গাজীপুর সিটি করপোরেশনের ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
গাজীপুর সিটি করপোরেশনের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় ৪ হাজার ৯ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।   এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র জায়েদা খাতুন। সভায় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়রের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনের ২০২৪-২৫ অর্থবছরে এবার ১১টি খাতে  আয় ধরা হয়েছে ৪ হাজার ৯ কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা। আর যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবাসহ ১৬টি খাতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার  ২৪৪ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা। বাজেট সভায় প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এবারের বাজেটে হচ্ছে জনকল্যাণমুখী বাজেট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত  স্মার্ট দেশ গড়ার পাশাপাশি নগরকে গ্রিন ও ক্লিন সিটিতে উন্নীত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাস্তা ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশক নিধনে গুরুত্ব দেওয়া হয়েছে।
১৬ জুলাই, ২০২৪

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদ ৫৩
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন গ্রেডে ৯টি পদে মোট ৫৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি সংরক্ষিত বাক্সে অথবা রেজিস্ট্রার ডাকযোগে আবেদন করতে পারবেন আগামী ২৮ জুলাই পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় পদ ও জনবল : ০৯টি ও ৫৩ জন চাকরির ধরন : অস্থায়ী প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মস্থল : গাজীপুর আবেদন শুরুর তারিখ : ০৩ জুলাই, ২০২৪ আবদনের মাধ্যম : ডাকযোগে আবেদনের শেষ তারিখ : ২৮ জুলাই, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক পদসংখ্যা : ২৬টি বেতন : ৮২৫০-২০০১০ টাকা  (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২. পদের নাম : নিরাপত্তা প্রহরী পদসংখ্যা : ০৮টি বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৩. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা : ০৯টি বেতন : ৮২৫০-২০০১০ টাকা  (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৪. পদের নাম : বাবুর্চি পদসংখ্যা : ০২টি বেতন : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা : রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতা ৫. পদের নাম : সহকারী বাবুর্চি পদসংখ্যা : ০১টি বেতন : ৮২৫০-২০০১০ টাকা  (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা : রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতা ৬. পদের নাম : বেয়ারার পদসংখ্যা : ০৪টি বেতন : ৮২৫০-২০০১০ টাকা  (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৭. পদের নাম : নিরাপত্তা প্রহরী পদসংখ্যা : ০১টি বেতন : ৮২৫০-২০০১০ টাকা  (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৮. পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা : ০১টি বেতন : ৮২৫০-২০০১০ টাকা  (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৯. পদের নাম : মালি পদসংখ্যা : ০১টি বেতন : ৮২৫০-২০০১০ টাকা  (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
০৪ জুলাই, ২০২৪

মেডিকেল অফিসার পদে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ, কর্মস্থল গাজীপুর
দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৫ জুন পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : গণস্বাস্থ্য কেন্দ্র পদের নাম : মেডিকেল অফিসার (মহিলা) আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : ০১টি কর্মস্থল : গাজীপুর (গাজীপুর সদর) বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ১ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ০৮ জুন, ২০২৪ চাকরির ধরন : প্রকল্প ভিত্তিক কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ২৫ জুন, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : মহিলা মেডিকেল অফিসারের জন্য একাডেমিক বৈধ বিএমডিসি রেজিস্ট্রেশনসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বি.দ্র. সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। আবেদনের সময়সীমার পরে খুব অল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নিয়োগ পরিক্ষায় কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে প্রদত্ত ই-মেইল [email protected] সম্পন্ন জীবন বৃত্তান্ত পাঠাতে বলা হয়েছে। অথবা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : পি/ও : মির্জা নগর, থানা : আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪
০৯ জুন, ২০২৪

