শহীদ পরিবারের দায়িত্ব সরকারের : উপদেষ্টা নাহিদ
ছাত্রজনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অফিস কক্ষে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের সময় যেভাবে ছাত্রজনতা রাস্তায় নেমে এসেছিল, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি, বাক-স্বাধীনতা ফিরে পেয়েছি। তথ্য উপদেষ্টা শহীদ রমজান আলীর পরিবারের খোঁজখবর নেন। তিনি তাদেরসহ সকল শহীদ পরিবারের মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন। উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় শহীদ রমজানের পরিবার থেকে তার বাবা ও ছোট বোন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শহীদ রমজান আলী নাটোরের সিংড়ায় ডিগ্রিতে পড়াশোনা করতেন। তার পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকায় বাইপাইলে একটি মাছের আড়তে কাজ করে তিনি পুরো পরিবারের খরচ চালাতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তিনি আন্দোলনে অংশ নিয়ে গত ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হন।
০৫ সেপ্টেম্বর, ২০২৪

টেসলার সাইবারট্রাককে যুদ্ধযানে পরিণত করলেন চেচেন নেতা
রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ তার প্রাইভেট কারকে যুদ্ধযানে পরিণত করেছেন। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার উদ্ভাবিত বেসামরিক সাইবারট্রাককে ভয়ংকর অস্ত্রে রূপান্তর করেন তিনি। এই সামরিক সাইবার ট্রাক পরিদর্শনে রাশিয়ায় ইলন মাস্ককে আমন্ত্রণও জানানো হয়েছে।  রমজান কাদিরভের টেলিগ্রাম চ্যানেলে রোববার (১৮ আগস্ট) পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, টেসলার তৈরি একটি সাইবারট্রাকের পেছনে একটি মেশিনগান বসিয়ে সেটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আঞ্চলিক রাজধানী গ্রোজনিতে তিনি নিজের সামরিক এ সাইবারট্রাকটি চালিয়ে দেখেন।  কাদিরভ জানান, তিনি ইলন মাস্কের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এ সময় মাস্ককে তিনি বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী প্রতিভা এবং একজন বিশেষজ্ঞ বলে অবহিত করেন। এমনকি মাস্ককে একজন মহান মানুষ হিসেবেও স্বীকৃতি দেন কাদিরভ। চেচেন এ নেতা মাস্ককে গ্রেজনিতে আমন্ত্রণ জানিয়ে বলেন, মাস্ককে তিনি আন্তরিক অতিথি হিসেবে প্রত্যাশা করেন। মাস্কের এমন সফরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন খারাপ করবে না বলে আশা করেন কাদিরভ।  ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে ঘনিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিতি পেয়ে আসছেন কাদিরভ। এমনকি ওয়াগনারের বিদ্রোহের সময়ও প্রিগোজিনকে থামাতে সেনা সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছিলেন চেচেন এ নেতা। এখন নিজের সংযোজিত এসব সামরিক সাইবারট্রাক ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের ব্যবহারের জন্য দিতে চাইছেন রমজান কাদিরভ।  সাইবারট্রাক নিয়ে পুতিনমিত্র জানান, কোনো কারণ ছাড়াই এটিকে একটি সাইবারবিস্ট বলা হয় না। এটি নিঃসন্দেহে বিশ্বের সেরা গাড়িগুলোর মধ্যে একটি। এ সময় ইউক্রেন যুদ্ধে সাইবারট্রাক রুশ সেনাদের জন্য প্রচুর সুবিধা নিয়ে আসবে বলেও মন্তব্য করেন কাদিরভ। নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী তালিকাভুক্ত এ নেতা। এমনকি তার সাইবারট্রাকটি তিনি মাস্কের কাছ থেকে পেয়েছেন বলে দাবি করছেন। তবে কীভাবে এ ট্রাক পেলেন তিনি, সে ব্যাপারে কিছু জানা যায়নি।  গত বছর বিক্রির জন্য উন্মুক্ত করার আগে টেসলা প্রথম ২০১৯ সালে সাইবারট্রাককে কনসেপ্ট ভেহিকেল হিসেবে চালু করেছিল। যদিও গাড়িটি বর্তমানে শুধু উত্তর আমেরিকায় বিক্রি হচ্ছে। মাস্ক চলতি বছরের শুরুর দিকে জানান, ২০২৫ সালের মধ্যে বিশ্বের অন্য বাজারের বিক্রির জন্য অনুমোদিত হবে।
