলবে বলে জানিয়েছে হোয়াটসআ্যপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো।  যেখানে বলা হয়, ফিল্টারটি উন্মুক্ত করা হলে হোয়াটসঅ্যাপের আপডেটস বাটনে ট্যাপ করার পর স্ট্যাটাস অপশনের পাশে সি অল বাটন দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করলে স্ট্যাটাস ফিল্টারিং অপশনে ‘অল’, ‘রিসেন্ট’, ‘ভিউড’ এবং ‘মিউটেড’ অপশন পাওয়া যাবে। অল বাটনে ট্যাপ করলে সব কটির স্ট্যাটাস একসঙ্গে দেখা যাবে। রিসেন্ট বাটনে ট্যাপ করলে শুধু সম্প্রতি পোস্ট করা স্ট্যাটাসগুলো দেখা যাবে। ফলে দ্রুত পরিচিত সব ব্যক্তির হালনাগাদ স্ট্যাটাসগুলো দেখার সুযোগ মিলবে। ফিল্টারটির কার্যকারিতা পরীক্ষা করছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। যা হোয়াটসঅ্যাপের ২.২৩.২৪.১১ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীদের থেকে ইতিবাচক বার্তা আসলে উন্মুক্ত করা হবে। যদিও কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে তা জানায়নি হোয়াটসঅ্যাপ।  
২০ নভেম্বর, ২০২৩
X