গাজীপুর বারের সাবেক সভাপতিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার বার কাউন্সিলের নির্দেশে সমিতির অফিস সহকারী মো. সোহাগ গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আসামিরা হলেন বারের সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার ও কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান। এ ছাড়া অর্থ আত্মসাতে তাদের সহযোগী হিসেবে সাবেক লাইব্রেরি সম্পাদক মো. রওশন আলী ও সাবেক মহিলা সম্পাদক রাবেয়া ইয়াসমিন কল্পনাকে আসামি করা হয়েছে। গাজীপুর বারের সিনিয়র আইনজীবী জালাল উদ্দিন বলেন, সমিতির কার্যক্রম পরিচালনার জন্য এক বছর মেয়াদে কমিটি গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত বছরের ৩ মার্চ সাবেক কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু তারা পরবর্তী কমিটি গঠনের জন্য যথা সময়ে নির্বাচনের আয়োজন করতে পারেননি। তা ছাড়া সাবেক ওই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং সমিতির কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।
১৬ মে, ২০২৪

শ্রমিক অধ্যুষিত গাজীপুর যেন মশার কারখানা
গাজীপুর মহানগরীসহ আশপাশের এলাকায় রয়েছে শত শত পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করেন লাখ লাখ শ্রমিক। শ্রমিক অধ্যুষিত এ গাজীপুরে পাল্লা দিয়ে বাড়ছে মশার প্রজনন। বর্ষা মৌসুম শুরুর আগেই মশার উপদ্রবে অতিষ্ঠ গাজীপুরবাসী। বাসাবাড়ি, দোকানপাট, অফিস-আদালত, ধর্মীয় উপাসনালয়সহ সর্বত্র মশার রাজত্ব। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ, জলাবদ্ধতা, মজা পুকুর ও মানুষের অসচেতনতায় এবারও ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে গাজীপুরে। এ ছাড়া এ জেলার হাজার হাজার মানুষ বিভিন্ন কারণে প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন। ফলে ডেঙ্গুর সরাসরি প্রভাব এসে পড়ে এ জনপদে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু মোকাবিলায় তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শ্রমিক অধ্যুষিত এ নগরীতে দিন দিন মশার যন্ত্রণা যেন বেড়েই চলছে। গাজীপুরের বাসিন্দারা যেন মশার কাছে অসহায়, জিম্মি। রাতে তো বটেই; দিনেও চলছে মশার অত্যাচার। মশারি টানিয়ে, কয়েল জ্বালিয়ে, ইলেকট্রিক ব্যাট কিংবা মশানাশক ওষুধ স্প্রে করেও সুফল মিলছে না। বিকেল থেকে শুরু হয়, সন্ধ্যার আজান পড়লেই মশার উৎপাত তীব্র আকার ধারণ করে। বিভিন্ন এলাকার ড্রেন, পুকুর, ডোবা, নালা-নর্দমার কচুরিপানা ও ময়লা পরিষ্কার না করায় সেগুলো এখন মশা উৎপাদনের খামারে পরিণত হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার নগরীতে মশার উপদ্রব তাই বেশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে কিউলেক্স মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। ঘরে বাইরে বাসা কিংবা অফিসসহ সব জায়গায় মশা। কিন্তু মশক নিধন কর্মীদের মাঠে তেমন দেখা যায় না। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে আশঙ্কাজনকভাবে বাড়তে পারে এডিস মশার উপদ্রব। প্রতি বছর এডিস মশার কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মারা যাওয়ার ঘটনা ঘটছে। তাই বর্ষা মৌসুমের আগেই মশক নিধনে কার্যকর ভূমিকা নিতে হবে। এ ছাড়া মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতাও বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। টঙ্গী, গাজীপুরা, বোর্ডবাজার, জয়দেবপুর, কোনাবাড়ী এলাকা ঘুরে দেখা যায়, সব জায়গাতেই মশার উপদ্রব বেড়েছে। অনেকেই ফ্ল্যাটের জানালায় নেট ব্যবহার করা সত্ত্বেও মশার অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না। নিচতলা থেকে শুরু করে ১০ তলা পর্যন্ত সবখানেই মশার সমান উপদ্রব। স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, মশার যন্ত্রণায় দিন-রাত অসহনীয় অবস্থায় রয়েছি। দিনের বেলাও মশার উপদ্রব থাকে, বিকেলে তা বেড়ে যায় বহুগুণ। অথচ এমন পরিস্থিতিতে সিটি করপোরেশনের পক্ষ থেকে একবারও মশার ওষুধ প্রয়োগ করতে দেখছি না। চিকিৎসকরা জানিয়েছেন, শীতের শেষে আবহাওয়া উষ্ণ হতে শুরু করেছে। এ সময় মশা বংশবিস্তার ঘটায়। ফলে মশার উপদ্রব অনেক বেশি এখন। মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, গাদসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই মশা নিধনের জন্য সিটি করপোরেশনকে এখন থেকেই ব্যবস্থা নিতে হবে, যাতে বড় ধরনের কোনো সংকট তৈরি না হয়। এ ব্যাপারে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আফজালুর রহমান বলেন, এ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে এখন একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত মৌসুমে এখানে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ কছিল। প্রতিদিন ডেঙ্গু ওয়ার্ডে ৪০ থেকে ৫০ রোগী ভর্তি হয়েছিলেন। এবার আগে ভাগে প্রস্তুতি না নিলে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হতে পারে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, এ হাসপাতালে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী নেই। তবে মশার প্রকোপ রয়েছে। গত মৌসুমে এ হাসপাতালে মোট ৩ হাজার ৯২৮ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গাজীপুর সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মশক নিধনের জন্য উন্নত প্রযুক্তির শতাধিক ফগার মেশিন কেনা হয়েছে। এ ছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন ‘ভেহিকেল মাউন্টেইন’ ফগার মেশিন রয়েছে। ২০১৯ সালে ঢাকার দুই সিটি করপোরেশন যখন ডেঙ্গু মোকাবিলায় হিমশিম খায়, তখন নিজ উদ্যোগে সিঙ্গাপুর থেকে পোল্যান্ডের তৈরি ২০০ টন মশার ওষুধ এনে সুনাম কুড়িয়েছিলেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ওই সময় ঢাকাসহ সারা দেশের বিভিন্ন পৌরসভায় বিনামূল্যে সেসব ওষুধ সরবরাহ করেন তিনি। কিন্তু এরপর থেকে মশক নিধন কার্যক্রম যেন খানিকটা ঝিমিয়ে পড়েছে। এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ৫৭টি ওয়ার্ডে মশক নিধনের জন্য উন্নত প্রযুক্তির শতাধিক ফগার মেশিন রয়েছে। আমরা গত মৌসুমে হাজার হাজার টন ওষুধ ছিটিয়েছি।
১১ মে, ২০২৪