২০ আগস্ট, ২০২৪

চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক
চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৩ মে) রমজান কাদিরভ নিজেই এ তথ্য জানিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে তারা আলোচনা করেছেন। এ সময় রাশিয়াকে আরও যোদ্ধা পাঠিয়ে সহযোগিতার প্রস্তাব দেন এ চেচেন নেতা।  রমজান কাদিরভ ২০০৭ সাল থেকে রাশিয়ার একান্ত অনুগত হিসেবে দক্ষিণ ককেশাস অঞ্চলের নেতৃত্বে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম পুতিনের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। এ ছাড়া তিনি এ অঞ্চলের অর্থনৈতিক সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করার কথা জানিয়েছেন।  চেচেন এ নেতা বলেন, রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধের জন্য হাজার হাজার সুপ্রশিক্ষিত সেনা প্রস্তুত ছিল। নির্দেশ পাওয়া মাত্রই এসব সেনা মাঠে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। এ ছাড়া ইতোমধ্যে ১৮ হাজার স্বেচ্ছাসেবকসহ মোট সাড়ে ৪৩ হাজার সেনা ইউক্রেনে কাজ করছে বলেও জানান তিনি।  রমজান কাদিরভ জানান, জনগণের পক্ষ থেকে আমি তাকে শুভেচ্ছা জানিয়েছে এবং চেচেন প্রজাতন্ত্রে আসার আমন্ত্রণ জানিয়েছি।  চেচেনের এ নেতাকে নিয়ে অসুস্থতার গুঞ্জন রয়েছে। তরে নিজের অসুস্থতার কথা অস্বীকার করে আসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যায়াম ও মিটিং পরিচালনার ছবি পোস্ট করছেন তিনি।  এর আগে গত বছরে গুরুতর অসুস্থ রমজান কাদিরভ বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই সময়ে ইউক্রেনের গোয়েন্দা সূত্র তার অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করে। উল্লেখ্য, ২০০৪ সালে পিতা আখমাদ কাদিরভের মৃত্যুর পর ক্ষমতায় আসেন রমজান কাদিরভ। দ্বিতীয় চেচেন যুদ্ধে বিদ্রোহী চেচনিয়া প্রদেশটি পুনরুদ্ধার করার পর পুতিনের শাসনভার তুলে দেন তার অনুগত চেচেন নেতা আখমাদ কাদিরভের হাতে। রাশিয়ান সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা পরিষদের বিরোধিতা সত্ত্বেও চেচনিয়াকে প্রায় স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করতে পুতিনের সম্পূর্ণ সমর্থন পেয়েছিলেন রমজান কাদিরভ। বিনিময়ে পুতিন চেয়েছিলেন কাদিরভকে এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দমন করতে হবে। চেচেন সরকারের বাজেটের প্রায় ৯-দশমাংশের জোগান দেয় রাশিয়া। বিশাল রাষ্ট্রীয় ভর্তুকির পাশাপাশি দেওয়া হয় পুরস্কার এবং প্রণোদনা। রাজধানী গ্রোজনিতে কাদিরভ এবং তার মিত্ররা সম্পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করলেও, অনেক শক্তিশালী শত্রুও ছিল তার। ওয়াগনার গোষ্ঠী ছিল সেই শত্রুদের একজন।  
২৩ মে, ২০২৪

রমজান বাহিনীর হাতে জিম্মি তিস্তা চরের মানুষ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা তিস্তা চর এলাকায় গড়ে ওঠা রমজান বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে তিস্তা চরের মানুষ। তাদের অত্যাচারে অতিষ্ঠ চরের বাসিন্দারা। অভিযোগ উঠেছে, উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহির তাহু রমজান বাহিনীকে মদদ দিচ্ছেন। এ বাহিনীকে নিয়ন্ত্রণ করছেন একই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী। সম্প্রতি এ বাহিনীর সদস্যরা ওই ইউনিয়নের এক যুবলীগ কর্মীর পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় আবারও আলোচনায় চলে আসে। জানা গেছে, কাকিনা ইউনিয়নের আয়নাল হক নামে এক যুবলীগ কর্মীর পায়ের রগ কাটার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি রমজান আলীকে গ্রেপ্তার ও তার ইউপি সদস্য পদ থেকে বহিষ্কারের দাবিতে সোমবার (২২ এপ্রিল) মানববন্ধন করেছে এলাকাবাসী।  মানববন্ধন থেকে এলাকাবাসী জানান, ইউপি সদস্য রমজান আলী প্রভাব খাটিয়ে সরকারি ঘর টাকার বিনিময়ে ভূমিহীন মানুষের নিকট বিক্রি করে আসছে। গত ১৫ এপ্রিল ঘর না পাওয়া একজনের টাকা ফেরত চাওয়ায় রমজান বাহিনী ক্ষিপ্ত হয়ে যুবলীগ কর্মী আয়নাল হকের ওপর হামলা করে তাকে হাতুরি দিয়ে পিটিয়ে ও বল্লম দিয়ে খুঁচিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পার হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা বলেন, রমজান আলী ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিস্তা চর এলাকায় তিনি গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী। যা এলাকায় রমজান বাহিনী নামে পরিচিত। এই রমজান বাহিনী চরের জমিদখলসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত। সম্প্রতি ইউপি সদস্য রমজান আলী এক ভুক্তভোগী পরিবারকে ভয় দেখিয়ে একটি ধর্ষণ মামলার ঘটনা ধামাচাপা দিয়েছে। তারা আরও বলেন, এই বাহিনীর সাহায্যে সে রাতের আঁধারে গরিব অসহায় মানুষের ভোগদখলে থাকা খাস জমি দখল করে আসছে। সপ্তাহখানেক আগেও এক অসহায় গরিব মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ভিটা ছাড়া করে ভোর রাতে সে জমি দখলে নিয়েছে।
২৮ এপ্রিল, ২০২৪

রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে : প্রধানমন্ত্রী 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে এবং খেয়েছে। কিন্তু আওয়ামী লীগ জনগণের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী, বিচারক, বিদেশি কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেওয়ার জন্য এবং বিএনপি আসে নিতে। আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।  শেখ হাসিনা বলেন, আমার নির্দেশমতো ইফতার পার্টি না করে, দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করে, দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে। আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারব। শেখ হাসিনা আরও বলেন, অনেকে গর্ব করে বলেন- এক হাজারের ওপর ইফতার পার্টি করেছে; তারা ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ খেতে আসে না, দিতে আসে; মানুষকে দেয়। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা। দলের অগণিত নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠন যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। তিনি বলেন, যারা আজ গণভবনে এসেছেন, তাদের জন্য সীমাহীন আনন্দ। ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ। এ সময় শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।  গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
১১ এপ্রিল, ২০২৪

শবে কদরের আলামত নিয়ে যে বার্তা দিয়েছিলেন মহানবী