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ, পদসংখ্যা ৫৬
গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব খাতে ১৩ থেকে ২০তম গ্রেডে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪টি শূন্যপদে মোট ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৯ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জন কার্যালয়, গাজীপুর পদ ও জনবল সংখ্যা : ৪টি ও ৫৬ জন কর্মস্থল : গাজীপুর প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদন শুরুর তারিখ : ২৯ এপ্রিল, ২০২৪ আবেদনের শেষ তারিখ : ১৯ মে, ২০২৪ ১. পদের নাম : কম্পিউটার অপারেটর পদসংখ্যা : ০২টি বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি ২. পদের নাম : পরিসংখ্যানবিদ পদসংখ্যা : ০১টি বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি ৩. পদের নাম : স্বাস্থ্য সহকারী পদসংখ্যা : ৫০টি বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ৪. পদের নাম : গাড়িচালক পদসংখ্যা : ০৩টি বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : ১৩ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
২৭ এপ্রিল, ২০২৪

গাজীপুর ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার হলেন স্যানিটারি ব্যবসায়ী
ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটনের এসি কিনে ১০ লাখ টাকা পেয়ে মিলিয়নিয়ার হলেন গাজীপুরের স্যানিটারি ব্যবসায়ী মো. আব্দুল আলী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজারে ওয়ালটন প্লাজার সামনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং  চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। নগদ পুরস্কার হাতে পেয়ে আলীর সঙ্গে উৎফুল্ল তার পরিবার ও এলাকাবাসী। গাজীপুরের অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ শ্রীপুর থানার সভাপতি মো. কমরুদ্দীন, ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার শাহাদৎ হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সালেহ আহমেদ, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার মোশাররফ হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আজিজুর রহমান এবং ওয়ালটন প্লাজার ম্যানেজার শফিকুল ইসলাম। চিত্রনায়ক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ওয়ালটন আমাদের দেশের পণ্য। সবাই নিকটস্থ ওয়ালটন প্লাজায় আসুন এবং নগদ ও কিস্তিতে সুবিধামতো পণ্য কিনুন। তাদের ফ্রিজ, টিভি, এসি, মোবাইল সবই গুণগত মান ভালো। আমি ওয়ালটনের সঙ্গে আছি, আপনারাও থাকুন। ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান বলেন, ওয়ালটন মুখে যা বলে তাই করে। অনেকেই বলে দিবে কিন্তু দেয় না। তবে ওয়ালটন দিয়ে দেয়। এখন পর্যন্ত ৩৪ জন পেয়েছে, আরও কতজন পাবে তার ঠিক নেই। আমরা কেন এই পুরস্কার দিচ্ছি, এর কারণ হচ্ছে ওয়ালটন দেশের পণ্য, তাই আমাদের পুরস্কারও আমাদের দেশের মানুষ পায়। আপনারা নিজেদের দেশের পণ্য কিনুন, কেননা এতে আমাদের টাকা আমাদের ঘরে থাকবে। জানা গেছে, দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর আওতায় 'সেরা পণ্যে সেরা অফার' স্লোগানে ক্রেতাদের 'ননস্টপ মিলিয়নিয়ার' হওয়ার সুবিধা দিচ্ছে ওয়ালটন। সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম 'ই-প্লাজা' থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ক্যাম্পেইনের আওতায় মো. আ. আলী চলতি মাসের ২১ তারিখে কিস্তিতে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজারের ওয়ালটন প্লাজা থেকে ৭৬ হাজার ৯৯০ টাকার দেড় টনের একটি এসি কেনেন। এসি কেনার পর তার নাম, মোবাইল নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বর দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পরই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা পাওয়ার ম্যাসেজ যায়। এই নিয়ে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে মিলিয়নিয়ার হয়েছেন এখন পর্যন্ত ৩৪ জন গ্রাহক।
২৫ এপ্রিল, ২০২৪

গাজীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সাব স্টেশনে অগ্নিকাণ্ড
গাজীপুরের কোনাবাড়ীতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ী জোনাল অফিসের সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম কামাল হোসেন জানান, কোনাবাড়ী জোনাল অফিসের সাব স্টেশনে বিকট শব্দ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, অতিরিক্ত তাপের কারণে এ  অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পাওয়ার ট্রান্সফরমার পুড়ে গেছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ বলা যাবে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে পাওয়ার ট্রান্সফরমারসহ বিভিন্ন তার পুড়ে গেছে। অতিরিক্ত তাপের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২৫ এপ্রিল, ২০২৪

গাজীপুর মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির রক্তাক্ত মরদেহ
গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কের পাশ থেকে এক হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার  (২৩ এপ্রিল) সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়েছে।  তিনি বলেন, মৃত হাতির মাথায় ক্ষতচিহ্ন আছে, দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে। ইতোমধ্যে পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছেন। রুবিয়া ইসলাম আরও বলেন, পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথভাবে ময়নাতদন্ত করবে। ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, অন্য কোথাও হাতির মৃত্যু হয়েছে, যা পরে এখানে এনে ফেলে রেখে গেছে।’ তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
২৩ এপ্রিল, ২০২৪

বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হলেন বাবুল
গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) পদে মনোনীত করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের পক্ষ থেকে বলা হয়, কাজী সাইয়েদুল আলম বাবুল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব পালন করবে। দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করা হয়।  প্রসঙ্গত, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বেনজীর আহমেদ টিটু দায়িত্ব পালন করছেন। 
১১ ফেব্রুয়ারি, ২০২৪
X