হাজার বছরের শ্রেষ্ঠ রাত বলা হয় লাইলাতুল কদরকে। এই রাতে আল্লাহ তার বান্দার নেক দোয়া কবুল করেন। এ রাতে অধিক সংখ্যক রহমতের ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। এর ফলে সকাল না হওয়া পর্যন্ত বিরাজ করে এক অনন্য শান্তি। মুসলমানদের কাছে তাই লাইলাতুল কদরের গুরুত্ব অপরিসীম। মহান এ রাত সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র আল কোরআনের সুরা কদরে বলেন, লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। ওই রাতে প্রতিপালকের হুকুম মেনে যাবতীয় সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন জিবরাইল আলাইহে ওয়াসাল্লামসহ অন্যান্য ফেরেশতারা। মহিমান্বিত এ রজনী কখন আসে, কীভাবে আসে এবং কেমন করে ধরা দেয়, সে বিষয়ে অবগত হওয়ার কথাও বলা হয়। তবে লাইলাতুল কদর লাভ করার সর্বোত্তম উপায় হলো রমজানের শেষ দশকে ইতেকাফ করা। উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা হতে বর্ণিত, প্রিয় নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের শেষ ১০ দিন ইতেকাফ করবেন, তিনি দুটি ওমরা ও দুটি কবুল হজ আদায়ের সাওয়াব পাবেন। তাই যারা ইতেকাফ করবে লাইলাতুল কদর পাওয়ার পাশাপাশি অধিক সাওয়াবও লাভ করবেন।   রোজার শেষ দশকে কদরের রাত অনুসন্ধানের পাশাপাশি নবীজী লাইলাতুল কদরের রাত চেনার কিছু আলামতও বলেছে দিয়েছেন। তা হলো, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। রাতটি নাতিশীতোষ্ণ হবে এবং মৃদ বাতাস প্রবাহিত থাকবে। এ ছাড়া সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত তৃপ্তিবোধ করবে। কোনো ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়ে দিতে পারেন। ওই রাতে বৃষ্টি হবে। সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে, যা দেখাবে পূর্ণিমার চাঁদের মতো। কিন্তু ভোর হওয়ার আগেই এই রাতে বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার দোয়া পড়তে বলা হয়েছে। এ ছাড়া নফল ইবাদতের পাশাপাশি, কোরআন তেলওয়াতের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
০৭ এপ্রিল, ২০২৪

ঈদেরে কেনাকাটা / রাতেও চট্টগ্রামের টেরিবাজারে উপচে পড়া ভিড়
ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মার্কেট। পিছিয়ে নেই নগরীর টেরিবাজারও। শীতাতপ নিয়ন্ত্রিত এ মার্কেটে কেনাকাটা করছেন অভিজাত গ্রাহকেরা। পাশাপাশি গজ কাপড়ের দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। দিনের চেয়ে রাতে ক্রেতাদের ভিড় যেন বেশি। এদের মধ্যে নারী ও তরুণীদেরই সর্বাধিক উপস্থিতি। শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার পর থেকে এমন চিত্র দেখা গেছে নগরের টেরিবাজারে। শাড়ি, লেহেঙ্গা, শার্ট, পাঞ্জাবি, ছোটদের পোশাকসহ পরিবারের সবার পরিধানসামগ্রী পাওয়া যাচ্ছে এ বাজারে। এক সময় পাইকারি বাজারের জন্য বেশ পরিচিতি পেলেও এখন টেরিবাজার নগরের অভিজাত ক্রেতাদের ঠিকানা হয়ে উঠছে। দেশি-বিদেশি নিত্যনতুন ডিজাইনের দামি পোশাক পরিচ্ছেদ মিলছে এখানে। টেরিবাজারের ভেতরে মেগামার্ট, বিনয় ফ্যাশন, মনে রেখ, আজমির শপিং সেন্টার, রাজপরি, রাজমুকুট, মায়াবী শপিংমল, সানা ফ্যাশন মল, মাসুম ক্লথ স্টোর, নিউ রাজপরি, সেলিম পাঞ্জাবি, রাজকুমারী শপিংমল, রাজস্থান, আরএক্স সুজ, পরশমণি, গুলশান শাড়ি মিউজিয়াম, আলমগীর ব্রাদার্সসহ প্রায় প্রতিটি বড় শোরুমে দেখা গেছে ক্রেতার ভিড়। এর বাইরে মূল সড়কের মল টোয়েন্টিফোর, খাজানা, শৈল্পিক, ব্লু মুন, অলটেক্স মলসহ বেশ কিছু বড় শোরুমে দেখা গেছে স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করছেন নানা বয়সী মানুষ। ত্রিপিসের দোকানে কথা হয় বিক্রয়কর্মী সাজ্জাদ হোসের সঙ্গে। তিনি বলেন, ক্যাটালগ অনুযায়ী সব ত্রিপিস আছে টেরিবাজারে। শুরুর দিকে পাইকারি বিক্রি করলেও ১৫ রমজানের পর থেকে খুচরা বিক্রি করছি আমরা। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হক কালবেলাকে বলেন, টেরিবাজারে শতাধিক বিপণিকেন্দ্রে দেড় হাজারের মতো দোকান ও শোরুম রয়েছে। থানকাপড়ের পাশাপাশি এখন বেশ কিছু অভিজাত শোরুম গড়ে উঠেছে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে সব ধরনের পণ্যসামগ্রী তোলা হচ্ছে এসব প্রতিষ্ঠানে।
০৭ এপ্রিল, ২০২৪

যেভাবে মুসলিম স্বামীর পাশে দাঁড়ালেন খ্রিষ্টান স্ত্রী
মুসলমানদের কাছে বছরের অন্যান্য মাসের চেয়ে বিশেষভাবে পবিত্র মাস রমজান। বিশেষ এই মাসে একসঙ্গে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকার মাধ্যমে কঠোর ধৈর্যের পরীক্ষা দিয়ে থাকেন মুসলিমরা। এমন পরীক্ষায় তাই স্বামী ডনতাইয়ের সঙ্গে উপোস থাকার মধ্য দিয়ে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন খ্রিষ্টান ধর্মানুসারী স্ত্রী কাওরি লিওনার্ড।  সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মাত্র ১৩ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন ব্রিটিশ নাগরিক ডনতাই। পরিবারের একমাত্র মুসলিম সদস্য হিসেবে লন্ডনে বেড়ে উঠেছেন তিনি।  খালিজ টাইমসকে ডনতাই জানান, খুবই অল্প বয়সে ইসলাম গ্রহণ করার কারণে প্রথম দিকে ধর্মীয় রীতিনীতি মেনে চলতেন না তিনি। পরবর্তী সময়ে বুঝতে শেখার পর বাড়িতে ইচ্ছানুযায়ী ধর্মীয় ইবাদত, বিশেষ করে রমজান মাসে রোজা রাখতে পারতেন না, এমনকি তার ঘরে প্রায়ই শূকরের মাংস রান্না করা হতো যা ইসলামে নিষিদ্ধ ছিল।  ডনতাইয়ের স্ত্রী কাওরি জানান, স্বামীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এটি তার জন্য অনেক বড় একটি সুযোগ। তিনি বলেন, তার স্বামী যা ভালোবাসেন এবং অনুশীলন করেন তার অংশ হতে পারাটা আনন্দের। তার জন্য রমজান গুরুত্বপূর্ণ। তাই তিনি ডনতাইয়ের এই অভিজ্ঞতাকে আরও ভালো করতে চান। তার সঙ্গে রোজা রাখতে চান। এটি তাদের আরও বেশি কাছাকাছি নিয়ে আসবে বলে বিশ্বাস কাওরির।  স্ত্রীর এমন সমর্থনের প্রশংসা করে ডনতাই জানান, তিনি খুব খুশি যে, তার স্ত্রী তার সঙ্গে উপোস থাকছে। তিনি কাওরিকে নিয়ে খুব গর্বিত। জন্মগতভাবে কাওরি অর্ধেক ইতালীয় এবং অর্ধেক ভেনেজুয়েলার। প্রথম দিকে সারা দিন উপোস থাকা তার জন্য অনেক কঠিন একটি বিষয় ছিল। কাওরি জানান, লন্ডনেও স্বামীর সঙ্গে তিনি একবার রোজা রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু দুবাইয়ে আসার পর শহরটির প্রাণবন্ত পরিবেশ এবং স্বতঃস্ফূর্ততা বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে। ইফতারের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, দিনটি দ্রুত চলে যায়। রোজা ভাঙার মুহূর্তটিকে পুরস্কারের মতো মনে হয়।
০৫ এপ্রিল, ২০২৪

মসজিদুল হারাম ও মদিনায় রাতযাপনে ১০ লক্ষাধিক মুসল্লি
রমজান মাসের শেষ দিকে পবিত্র মক্কা ও মদিনায় ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে। মসজিদে হারাম ও মসজিদে নববিতে রাতযাপন করছেন অন্তত ১০ লাখ মুসল্লি। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, রোজার মাস শেষের দিকে। শেষমুহূর্তে ফজিলতপূর্ণ সময় পুরোদমে কাজে লাগাতে চাইছেন মুসল্লিরা। তারা সারারাত জেগে তারাবির নামাজ আদায় করছেন। ওমরাহ আদায়কারীর সংখ্যাও দিন দিন বাড়ছে। তারা সারা দিন মসজিদে অবস্থান করে আল্লাহর জিকিরে মশগুল থাকছেন। এ ছাড়া দিনরাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে গুনাহ মাফের ফরিয়াদ করছেন।  কত সংখ্যক মানুষ বর্তমানে মসজিদ দুটিতে অবস্থান করছেন তার বর্ণনা দিতে গিয়ে বলা হয়, তারাবির নামাজের জামাতে মসজিদ দুটির বারান্দাসহ সর্বত্রই শুধু মানুষ। তারা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আল্লাহর অন্যতম বিধান নামাজ আদায় করছেন।   এদিকে পবিত্র কাবায় এ বছর ইতেকাফকারীর সংখ্যা গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে। সেখানে ছয় হাজারের বেশি মানুষ সৌদি আরব সরকারের তালিকাভুক্ত হয়ে ইতিকাফ করছেন। মুসলিমরা রমজানের শেষ দশকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মসজিদে ইবাদত করে ব্যয় করেন। এ সময়কে ইসলামে ইতিকাফ বলে অবিহিত করা হয়। মহানবী হজরত মুহাম্মদ (স.) এর প্রদর্শিত পন্থায় এ ইবাদত পালন করেন মুসলিমরা। চলতি বছর সৌদি আরবে ১১ মার্চ থেকে রমজানের শুরু হয়েছে।
০৪ এপ্রিল, ২০২৪

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল
নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির সর্ববৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) নিউইয়র্কের জ্যামাইকা আল আকসা পার্টি সেন্টারে (সাবেক তাজমহল পার্টি সেন্টার) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশটিতে বসবাসরত তিন শতাধিক সদস্য ও তাদের পরিবার অংশ নেয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সন্তান ও জাতিসংঘের প্রথম বাংলাদেশি মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শামীম গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদের পরিচালনায় দোয়া ও মাহফিলে রোজার ফজিলত সম্পর্কে বয়ান করেন ছারছিনার পীর সাহেব। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ইফতার মাহফিলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মতিউর রহমান, সমন্বয়কারী আবদুল কাইয়ুম, অলিউল্লাহ খন্দকার সুমন, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোহাম্মদ সাহাদাত হোসাইন, সমিতির সহসভাপতি ইসমাইল হোসেন, মোহাম্মদ ইকবাল এ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুল আলম, মোহাম্মদ জিয়াউর রহমান, ইয়াসিন মিয়া, মোহাম্মদ রাশেদুল কবির, সজল মোহাম্মদ, মোল্লা সানি, বি এম মাসুদ সালাউদ্দিন খান তুহিন, কাজী কামরুজ্জামান। সমিতির উপদেষ্টাদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আহসানুল হক, ইঞ্জিনিয়ারন নুরুল হক, মোহাম্মদ জসিম উদ্দিন, বি এম মুরাদ, অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবদীন ও মোহাম্মদ মোহসিন হোসেন। আর নির্বাচন কমিশনারদের মাঝে উপস্থিত ছিলেন জাকির খান ও মোহাম্মদ ইকবাল কবির।  গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়োলো সোসাইটির সাবেক সভাপতি আওয়াল ভূঁইয়া, আলী আক্কাস, বর্তমান সভাপতি মাসুদ ও সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দীক।  এ ছাড়াও নরসিংদী জেলার গণ্যমান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. ইরান, মুরাদ, সাইফুল, সাইফুল্লাহ ভূঁইয়া সুমন, ওবায়দুল হোসেন, শাহজালাল, রবি ঊল্লা, রুহল আমিন মোল্লা প্রমুখ।
২৭ মার্চ, ২০২৪
X